![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০২ সালে গুজরাটে যখন দাঙ্গা হয় তখন আমাদের দেশে রোযা আর দূর্গা পূজা প্রায় একই সময়ে হয়। সব শংকাকে মুছে ফেলে তখন কোন অপ্রিতিকর ঘটনা আমরা দেখিনি। দু'একটি বিশৃঙ্খলার চেষ্টা শক্ত হাতে প্রতিরোধ করা তখনকার জনগণ। আজকে মন্দিরগুলোতে আগুণ লাগিয়ে দিয়ে , সেই সম্প্রিতিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। 4 March খবর পেলাম শিয়া মসজিদে বোমা হামলায় এ পর্যন্ত ৪৫ জন নিহত ! আমরা মনে হয় সেই স্বপ্নের পাকিস্তানি সমাজ বিনির্মানের পথে এগিয়ে চলেছি! আফগান-সোভিয়েত যুদ্ধের সময় মিথ ্তৈ্রী হয় যে, খোদার সরাসরি মদদ নাকি চলে এসেছে। যুদ্ধে মুজাহিদ্দের বিজয় সেই মিথকে যেন পাকাপুক্ত করে। এর পরের ঘটনা ত আমরা নিজেরাই দেখছি। যে আমেরিকান সাহায্যকে তখন খোদার সাহায্য বলে চালিয়ে দেয়া হত , সে আমেরিকানরা নির্বিচারে হত্যা চালাচ্ছে এবং দুঃখজনক ভাবে সেই সাহায্য অনিবার্য কারণে বন্ধ রয়েছে।যে কাবুল এক সময় বিত্ত-বৈভব আর ঐতিহ্যে একসময় অন্যদের ঈর্ষার করণ হয়েছে সেই কাবুল আজ হিংসা, কূসংষ্কার, ধর্মীয় উগ্রতা আর বিদেশি উপনিবেশের বুলেটে ছিন্ন-ভিন্ন ধ্বংস প্রায়। আমরা কি সে পথেই চলেছি? এই ঘটনার সাথে সাঈদী চাঁদে দেখতে পাওয়ার কেমন যেন মিল খুঁ্জে পাচ্ছি। সাম্প্রতিক ঘটনাবলি থেকে বাংলাদেশ সম্বন্ধে আমার উপলধ্বি:
আমাদের তথ্য: বিভ্রান্তিমূলক মিথ্যা সংবাদ।
আমাদের তত্ত্ব: আবেগ।
আমাদের গন্তব্য/ভবিষ্যত্: অন্ধকার
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৪
world of Tranquility বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৫৯
হাবিব০৪২০০২ বলেছেন: পুলিশের সংখ্যা অপ্রতুল হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে মন্দিরে মন্দিরে পুলিশ বাহিনী মোতায়েন সম্ভব নয়, এটা সত্য. কিন্তু প্রত্যেকটা এলাকাতেই গ্রাম্য পুলিশ এবং আনসার-ভিডিপির সদস্য আছে, যাদেরকে জাতীয় ইলেকশনের সময় প্রতিটি ভোটকেন্দ্রে ৬ জন করে মোতায়েন করা হয়. এখন জাতির এই ক্রান্তিলগ্নে তাদেরকে হাতে চুড়ি পড়িয়ে বসিয়ে না রেখে মন্দিরে কেন নিয়োগ করা হচ্ছে না??? এরা নিযুক্ত থাকলে সনাক্ত হয়ে যাওয়ার ভয় থাকায় হামলাকারীরা প্রতিমা ভাঙ্গা থেকে বিরত থাকত, এটা কি আমরা আশা করতে পারি না !
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:০১
world of Tranquility বলেছেন: হাবিব০৪২০০২ ভাই। ভাল বলেছেন। কিন্তু যতদূর মনে পড়ে এ বিষয়ে ফুকো এর একটি তত্ত আছে। উনার মতে , পুলিশ এর মূল বিষয়টা হচ্ছে , মনস্তাত্তিক । সংখ্যার উপর করে পৃথিবীর কোথাও পুলিশিং চলে না। তবে এটা ঠিক আমাদের পুলিশ প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
৩| ০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৯
প্রািন্ত বলেছেন: ভাই আমরা হলাম মালাউন। এটা পাকিস্তানীদের দেয়া নাম। দুঃখ জনক হলেও সত্য যে আমাদের দেশের জামায়াত ইসলামী ও আওয়ামীলীগ কেউই এই শব্দটি ব্যবহারে কুন্ঠাবোধ করে না। অতীতে আমার এলকায় আমি দেখেছি সংখ্যা লঘুরা জামাতিদের হাতে যতটা নিগৃহিত হয়েছে, তার চেয়ে বেশী নিগৃহিত হয়েছে আওয়ামীলীগের কর্মীদের হাতে। যেমন ধরুন হিন্দুদের চায়ের দোকানে চা বিস্কুট খেয়ে টাকা না দেয়া। টাকা চাইলেই মালাউন শালা টাকা চাস কেন? তার চেয়ে ভাল নিজেদেরকে সংখ্যা লঘু না মনে করা। হিন্দু হওয়া সত্বেও আমি নিজেকে শ্রেফ একজন খাঁটি বাঙ্গালী মনেকরি, সংখ্যালঘু নয়। কেউ আমার উপর একবার হাত উঠাতে চাইলেই পটাপট ২/৪টা লাগিয়ে দেই। ধন্যবাদ আপনার লেখার জন্য।
০৯ ই মার্চ, ২০১৩ রাত ১১:০৭
world of Tranquility বলেছেন: প্রািন্ত ভাই ,আপনার প্রতি আমাদের মত চক্লেট পাব্লিক এর ২-৪ টা পোষ্ট আর সমবেদনা জানানো ছাড়া কিছু করার না। জাতীগত ভাবে যেখানে প্রতিপদে আমরা হোচট খাচ্ছি সেখানে জনগণ এর অধিকার নিশ্চিত করা প্রায় অসম্ভবই মনে হয়।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৫
একরামুল হায়দার বলেছেন: অসাধারণ বলেছেন