| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিব কুমার দাশ
জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার শিকার হচ্ছি, জানি না কবে এসে ধরা দিবে সাফল্য। বোধ করি সাফল্য খুবই নিকটে, তাই পরাজয় কে হাসি মুখেই মেনে নিই। কারণ, জানি আর বেশি দিন এই পরাজয় নামক শব্দগুলো হয়তো থাকবে না, তাই যতো পারিস আঘাত দিয়ে যা। নীরবে মেনে নিয়ে চলবো আগামীর পথে।
উপহাস
.............................শিব কুমার দাস।
বিশাল এ সমুদ্র তরঙ্গে হাতড়িয়ে বেড়ায়,
চারিদিকে উচ্ছ্বাসিত আর উন্মাদনায়
উল্লাসিত জীবনে চলছি ক্রমাগত।
নীরবতাই যেখানে মুখ্য--
ধিক্কার আর সমালোচনাই যেখানে পঞ্চমুখ,
হাস্য বেরসিক এ জীবন নিয়ে--
উদ্দেশ্যহীন এক ভবঘুরে
ব্যর্থতায় হয়েছে সঙ্গী অবিরত।।
এমনি অবস্থায় ক্ষুদ্রতায় শ্রেয়
যদি বা না জোটে জীবনের লক্ষ্য,
কিছু তবে হায় এ সমাজ বলে যায়
এটাই কি তোর জীবনের সখ্য।
পিছু কথা বলে যায়- অবিচল অবলীলায়
যে ছিল বেকার,
সে কিছু করিবার তরে-
পেয়েছে সামান্যই, তবুও মানুষ
করছে লাঞ্ছনা আর ধিক্কার
এমনি সমাজে করছি মোরা বসবাস।।
যে বাঁচিবার আশায় করছে লড়ায়
প্রাণপণে জাগছে বারবার-
হয়তো বা সেটা নয় তার যোগ্য সন্মান,
সেটাই নিয়ে করছে সকলে উপহাস।।
বেকার না থেকে বেগার খেটো
যদি বা না পাও মূল্য।
কিছুদিন পরে এ মূল্যহীন মানুষটি
ধৈর্য সহ্য আর শ্রী বৃদ্ধিতে
সবাইকে ছাড়িয়ে পৃথিবীতে--
হয়ে উঠবে অমূল্য।।
উপহাস সমালোচনা এ কথাগুলো
পিছের লোকে বলে।
সামনে এগিয়ে যাওয়ার উদ্দীপনায়
ভয়ডর হীন সঞ্জীবনে
লক্ষ্য রেখে ঠিক,
সফলতার পুষ্পমাল্য উঠবে ঠিকই তোমার গলে।।
----------------------------------সমাপ্ত-------------------------------
©somewhere in net ltd.