| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিব কুমার দাশ
জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার শিকার হচ্ছি, জানি না কবে এসে ধরা দিবে সাফল্য। বোধ করি সাফল্য খুবই নিকটে, তাই পরাজয় কে হাসি মুখেই মেনে নিই। কারণ, জানি আর বেশি দিন এই পরাজয় নামক শব্দগুলো হয়তো থাকবে না, তাই যতো পারিস আঘাত দিয়ে যা। নীরবে মেনে নিয়ে চলবো আগামীর পথে।
গারবেজ
........... শিব কুমার দাস।
কোথায় আজ রয়েছি আমরা ?
যেখানে চারিদিক তাম্রলিপির
নির্ঘণ্ট মায়াই উল্লাসিত
এক স্তম্ভ ভূমির পতনতলে
নির্বাসিত জীবন করেছি দান,
তোমারি মায়ার ছলনাই বদ্ধ
আবেশের নতুন খেলায়
রইল সবই পড়ে,
যবে দিনক্ষণে
একিই তোমার তেজ ?
একি ঠিকানাই বসতি করেছি
সইছি সকল উন্মাদনা,
আসলেই আজ সকলই তোমার
সকলই তোমার গারবেজ।।
সৃষ্টি মত্ত আর ধ্বংস তব…
রুদ্রনীল শুভ্রতাই মলিন
এলোকেশ সকেশ কল্পনাই হাসিল,
এক বিমূর্ত লীলা এই ব্রহ্মাণ্ডে,
খেলেছ তুমি করেছো তুমি
তোমারি পুণ্যভুমি
দিক্বিদিক সাগরও উত্তাল
করেছো সৃষ্টি এ নশ্বর পৃথিবীর বেজ।
উর্বরতাই রেখেছ আকীর্ণ করি
সকলকেই করেছো পূর্ণতা,
যত্র তত্র সর্বত্র
পূর্ণ এই ধরিত্র, সকলই তোমার দান,
সকলই তোমার গারবেজ।।
©somewhere in net ltd.