নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নতুন পথের দিশারি, নতুন আলোর সন্ধানে অবিরাম ছুটে চলি। ক্রমাগত ধাবিত করি নিজের ভাবনা গুলোকে আর মিলিয়ে নিতে চাই নিজের চেতনাকে। যেগুলোকে সর্বদা বুকে ধারন করে রেখেছি কোন এক সন্ধিক্ষনে মিলিয়ে নিবো বলে। তাই আমি উন্মুক্ত, বাধহীন স্রোতের ন্যায় ধাবিত করি নিজেকে

শিব কুমার দাশ

জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার শিকার হচ্ছি, জানি না কবে এসে ধরা দিবে সাফল্য। বোধ করি সাফল্য খুবই নিকটে, তাই পরাজয় কে হাসি মুখেই মেনে নিই। কারণ, জানি আর বেশি দিন এই পরাজয় নামক শব্দগুলো হয়তো থাকবে না, তাই যতো পারিস আঘাত দিয়ে যা। নীরবে মেনে নিয়ে চলবো আগামীর পথে।

শিব কুমার দাশ › বিস্তারিত পোস্টঃ

"বাংলা ও বাংলাদেশ " কাব্যগ্রন্থ থেকে নেয়া একটি কবিতা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৫৪

"আমার বাংলাদেশ"
..........শিব কুমার।

বাংলাদেশ তোমার প্রকৃতি রূপে আজি মুগ্ধ
সকল বিশ্ববাসী আজি তোমার গুণগানে
উন্মত্ত আত্মহারা হয়ে লইছে একটি নাম।
তুমি লইছো শ্রেষ্ঠ সন্মান,
তুমি সব দ্বেষ ভুলে একচিত্তে লইছো ধারণা
দেশ মাতার পূর্ণ জলে আবক্ষ স্নানে
একটি নাম উঠে আসে বার বার।
তুমি আমার প্রিয় স্বদেশ -- বাংলাদেশ।

পাখির কলকাকলি আর শষ্যে ভরা
নদীমাতার চরণ তলে রয়োছ নুয়ে
দেশের সকল ভূমি রেখেছো উর্বর।
আছে বাংলার বুকে হাজারো গ্রাম
আছে নদী পাহাড় পর্বত সুন্দরবন।

আছে সৈকতের দখিন হাওয়া
উড়াল দিয়ে মনের দোলায় আপন করে
উষ্ণ প্রেমের হাই তুলে কোমল ছোয়ায়
দখিন কোন দাগ কেটে যাওয়া পুন্য স্বদেশ
সবার আগে উঠিব দাঁড়িয়ে বারবার
লক্ষে তাহার অবিচল-
রাখিব অক্ষয় তোমায় বাংলাদেশ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৯

আমির ইশতিয়াক বলেছেন: আজ আপনি আমার ব্লগে গিয়েছিলেন কিন্তু ভালোবাসার কোন স্বাক্ষর পেলাম না। সম্ভবত আমি আপনার পোস্টের প্রথম মন্তব্যকারী হলাম। আপনাকে সামুতে স্বাগতম। প্রিয় বাংলাদেশেকে নিয়ে সুন্দর একটি কবিতা লিখলেন। শুভ কামনা রইল।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:১৪

শিব কুমার দাশ বলেছেন: ধন্যবাদ ভাই, আমি আসলে অন্য কাজে ব্যাস্ত আছি যার কারনে আমার ব্লগ টা সুন্দর করে সাজানো হইনি। আমি খুব শীঘ্রই আমার ব্লগটি সাজাবো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.