![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিউট্রন বিনা হাইড্রোজেন প্রোটন আমি।
পার পেয়ে যাবে একথা জেনেই
আজো তারা খুন করে।।
যখনো তখনো দেশের পতাকা
ভূলুণ্ঠিত করে।
আমরা দেবোনা হতে
মাগো জেগে আছি তোমার সন্তান
শাহবাগ চত্বরে।।
আরো কতো খুনে ফাঁসির দন্ড
মুখোশ খুলো আজ সকল ভন্ড
নতুবা করবো লন্ড-ভন্ড
ক্ষমতার মসনদ।।
চালবাজি করে চারটি দশক
যারা রাজাকার-দালাল পোষক
শুধু নিজেদের আখের চেয়েছো
লুটিয়াছো সম্পদ
এবার শুধুতে হবে
বীরাঙ্গনা ও শহীদ জননীর ঋণ পাই পাই করে।।
শহরে নগরে গ্রাম প্রান্তরে
ফাঁসির দাবী আজ সবার অন্তরে
বাঁচানোর ষড়যন্ত্র করে
কেহই পাবেনা পার
দেশের পতাকা ম্লান করে যারা
খুনের উৎসবে ছিলো মাতোয়ারা
সংসদে বসে রাজাকার যারা
দিন করিয়াছো পার
দম্ভ তোমার শেষ
কসাইয়ের দল, কতো ধানে দেখো কতো চাল আজ ধরে
১০ ফেব্রুয়ারি ২০১৩
©somewhere in net ltd.