নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নতুন পথের দিশারি, নতুন আলোর সন্ধানে অবিরাম ছুটে চলি। ক্রমাগত ধাবিত করি নিজের ভাবনা গুলোকে আর মিলিয়ে নিতে চাই নিজের চেতনাকে। যেগুলোকে সর্বদা বুকে ধারন করে রেখেছি কোন এক সন্ধিক্ষনে মিলিয়ে নিবো বলে। তাই আমি উন্মুক্ত, বাধহীন স্রোতের ন্যায় ধাবিত করি নিজেকে

শিব কুমার দাশ

জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার শিকার হচ্ছি, জানি না কবে এসে ধরা দিবে সাফল্য। বোধ করি সাফল্য খুবই নিকটে, তাই পরাজয় কে হাসি মুখেই মেনে নিই। কারণ, জানি আর বেশি দিন এই পরাজয় নামক শব্দগুলো হয়তো থাকবে না, তাই যতো পারিস আঘাত দিয়ে যা। নীরবে মেনে নিয়ে চলবো আগামীর পথে।

শিব কুমার দাশ › বিস্তারিত পোস্টঃ

\'\'নিভৃতে বর্ণবাদ \'\' কাব্যগ্রন্থ থেকে নেওয়া কবিতা।

০৭ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:২৩



।। জীবনের উপস্বাদ ।।
শিব কুমার

কখনও নীরবে যাতনা সহে যায়,
নীরব মুখের ভাষায় ক্রমাগত চলে আর্তনাদ ।
কখনও ব্যস্থতার ভিড়ে নিজের পথচলায়
হারিয়ে ফেলি নিজেকে অজান্তেই,
কর্মমুখী দিনে ব্যস্থ সবাই,
দম ফুরানোর ফুসরত নেই কারো,
সবাই ছুটেছে, ক্রমাগত ছুটছে -
অবলীলা ধাবিত করে - কেউ দেখে না,
নীরব মনের কোনে -
জমে থাকা একমুঠো আর্তনাদ ।।

কত চিৎকার যাতনা নীরবে করেছে নিবেদন
কতদিন অসহ্য বেদনার চিৎকারে
বাতাস করেছে ভারি ।
তবু পাষাণেরা পাশ দিয়ে যায়
নিন্দুকেরা দিয়েছে গালি ।
এটাই কি জীবনের মহিমা ? নাকি -
স্বাদের আনন্দে বেঁচে থাকা উপস্বাদ ।
মানুষের জন্য মানুষ, মানুষের জন্য সমাজ
তবু কেন সমাজের মাঝে এত বিবাদ ??

সমাপ্ত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.