নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নতুন পথের দিশারি, নতুন আলোর সন্ধানে অবিরাম ছুটে চলি। ক্রমাগত ধাবিত করি নিজের ভাবনা গুলোকে আর মিলিয়ে নিতে চাই নিজের চেতনাকে। যেগুলোকে সর্বদা বুকে ধারন করে রেখেছি কোন এক সন্ধিক্ষনে মিলিয়ে নিবো বলে। তাই আমি উন্মুক্ত, বাধহীন স্রোতের ন্যায় ধাবিত করি নিজেকে

শিব কুমার দাশ

জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার শিকার হচ্ছি, জানি না কবে এসে ধরা দিবে সাফল্য। বোধ করি সাফল্য খুবই নিকটে, তাই পরাজয় কে হাসি মুখেই মেনে নিই। কারণ, জানি আর বেশি দিন এই পরাজয় নামক শব্দগুলো হয়তো থাকবে না, তাই যতো পারিস আঘাত দিয়ে যা। নীরবে মেনে নিয়ে চলবো আগামীর পথে।

শিব কুমার দাশ › বিস্তারিত পোস্টঃ

"নেশা" কবিতাটি "নিভৃতে বর্ণবাদ" কাব্যগ্রন্থ থেকে নেওয়া একটি কবিতা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫১



নেশা
---------------------শিব কুমার দাশ।

কালের আবর্তে ধাবিত হয়ে
পৃথিবীর বক্ষ চিরে--
আগ্রাসনে মেতেছে সকলে ।।
জ্ঞানহীন মানসপটে উন্মাদনায় ভর করে
রুক্ষ, সূক্ষ্ম, ক্ষীণকায় দিয়েছি সাড়া,
নেশা আর নেশাতেই মেতেছি-
অন্ধকার নিমজ্জিত হচ্ছে এ মানবকুলে।।

এক ভয়ার্ত থাবা গ্রাস করে
চিরনিদ্রায় ধাবিত হয়ে
ব্যাভিচার, রাহাজানি, আর ধর্ষণে
দিচ্ছি সঙ্গ, এ উত্তাল তরঙ্গে-
নিঃশেষিত, নিপীড়িত এ মানব জাতি।।

বারবার উঠি আর শোষিত হয়ে
অন্ধকারেই গুমরে কেঁদে মরে,
বেদনার চিৎকার আন্দোলিত করে
বাতাস করছে ভারি দিবারাত্রি।।

নেশা, যেন এক মায়াবী স্বপ্নপুর
দৃষ্টির অন্তরালে ক্রমবর্ধমান-
আর বাহিরে সাধুবেশী দণ্ডায়মান,
হিংস্রতাই আত্মপ্রকাশ, বাহিরেতে সন্মান।।

চারিদিকে নিস্তব্ধতার মাঝে
ছুটে ছলেছি উদ্দ্যেশ্যহীন হয়ে,
নিঃসঙ্গতায় গড়েছি জীবন,
কোন এক মায়াজালের বন্ধনে।।

হে পরমপুরুষ, তুমি শ্রেষ্ঠ-
তুমি পৃথিবী বক্ষ ছেদন করে
অন্ধকারের ভয়ার্ত থাবা গ্রাস করে-
উঠেছো বারবার।
তোমাতেই নমস্কার।।
তুমি পুণ্য জীবন, তুমি অনন্ত অসীম,
পৃথিবী পৃষ্ঠে তোমারি চিহ্ন
আমৃত্যু বিলীন।।

তবে কেন বারবার, নেশাতেই মেতেছো পুনর্বার ??
জীবনে বিলিয়ে দিয়েছো কেন ঘোর অন্ধকার ??

উঠো হে যুবক,
তুমি পৃথিবী পৃষ্ঠে রেখে যাও প্রমান।।
তুমিই শ্রেষ্ঠ, তুমিই মহান,
নেশা, সেতো নয় মোদের অধিষ্ঠান।।


------------------------------------------সমাপ্ত--------------------------------------


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.