| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিব কুমার দাশ
জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার শিকার হচ্ছি, জানি না কবে এসে ধরা দিবে সাফল্য। বোধ করি সাফল্য খুবই নিকটে, তাই পরাজয় কে হাসি মুখেই মেনে নিই। কারণ, জানি আর বেশি দিন এই পরাজয় নামক শব্দগুলো হয়তো থাকবে না, তাই যতো পারিস আঘাত দিয়ে যা। নীরবে মেনে নিয়ে চলবো আগামীর পথে।
অন্তরে সুস্মিতা
...............................শিব কুমার দাস
সুস্মিতা কোথায় তুমি ?
ভালোবাসা দিয়ে যাও আমায়
আমি আজো বসে আছি
তোমায় হারানোর বেদনায়।
স্মৃতিগুলো আজো মনের ভিতর
রয়ে গেছে তারা তেমনি ভাবে,
আহত পাখির সুরে, কেঁদে যায় মন
নিজের সুখের জন্য আমায়, দিলে বিসর্জন
আমি কি ছিলাম এতই খারাপ?
শুধু একটিবার তুমি বলে যাও।
কতদিন আমি বসিনি আর
তোমার হাতটি ধরে।
কতরাত কেটে গেছে আমার
একা একা চোখের জল ফেলে।
এখনো আমি খুঁজে যায়, নিজের অজান্তেই
কি ছিল আমার ভুল?
শুধু একটিবার তুমি বলে যাও।
©somewhere in net ltd.