![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিউট্রন বিনা হাইড্রোজেন প্রোটন আমি।
।।২।।
এ সমুদ্র জনসমুদ্র নতুন প্রজন্মের ভীড়ে
অসংখ্য নদী-নালা,
খাল-বিল, স্রোতধারা
মিশে গেছে আজ এক সুরে।।
নর্দমা-নোংরায়
কীটানুর দল সব
ভেসে যাবে
যাক ভেসে দূরে।।
জনরোষ জনঢেউ
সমুদ্র উত্তাল
ঘূর্ণী-বিজলী মিলে চমকায় উজ্জ্বল
কসাইয়ের রাজপাট
রাজাকার-চন্ডাল
দালালের ঘর যায় উড়ে।।
জনমনে বিবমিষা
সুনামির শক্তিতে
জঞ্জাল দেয় উগড়ে।।
এই দিন নতুনের
ভেঙেচুড়ে গড়বার
ক্রীড়ানক হয়ে নয়
কারো হাতে বারবার
প্রয়োজনে গর্জণে
ছাড়িয়াছে হুংকার
নয় পোষা কারো কোন সুরে।।
বাংলার স্বাধীনতা
থাকবেই চিরজীবী
বিনাশ করিয়া অসুরে
১১ ফেব্রুয়ারি ২০১৩
©somewhere in net ltd.