| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শিব কুমার দাশ
জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যর্থতার শিকার হচ্ছি, জানি না কবে এসে ধরা দিবে সাফল্য। বোধ করি সাফল্য খুবই নিকটে, তাই পরাজয় কে হাসি মুখেই মেনে নিই। কারণ, জানি আর বেশি দিন এই পরাজয় নামক শব্দগুলো হয়তো থাকবে না, তাই যতো পারিস আঘাত দিয়ে যা। নীরবে মেনে নিয়ে চলবো আগামীর পথে।
আর কি তুমি আসিবে ফিরে?
শিব কুমার দাস
কতো নিষ্পাপ ছিলো, দুজনের মাঝে,
আমাদের ভালোবাসা।
নির্বাক চোখে তাকিয়ে থাকি
ধ্বংস করে গেলে সেই আশা।
এই পিঞ্জর ভেঙে চলে গেলে
আমায় রেখে একা।
তোমার যতো ইচ্ছা আছে
কষ্ট আমায় দিও।
আর কি তুমি আসিবে ফিরে
বলে তুমি দিও।
আমার পাগলামির শত আবদার
মনের মাঝে ঠাঁই কে দিবে ?
বাড়িতে আসতেই দেরি হলে
অভিমান কে দেখাবে ?
ঝগড়া বিবাদ হতেই পারে
তবু, তোমায় ভালোবাসতাম।
তোমার দিকে চেয়ে আমি
আমার দুঃখ ভুলে যেতাম।
আমার সকল ক্লান্তি কষ্ট দুঃখ
তোমার কাছে রাখতাম।
তোমার কাছেই গেলে আমি
সুখ ফিরে পাইতাম।
সবাই আছে মহাসুখে
শুধুই আমি আছি দুঃখে।
আগের মতোই তেমন করে
রাখবে কি আর আমায় বুকে ?
©somewhere in net ltd.