নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জানিনা কি লিখতে চাই,কি বা বলতে চাই,কত শত অব্যক্ত কথনগুমরে মরে হৃদয়ের কারাগারে .....

শেহজাদী১৯

আমি যে আঁধারের বন্দিনী আমারে আলোতে নিয়ে যাও

শেহজাদী১৯ › বিস্তারিত পোস্টঃ

জগিং পোস্ট -একটি প্রশ্ন

০২ রা মে, ২০২১ রাত ৯:৫৭


সমাজ ও সংসারে বৃদ্ধ মানুষেরা যেন বড়ই অপাংতেয়। একদিন যে মানুষটি দিবারা্ত্র অষ্টপ্রহর সংসারের জোয়াল কাঁধে বয়ে নিজের সুখ দুঃখ আনন্দ বেদনা বিসর্জনে সংসারের সকলের জন্য খেঁটে চলে, শেষ বয়সে এসে তাকেই হয়ে যেতে হয় সমাজ সংসার বা পরিবারের বোঝা।সকলেই ভবিষ্যৎ নিয়ে হবে। ছোটকালে জানতে চাওয়া হয় এইম ইন লাইফ বা জীবনের লক্ষ্য কি? কেউ কি ভেবেছেন বৃদ্ধকালে আপনার লক্ষ্য কি? কিংবা কি করে কাঁটাবেন আপনার বৃদ্ধকালের অবসর সময়?

চাঁদগাজী ভাই আমাকে শ্লো ব্লগার বলেছেন। আমার তাই মেদ ঝরাতে রোজ রোজ দৌড়োতে হবে ব্লগ নিয়ে।
তাই রোজকার তালিকার এই জগিং পোস্ট। প্লিজ হেল্প মি। কে কিভাবে কাঁটাতে চান আপনার সাধের অবসর জীবন?

মন্তব্য ৪০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২১ রাত ১০:০৪

চাঁদগাজী বলেছেন:



আমি রিটায়ার করেছি, ব্লগিং করছি, পরিবারের কাজকর্ম করছি; শরীর ভালো হলে অন্যদের সাহায্য করার চেষ্টা করবো; বাংলাদেশের বয়স্করা এবার অনেক কিছু করতে পারতেন; আমি দেশে থাকলে, ২০০/৩০০ লোক নিয়ে রাস্তায় হাঁটতাম, বিনা মাস্কে কেহ রাস্তায় বের হলে, উহাকে ঘরে পাঠায়ে দিতাম; এমন কি ঢাকা থেকে ছাত্র মাত্দের গ্রামে পাঠায়ে দিতাম।

০২ রা মে, ২০২১ রাত ১০:০৮

শেহজাদী১৯ বলেছেন: ১ নং প্রশ্ন- ছাত্র মাতেদর মানে কি?

আর উত্তরগুলো পাওয়া হলো-

ব্লগিং
পরিবারের কাজ কর্ম
অন্যদের সাহায্যের চেষ্টা - খুবই ভালো
কিন্তু

মাস্ক পরে ২০০/৩০০ জন হাঁটলে আপনারেও ঘরে পাঠায় দিত ভাই। :|

০৫ ই মে, ২০২১ বিকাল ৫:১৫

শেহজাদী১৯ বলেছেন: মাতেদর* ?

২| ০২ রা মে, ২০২১ রাত ১০:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব কাছ থেকে বৃদ্ধদের দুরবস্থা আমি দেখেছি। বৃদ্ধ মানুষ একটা সংসারের আপদ। সবচাইতে কাছের মানুষটিও বৃদ্ধ মানুষটাকে কাছে রাখতে চায় না। অবস্থাদৃষ্টে মনে হয়, বৃদ্ধ লোকটা যত তাড়াতাড়ি পৃথিবী থেকে বিদায় নিবে, তত তাড়াতাড়িই স্বস্তি পাওয়া যাবে।

যদি এমন হতো, বৃদ্ধ হবার আগেই, অর্থাৎ, চলৎশক্তিহীন হওয়ার আগেই মানুষের জীবনাবসান হয়ে যাবে, তাহলে পৃথিবীতে বৃদ্ধ-আপদের কোনো বালাই থাকতো না।

০২ রা মে, ২০২১ রাত ১০:১৮

শেহজাদী১৯ বলেছেন: বৃদ্ধেরা চলৎশক্তিহীন হবার আগেও পরিবারের নানা বিষয়ে নানা মত প্রয়োগ করতে গিয়ে বা তাদের বুদ্ধি বা অভিজ্ঞতা দিয়ে কিছু করতে চাইলেও পরিবারের নতুন জেনারেশন বা আপডেটেড মানুষদের তা পছন্দ হয় না, উল্টো ক্ষোভের শিকার হন। এ বিষয়ে আপনার মতামত কি? তারা সেসব থেকে বিরত থাকবেন? নিজের মত করে নিজেরা গুটিয়ে থাকবেন? নাকি নিজেদের সমবয়সীদের নিয়ে আলাদা জগৎ গড়ে তুলবেন?

আপনি নেক্স্ট জেনারেশন বা পরের বাড়ির মেয়েটি বা ছেলেটির সাথে কি ধরনের আচরণ করবেন বা করা উচিৎ বলে মনে করেন?

৩| ০২ রা মে, ২০২১ রাত ১১:০৯

কামাল১৮ বলেছেন: আমি টুকটাক কিছু কাজ করি,কিন্তু কাজ করার জন্য বকা খাই বেশি।ঘরে আছে তিনটা পাখি বাইরে আছে তিনশ, এদের খাবার গোসলের পানি দেই,রাতে আসে রাতের অতিথিরা। এই সব করে দিন কাটে।টুকটাক কিছু ফুলের গাছ কিছু তরিতরকারিক গাছ দেখা শুনা করি।

০২ রা মে, ২০২১ রাত ১১:১৭

শেহজাদী১৯ বলেছেন: আপনি যা যা করছেন-

পাখিদের খাবার দেওয়া
ফুল আর সব্জী বাগানের পরিচর্যা - জেনে ভালো লাগলো।


সংসারের অন্যান্য সদস্যদের সাথে সম্পর্ক সমঝোতা নিয়ে কোনো সমস্যা নেই তো?

৪| ০২ রা মে, ২০২১ রাত ১১:২৯

কামাল১৮ বলেছেন: সমস্যা একটাই সামান্য কাজ করলেই বকাঝকা।তোমাকে না বলেছি এটা করবে না ওটা করবেনা।

০২ রা মে, ২০২১ রাত ১১:৪৩

শেহজাদী১৯ বলেছেন: কেনো?
এটা কি আদরের বকা? নাকি নতুন জেনারেশনের বিরক্তি?

আপনি কেমন আছেন এসব নিয়ে?

৫| ০৩ রা মে, ২০২১ রাত ১২:০৬

কামাল১৮ বলেছেন: ভালো আছি।বিরক্তি আর আদর বোঝার ক্ষমতা আমার আছে।

০৩ রা মে, ২০২১ রাত ১২:২১

শেহজাদী১৯ বলেছেন: এটাই জানতে চাচ্ছিলাম। আপনি মনে হয় বাংলাদেশের বাইরে থাকেন। আপনাদের বড় গাছগুলোতেও অজস্র পাখিদের বাস। এমনই মনে হচ্ছে আমার।

৬| ০৩ রা মে, ২০২১ রাত ১২:৪৫

কামাল১৮ বলেছেন: ঠিক ধরেছেন।অনেক পাখির ছবিও আছে ,কিন্তু ছবি দিতে জানি না।কেন যে এতো আগে জন্ম নিলাম।

০৩ রা মে, ২০২১ রাত ১২:৫৮

শেহজাদী১৯ বলেছেন: ছবি দেওয়া শিখে নেন। মানুষ পারেনা এমন কিছু কি আছে?
যত আগেই জন্মান। ইচ্ছা থাকলেই উপায় হয়।
শিখে নেন। ছবি দেন। দেখি আপনার পোষা পাখিদের ছবি।

৭| ০৩ রা মে, ২০২১ রাত ১:০০

ঢুকিচেপা বলেছেন: আপনার জগিং পোস্টের বিষয়বস্তু ভালো লেগেছে।
বৃদ্ধ বয়সটা সবার ভালো যায় না। তার একমাত্র কারণ ভবিষ্যৎ প্লানিং না থাকা। এখনো কোন প্লানিং করিনি।

আপনার ওল্ড হোম সিরিজটা পড়বো, এই বিষয়ে একটু দুর্বলতা আছে।

খেয়াল রাখবেন জগিং এ ফাঁকি দেয়া চলবে না।

০৩ রা মে, ২০২১ রাত ১:০৯

শেহজাদী১৯ বলেছেন: জগিং এ থাকাটা অবশ্য কোনো কঠিন কাজ না তবে গভীরতম ভাবনাগুলো ঠিক ঠাক ভাষায় আনা একটু কঠিন হয়ে যায়।

ওল্ড হোম সিরিজটা খুবই বাস্তব ঘটনার প্রতিফলন কিন্তু আমাকে ভাবিয়েছে কেনো মানুষ এইসব আচরণ করে একটা সময় বাড়ির সকলের প্রায় চক্ষুশূল বা বিরক্তিকর মানুষে পরিনত হয়। সে তো ভালোই চায়। তার অভিজ্ঞতার আলোকে যা ভালো বোধ হয় তাই করতে চায় কিন্তু অন্যেরা তা মানে না। আর তখনই শুরু হয় দ্বিধা দ্বন্দ।

৮| ০৩ রা মে, ২০২১ রাত ১:০৬

জটিল ভাই বলেছেন:
কি করবো এখনো ভাবিনি, তবে বৃদ্ধ হবার আগেই একটি বৃদ্ধাশ্রম করার ইচ্ছা আছে। সেই দোয়া চাই।
আর একটা কথা কি জানতে পারি? লেখককে ইদানিং বৃদ্ধ বয়স নিয়ে ভীষণ চিন্তিত মনে হচ্ছে। কারণটা জানতে পারি কি?

০৩ রা মে, ২০২১ রাত ১:১৩

শেহজাদী১৯ বলেছেন: হ্যাঁ জানতে পারেন। আমার চোখের সামনে একজনকে দেখছি। মানে এই দেখার শুরুটা আজকের নয়। বেশ কয়েক বছর ধরেই। সাথে পরিবারের অন্যান্যদের আচরণ। নানা প্রকার ঘটনা প্রবাহ আমাকে ভাবিয়েছে। অনেক বাড়িতেই শুনি দেখি বৃদ্ধ বয়সে পরিবারের অন্যান্যজনের যেন বোঝা হয়ে পড়েন। এই ব্যপারটা আমাকে ভাবিয়েছে।

দুপক্ষের আচরণের সমস্যা ও সমাধান।

কখনও কখনও ছেলে মেয়ে থাকা স্বত্তেও কিছু মানুষ বৃদ্ধাশ্রমে চলে যান। অভিমান নিয়ে এক রাশ।

ভুলটা কোথায় এবং কার? নাকি সকলি সঠিক। জানতে চাই। এই মানুষটি অভজারভেশন চলবে আমার যতদিন সে বেঁচে থাকে।

আপনার জন্য দোয়া রইলো।

৯| ০৩ রা মে, ২০২১ রাত ১:৩১

জটিল ভাই বলেছেন: আপনার জন্যেও দোয়া রইলো। আপনার মানসিক অবস্থা কিছুটা বুঝতে পারি। জানি আপনি সচেতন মানুষ। তাই নিশ্চই ভেবে সমাধান খুঁজে বের করবেন, ফার্স্টেসনে ভুগবেন না।

০৩ রা মে, ২০২১ রাত ১:৩৪

শেহজাদী১৯ বলেছেন: না ফ্রাস্ট্রেশনে ভুগছি না। তবে সমাধান খুঁজছি।

১০| ০৩ রা মে, ২০২১ রাত ১:৩৯

জটিল ভাই বলেছেন: জ্বী, আমারও সেটাই বিশ্বাস। সমাধান কারো না কারো হাত ধরেই আসে। তবে অনেক সময় বেশি-বেশি ভাবতে-ভাবতে হতাশা চলে আসে। কারণ মানুষ হিসেবে আমাদের ধৈর্য্য ধরে রাখা অনেক কঠিন। দোয়া রইলো সমাধান করা পর্যন্ত আপনি ধৈর্য্যে সুদৃঢ় থাকুন।

০৩ রা মে, ২০২১ রাত ১:৪৭

শেহজাদী১৯ বলেছেন: শুভকামনা আপনার জন্য।

১১| ০৩ রা মে, ২০২১ সকাল ১০:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার জন্য শুভকামনা।

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৩৩

শেহজাদী১৯ বলেছেন: ধন্যবাদ মাইদুলভাই।

১২| ০৩ রা মে, ২০২১ সকাল ১০:৪৬

নেওয়াজ আলি বলেছেন: কৃষি কাজ করবো। পড়বো লিখবো এবং ইবাদত করবো

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৩৪

শেহজাদী১৯ বলেছেন: ভীষন ভালো।

জীবনের লক্ষ্যের মত অবসর জীবনেরও লক্ষ্য থাকা উচিৎ।

১৩| ০৩ রা মে, ২০২১ সকাল ১১:৩১

কালো যাদুকর বলেছেন: অবসর জীবনে ভ্রমন করতে চাই ৷ আর পুরানো বন্ধুদের সাথে দেখা করতে চাই সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন ৷

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৩৫

শেহজাদী১৯ বলেছেন: খুব সুন্দর একটা ইচ্ছা।

ভালো লাগলো জেনে যাদুকর।

১৪| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি খুবই অলস !!
তার উপরে লকডাউন
ঘরে বসে কি বোর্ডে খোচা মারা
ছাড়া আমার কোন কাজ নাই।
তাই বাড়ছে রক্তে গ্লুকোজের মাত্র!
আমার জন্য দোয়া করবেন।

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৩৬

শেহজাদী১৯ বলেছেন: কি বোর্ডে খোঁচা মারা বড়ই আনন্দের কাজ। মনের কথা প্রকাশ করতে পারাটাও। তবুও শরীরের দিকে খেয়াল রাখতে হবে। নিয়মানুবর্তিতা সফল জীবনের প্রতিচ্ছবি হতে পারে।

১৫| ০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব কষ্ট হয় বুড়োকালীন সময়ের কথা ভাবলে। না জানি কেমন কাটবে সে দিনগুলো :(

ভালো লাগলো আপি

০৩ রা মে, ২০২১ দুপুর ১২:৩৯

শেহজাদী১৯ বলেছেন: হ্যাঁ মেয়েদের জন্য আমারও ভাবনা হয়। নিজের দাদী বা বয়স্কা নারীদেরকে দেখেছি। শেষ জীবনে এসে যেন জীবনের মূল্য হারিয়েছিলো।

শ্বাশুড়িকাল সময়টা খুব ভেবে চলা উচিৎ এই কারনেই। যেন শেষ জীবনটা অন্তত বৌ এর সাথে মেয়ের মত কাটানো যায়। ভালোবাসায়, খানিক আনন্দে। জীবনে তো অনেক পাওয়া হলো সাকরিফাইসটাও ভাবতে হয়। নিজেকে মূল্য দিতে হবে এবং অন্যের কাছে যেন মূল্য না হারায় সেদিকেও খেয়াল রাখতে হবে।

১৬| ০৩ রা মে, ২০২১ রাত ১১:২৮

মা.হাসান বলেছেন: কেউ কেউ আছে আগে থেকেই ঘেউ ঘেউ করে, সুযোগ পেলে দল বল নিয়ে ঘেউ ঘেউ করার হুমকি দেয়। এই সব বুইড়ারা সমস্যা। যেখানে থাকে পরিবেশ কলুষিত করে।

বাকিদের মধ্যে বেশিরভাগই বয়স হলে পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নেয়।

মধ্যবিত্ত পুরুষ মানুষ চিরকাল মুখবুজে সহ্য করে গেছে। এদের কষ্ট কম। মহিলারা এক সময়ে প্রবল প্রতাপে রাজত্ব করেছেন। এরা পরিবর্তন না বুঝলে কষ্ট পাবেন।

রিটায়ারমেন্টের সময়ে প্রভিডেন্ড ফান্ডের যে টাকা থাকে তা ছেলে-মেয়ের বিয়ে, বাড়ি মেরামত, বাচ্চাদের বিদেশে পাঠানো, ছেলে-মেয়ের চাকরির ঘুষ দেয়া এসবেই শেষ হয়ে যায়।

পেনশন ফান্ড নামের কোনো একটা ফান্ড থাকা দরকার। সাধ্য মত মানুষ জমাবে। রিটায়ারমেন্টের পরে ওল্ড হোমে সেটা দিয়ে চালিয়ে নেবে। যে যেরকম জমাবে, সে রকম কোয়ালিটির হোমে থাকবে। সময় থাকলে বাচ্চা-কাচ্চারা নাতিপুতি সহ মাঝে সাঝে যেয়ে দেখা করে আসবে, না হলে না।

জীবনের একটা উদ্দেশ্য থাকা উচিৎ। বয়স কালে অপরের বোঝা হবো এটা জীবনের উদ্দেশ্য হওয়া ভালো না।

০৩ রা মে, ২০২১ রাত ১১:৪৬

শেহজাদী১৯ বলেছেন: খুব সুন্দর ভাবনা এবং এ দেশের সকলের এইম ইন লাইফের মত বয়সকালেরও একটা এইম হওয়া উচিৎ।
নিজের দেখভাল করার মত অবস্থা না থাকলে টাকা দিয়ে হলেও সে ব্যবস্থা নিতে হবে। ছেলে মেয়ে পুত্রবঁধুর বোঝা হয়ে হীনমন্যতায় না ভুগে নিজের দাবী নিজে প্রতিষ্ঠিত করে সন্মান নিয়ে বেঁচে থাকার আনন্দ আছে বটে।

তবুও মন বলে একটা ব্যপার আছে। আমাদের সমাজে তারা কি পারবে সন্তান সন্ততি নাতী নাতনীদেরকে চোখের দেখা না দেখে ওল্ড হোমে বাস করতে?

পুরুষেরা যদিও না সংসারে থেকে অন্যের ব্যাপারে নাক না গলিয়ে নিজের মত বাস করতে পারে কিন্তু মহিলারা তাদের সাম্রাজ্যে কারো বিচরণ তো পছন্দ করেননা বটেই বরং আরও প্রতিষ্ঠিত করতে গিয়ে নতুন জেনরাশনের কাছে হেয় প্রতিপন্ন হন। তবুও মায়া মমতা ও নিজেদের অভিজ্ঞতায় এই সংসারের সকলের কিসে ভালো হবে আর কিসে হবেনা এসব ভেবে কষ্ট পান। নতুনেরা বেশিভাগ ক্ষেত্রেই তাতে বিরক্ত হন এবং এই বিরক্তি একটা সময় বয়স্কা নারীদেরকে সংসারের ঝামেলা মনে করতে শুরু করে।

তখন আসে সারাজীবনে তার অবদানের নানা হিসেব নিকেস যাতে শুধুই কষ্ট বাড়ে। আর তাই বুঝতে হবে পরিবর্তন মানতে হবে এই পরিবর্তন।

অসংখ্য ধন্যবাদ হাসানভাই।

১৭| ০৪ ঠা মে, ২০২১ রাত ১:২২

নতুন বলেছেন: সুস্থ অবস্থায় একটা সময় মারা যেতে পারাটা অবশ্যই বড় একটা বিষয়।

অনেক সময় বয়স বেড়ে গেলে আলঝিমার রোগের মতন কিছু রোগে আক্রন্ত হলে অনেক সময় ভিন্ন রকমের আচরন করেন এবং পরিবারের সবার বিরক্তি তৌরি হয় তার উপরে । আমাদের দেশের বেশির ভাগ মানুষই সেটা যে রোগের কারনে হচ্ছে সেটা বোঝে না। এটাকিত্ব অনেক বড় সমস্যা বয়স্কদের জন্য।

০৪ ঠা মে, ২০২১ রাত ২:৫৩

শেহজাদী১৯ বলেছেন: অসুস্থ্যতা একটা বড় সমস্যা। তবে অবুঝ আচরন জেনারেশন গ্যাপ এসব মনে হয় আরও বড় সমস্যা।

১৮| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:০১

রাজীব নুর বলেছেন: শুধু এটুকুও বলি- চাঁদগাজী একজন উত্তম লোক।

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৪০

শেহজাদী১৯ বলেছেন: এটার সাথে ছোটকালের স্মৃতির কি সম্পর্ক?

১৯| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৩৫

রাজীব নুর বলেছেন: সবার মন্তব্য এবং আপনার উত্তর গুলোও পড়েছি।

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:৪১

শেহজাদী১৯ বলেছেন: তারপর?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.