| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিব কুমার দাশ
জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার শিকার হচ্ছি, জানি না কবে এসে ধরা দিবে সাফল্য। বোধ করি সাফল্য খুবই নিকটে, তাই পরাজয় কে হাসি মুখেই মেনে নিই। কারণ, জানি আর বেশি দিন এই পরাজয় নামক শব্দগুলো হয়তো থাকবে না, তাই যতো পারিস আঘাত দিয়ে যা। নীরবে মেনে নিয়ে চলবো আগামীর পথে।

"সুস্মিতা"
শিব কুমার দাশ।
তুমি, আমার এ জীবন সাজিয়েছ নতুন সাঝে
প্রখরতার মাঝে ছড়িয়েছো পুস্প বৃষ্টি।
তুমি আমার এ হৃদয়ে ভরিয়ে দিয়েছো সকল পূর্ণতা ।।
আমি ঘুরেছি অনেক, অনেক দেশ-দেশান্তরে--
জীবন কে করেছিলাম তিক্ত,
কোন এক সন্ধিক্ষণে, নিভৃতে যতনে,
আমার এ মনের কোণে--
জেগে উঠেছিল একটি মুখ, একটি নাম;
প্রিয়ভাষিণী, সুদর্শনী, সে আমার সুস্মিতা।।
অপলক দৃষ্টির মাঝে হারিয়েছে সৃষ্টি
মুগ্ধতাই করেছে পূর্ণ-
পৃথিবীর রুপ লুকিয়ে তুমি,
আমার এ হৃদয় করেছ চূর্ণ।
নিস্পাপ তোমার চাহনিমাখা,
আধারের মাঝে আলো--
অনন্য সুন্দর, সুন্দরম তুমি-
ঘুচাও সকল কালো ।
তুমি, আমারি আহবানে, দিয়েছিলে আমায় জীবনের সমতা।।
মলিন হাতের কোমল ছোঁয়াই শিহরিত করেছিল-
সে আমার প্রিয়, প্রিয়া সুস্মিতা।।
ঘনকালো কেশবর্ণ, হরিদ্রার গাত্র রঙে তোমার রঙ,
প্রকৃতির মাঝে মায়াবি সাঝে , স্নিগ্ধতাই অটুট,
অনন্য তুমি, তুমিই সুন্দরম।
আমি নিশিদিন তারে সাধন করে-
দিয়েছি ঠাই, মনের কোটায়।
ভুলিবো না তারে, যতদিন রবে, থাকিবে অঢেল আস্থা।।
আমার এ মানসপটে, বসত করে আছে,
আমারি অর্ধাঙ্গী, চলিশিয়ার সুস্মিতা।।
©somewhere in net ltd.