| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিব কুমার দাশ
জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার শিকার হচ্ছি, জানি না কবে এসে ধরা দিবে সাফল্য। বোধ করি সাফল্য খুবই নিকটে, তাই পরাজয় কে হাসি মুখেই মেনে নিই। কারণ, জানি আর বেশি দিন এই পরাজয় নামক শব্দগুলো হয়তো থাকবে না, তাই যতো পারিস আঘাত দিয়ে যা। নীরবে মেনে নিয়ে চলবো আগামীর পথে।

জীবনের উপনিষদ
-----------------------------শিব কুমার দাশ।
ওরে আর কবে তোরা মানুষ হবি ?
আর কবে জানবি জীবনের বাস্তবতা ?
একি রক্তে গড়া মোদের --
একি ঠিকানা।
একি মোদের যাত্রা পথ, একি মোদের মাতা।
কেন এতো রক্তক্ষয়, কেন এতো হিংসা বিদ্বেষ ?
সকলে মোরা ভাই ভাই, সবই মোদের এক দেশ।
জন্মেছি মোরা এক ভূখণ্ডে,
একি মোদের লক্ষ্য।
চলার পথ ভিন্ন ভিন্ন,
গন্তব্য নয় অন্য পক্ষ।
কেউবা আগে কেউবা পরে--
যেতে হবে নির্বিশেষে।
তবে কেন মিত্থ্যে আসা, মিত্থ্যে ভরসা?
দিয়ে যাও হর আমেশে ।
ওরে শিখবি যখন, দেখবি তখন
মায়ার বন্ধনে পড়ে।
নীরবতাই ভুমিকা থাকবে
জীবনের এই উপনিষদে।
বর্ণভেদ নয় ভ্রাতৃত্ববোধ,
এটাই মোদের আসল ঠিকানা,
অন্য কিছু নয়।
মানুষ হয়ে জন্মেছি মোরা,
এই ধরাতে --
বংশে নয় পরিচয়।।
--------------------- সমাপ্ত--------------------
©somewhere in net ltd.