নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নতুন পথের দিশারি, নতুন আলোর সন্ধানে অবিরাম ছুটে চলি। ক্রমাগত ধাবিত করি নিজের ভাবনা গুলোকে আর মিলিয়ে নিতে চাই নিজের চেতনাকে। যেগুলোকে সর্বদা বুকে ধারন করে রেখেছি কোন এক সন্ধিক্ষনে মিলিয়ে নিবো বলে। তাই আমি উন্মুক্ত, বাধহীন স্রোতের ন্যায় ধাবিত করি নিজেকে

শিব কুমার দাশ

জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার শিকার হচ্ছি, জানি না কবে এসে ধরা দিবে সাফল্য। বোধ করি সাফল্য খুবই নিকটে, তাই পরাজয় কে হাসি মুখেই মেনে নিই। কারণ, জানি আর বেশি দিন এই পরাজয় নামক শব্দগুলো হয়তো থাকবে না, তাই যতো পারিস আঘাত দিয়ে যা। নীরবে মেনে নিয়ে চলবো আগামীর পথে।

শিব কুমার দাশ › বিস্তারিত পোস্টঃ

"বেদনার বাসর" নামক কাব্যগ্রন্ত থেকে নেয়া কবিতাটি।

০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:৫৯

অন্তরে সুস্মিতা
...............................শিব কুমার দাস


সুস্মিতা কোথায় তুমি ?
ভালোবাসা দিয়ে যাও আমায়
আমি আজো বসে আছি
তোমায় হারানোর বেদনায়।

স্মৃতিগুলো আজো মনের ভিতর
রয়ে গেছে তারা তেমনি ভাবে,
আহত পাখির সুরে, কেঁদে যায় মন
নিজের সুখের জন্য আমায়, দিলে বিসর্জন
আমি কি ছিলাম এতই খারাপ?
শুধু একটিবার তুমি বলে যাও।

কতদিন আমি বসিনি আর
তোমার হাতটি ধরে।
কতরাত কেটে গেছে আমার
একা একা চোখের জল ফেলে।
এখনো আমি খুঁজে যায়, নিজের অজান্তেই
কি ছিল আমার ভুল?
শুধু একটিবার তুমি বলে যাও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.