নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়।তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়,তাকে সঙ্গে নিয়ে চলি।ভালো লাগে ভাবতে, আকাশ দেখে মেঘেদের সাথে গল্প পাততে, বৃষ্টি ছুঁয়ে হৃদয় ভেজাতে, কলমের খোঁচায় মনের অব্যক্ত কথাগুলোকে প্রকাশ করতে...

শাওন আহমাদ

এটা আমার ক্যানভাস। এখানে আমি আমার মনের কোণে উঁকি দেয়া রঙ-বেরঙের কথাগুলোর আঁকিবুঁকি করি।

শাওন আহমাদ › বিস্তারিত পোস্টঃ

বসন্তের মাতাল সমীরণে...

০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৮



বসন্ত মানে কবিতাবেলা, ভালোবাসার পঙক্তিমালা আর এলোমেলো হাওয়ার দিন। বসন্ত মানে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ায় রঙিন। শীতে ঝিমিয়ে যাওয়া প্রকৃতিতে; বইতে শুরু করেছে বসন্তের মাতাল হাওয়া। ঝড়াপাতার দিন শেষে, নির্জীব প্রকৃতিতে প্রাণের সঞ্চার করতে; ঋতুরাজ বসন্তের আবির্ভাব হয়। যে নিঃস্প্রাণ প্রকৃতিতে প্রাণের সঞ্চার ঘটায়, অকৃপণ হাতে সাজিয়ে দেয় নিজের সবটুকু ঢেলে; রাজমুকুট তো তারই মাথায় শোভা পায়। এ কারণেই বসন্ত ঋতুদের রাজা, ঋতুরাজ বসন্ত।


এসময় ডালে ডালে নতুন পাতা ও কুড়ি বসন্ত বন্দনায় মেতে উঠে; তাদের আনন্দে সামিল হতে মগডালের আড়াল থেকে ডেকে ওঠে লাজুক কোকিল। ফুল আর ফুলের সুভাসে ভরে ওঠে বন-বাদার। বাহারী রঙের ডানামেলে নেচে বেড়ায় প্রজাপতির দল। পাখিদের কিচিরমিচির আর কলতানে মনে হয় পক্ষীকূলের বনসভা বসেছে ধরায়। আম্রমুকুল আর বাতাবি-লেবু ফুলের গন্ধে পাগল করে মন। বসন্তে প্রকৃতি সৌন্দর্যের দুয়ার খুলে, নিজেকে মেলে ধরে এক অপরুপ রুপে।


বসন্ত ফুলের ঋতু। এ সময় নানা রঙের ফুল ফুটলেও, বসন্তের ফুল বলতে প্রথমেই বাসন্তী রঙের গাঁদার ছবিই চোখের সামনে ভেসে ওঠে। এছাড়াও এই ঋতুতে অশোক, রক্তকাঞ্চন, রক্তকরবী, দেবদারু, নাগেশ্বর, মহুয়া, পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া ইত্যাদি ফুল ফটে। প্রকৃতিকে সাজাতে পিছিয়ে থাকে না, ঘাসের গালিচা আর বন-বাদারে ফোটা নাম না জানা বনফুলও। এত ফুলের ভিড়ে; শিমুল, পলাশ আর কৃষ্ণচূড়া প্রকৃতিতে রঙের আগুন ছড়িয়ে; বসন্ত সৌন্দর্যে আলাদা মাত্রা যুক্ত করে। এ কারণেই বসন্তকে আগুন ঝরা ফাগুন বলে ডাকা হয়।

বসন্তকালে আবহাওয়া তুলনামূলক ঠান্ডা থাকে। যাকে বলে শরীরের সঙ্গে জুতসই আবহাওয়া । দিনেরবেলা হালকা গরম থাকলেও, বেলা গড়িয়ে এলেই কিছুটা ঠান্ডা অনুভূত হয়। বসন্ত সন্ধ্যার অদ্ভুত এক ঘোর আছে। সন্ধ্যার মুখে আধো আলোছায়ায় যখন দক্ষিণের মৃদুমন্দ বাতাস অজানা ফুলের গন্ধ মেখে চোখে-মুখে পরশ বুলিয়ে দেয়; তখন এক মূহুর্তে মন ভেসে যায় দূর থেকে দূরে। চিন্তার জাল এলোমেলো করে, কখনো ভাসায় সুখের অনুভূতিতে আবার কখনো বা বিষাদের বানে। তাইতো রবীন্দ্রনাথ কখনো বলেছেন, “ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান; আমার আপনহারা প্রাণ, আমার বাঁধন-ছেড়া প্রাণ”। আবার কখনো বলেছেন, “আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, বসন্তের এই মাতাল সমীরণে”।


মুগ্ধতার ঋতু, বিষ্ময়ের ঋতু বসন্ত। বসন্তের প্রাকৃতিক সৌন্দর্য যেমন মানুষকে মুগ্ধ করে, তেমনি রহস্যেঘেরা সৌন্দর্যে ডুবিয়েও রাখে অপার বিষ্ময়ে। বসন্ত শূন্য হৃদয় ভরিয়ে দেয়, মনের বিবর্ণ ক্যানভাসে আঁচড়কাটে বাহারি রঙের তুলিতে। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য বসন্ত সৌন্দর্যের স্বর্গরাজ্য। যুগ যুগ ধরে বসন্ত মানুষকে করছে, প্রেমিক, ভাবুক, কবি, সাহিত্যিক। তাইতো বসন্তকে ঘিরে এতো গান, কবিতা আর গল্পমালা রচনা হয়েছে; যা যুগ যুগ ধরে মানুষের মনের খোরাক জুগিয়ে আসছে।


ছবিঃ গুগল

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ১:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:



ছবিটি খুবই সুন্দর।

০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩০

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ! আপনার মন্তব্যের জন্য।

২| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিটি ও বসন্তের ঢালী অনেক সুন্দর হয়েছে।

০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩০

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ! আপনার মন্তব্যের জন্য। শুভকামনা আপনার জন্য।

৩| ০৬ ই মার্চ, ২০২৪ দুপুর ২:৫১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে।

০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৩০

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ! আপনার মন্তব্যের জন্য।

৪| ০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: ঋতুরাজ বসন্ত।
কবি সাহিত্যিকেরা সবচেয়ে বেশি বসন্তের গুণগান গেয়েছেন।

০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৫

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ! আপনার মন্তব্যের জন্য। শুভকামনা আপনার জন্য।

৫| ০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:১২

মোগল সম্রাট বলেছেন:



বসন্তকাল নিয়ে সর্বশেষ ভাইরাল গান ‘বসন্তকালেও তোমায় বলতে পারিনি’। প্রকৃতির সাথে মানুষের হৃদয়েও বসন্ত আসে মনে হয়। তাই এতো স্তুতি এতো জয়গান।

ভালো লাগলো আপনার লেখা।

০৬ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:৪৬

শাওন আহমাদ বলেছেন: ধন্যবাদ! আপনার মন্তব্যের জন্য। শুভকামনা আপনার জন্য।

৬| ০৭ ই মার্চ, ২০২৪ বিকাল ৪:২৯

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।

২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১:৩০

শাওন আহমাদ বলেছেন: আমার পোস্টগুলো অনাথ কেউ ফিরে দেখে না। তবে আপনি সবার পোস্টেই তাকান, ফিরে দেখেন। ব্লগে আমার পোস্টের প্রথম মন্তব্যকারী আপনি। ভালোবাসা নিবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.