নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নতুন পথের দিশারি, নতুন আলোর সন্ধানে অবিরাম ছুটে চলি। ক্রমাগত ধাবিত করি নিজের ভাবনা গুলোকে আর মিলিয়ে নিতে চাই নিজের চেতনাকে। যেগুলোকে সর্বদা বুকে ধারন করে রেখেছি কোন এক সন্ধিক্ষনে মিলিয়ে নিবো বলে। তাই আমি উন্মুক্ত, বাধহীন স্রোতের ন্যায় ধাবিত করি নিজেকে

শিব কুমার দাশ

জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার শিকার হচ্ছি, জানি না কবে এসে ধরা দিবে সাফল্য। বোধ করি সাফল্য খুবই নিকটে, তাই পরাজয় কে হাসি মুখেই মেনে নিই। কারণ, জানি আর বেশি দিন এই পরাজয় নামক শব্দগুলো হয়তো থাকবে না, তাই যতো পারিস আঘাত দিয়ে যা। নীরবে মেনে নিয়ে চলবো আগামীর পথে।

শিব কুমার দাশ › বিস্তারিত পোস্টঃ

"এক চিলতে ভালবাসা" কবিতা টি আমার হৃদয়ের কথা।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৪৮



।।এক চিলতে ভালবাসা।।
শিব কুমার


এক চিলতে ভালবাসা পাবার জন্য..
ছুটে যেতাম তোমার কাছে,
এক বুক আশা নিয়ে, তোমার প্রতীক্ষার প্রহর গুনে,
অপেক্ষাই থাকতাম সর্বক্ষণ।।
তুমি আসবে বলে্‌-- হে প্রেয়সী
মনের কোনাই জমে থাকা আবেগ
রাখতে পারিতাম না নিজের ভিতর,
তুমি আসবে বলে-- হে মায়াবিনী
জোনাকিরা গুন গুন করে,
গান গেয়ে যেত নিজের খেয়ালে,
চন্দ্রিমার সাথে করিতাম আলাপন।।

কতদিন করেছি পার, নিশিতে করেছি আহরণ,
মনের কনে জমে থাকা স্বপ্ন গুলো,
অঙ্কুরেই করেছি আস্বাদন।
কত স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে-- বিদ্ধ করেছে বুকে;
তবুও প্রতীক্ষাই ছিলাম, হিমালয়ের চন্দ্রচূড়ে;
নিশিদিন জপে তোমারি পথের দিশাই;
জানি, যেপথে করেছো গমন,
পেয়েছ নতুনের শিহরন; তাতেই মজিবে প্রেম,
সঁপেছ কি তোমার সেই জীবন ??

ক্ষণিকের এই মিলন মেলাই,
হয়েছি মোরা আত্ম ভোলা,
উন্মাদনাই দিয়েছি পাড়ি,
জাত গেলো তোর; হিসেব খোলা।
এই কি ছিল তোর জীবন শিক্ষা ?
রক্তে মোদের নেই ভেদাভেদ,
তবুও কেন ভিন্ন দীক্ষা।
হাইরে আমার কপাল পোড়া,
নষ্টামিতেই জীবন গড়া,
এককে ফেলে দুইকে পেলি;
স্বাদ কি তোর ভিন্ন ধরা ??

সমাপ্ত

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.