![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
টিভিতে কিছুক্ষণ সমাবেশ দেখলাম; বিভিন্ন স্লোগানের মধ্যে একটি স্লোগান বেশ চমকপ্রদ ছিল-"শেখ হাসিনার দুই গালে...।" যা হোক বেশ কিছু ব্যাক্তিকে কাফের- মুরতাদ ঘোষনা করা হয়েছে এবং যুদ্ধের জন্য প্রস্তুতির কথা বলা হয়েছে। তালিকা যে আরো দীর্ঘ হবে তা বলাই বাহুল্য। যাই হোক আমি মুরতাদের বিরুদ্ধে যুদ্ধের একটি উদাহরণ দিতে চাচ্ছিলাম । হয়রত আবু বকর (রাঃ) এর সময় কাফের মুরতাদদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষনা এসেছিল। একাধিক যুদ্ধ সংঘঠিত হয়। এতে মুসল্মান্রা বিজয়ী হলেও ব্যাপক ত্যাগ
স্বীকার কঅরতে হয়। একাধিক বিষয় জড়িত ছিল এতে। যুদ্ধের অন্যতম বিষয় ছিল যাকাত। কিছু মানুষ অন্যসব রীতি পালন করলেও যাকাত দিতে আপারগতা প্রকাশ করে। এর ফলশুতিতে, তিনি তাদের মুরতাদ ঘোষনা করে সরাসরি যুদ্ধে লিপ্ত হন। হেফাজতে ইসলামের ১৩ দফার কোথাও এ সংক্রান্ত কোন শব্দ দেখলাম না। এমনকি "তোমার আমার ঠিকানা- মাক্কা-মাদীনা" বলে যে শ্লোগান সেখানেও কোথাও যাকাতের আইনী বাধ্যবাধকতা চোখে পড়ে না।নামায আদায়ে বাধ্য করার জন্য আলাদা আইন-শৃঙ্খলা বাহিনী থাকলেও, যাকাতের ব্যাপারে এমন কিছু রাখার তারা প্রোয়োজন বোধ করেন নি!! বিশ্ব ব্যাংকের হিসাব মতে, সৌদী আরবে ধনী-দরিদ্রের ব্যাবধান আমাদের দেশের চেয়েও বেশি! মাজার বিষয়, পাকিস্তান ও আফগানিস্তানে নারী শিক্ষার মত বিষয়ে তালেবানদের ব্যাপক তঃপরতা দেখা গেলেও যাকাতের ব্যাপারে তেমন কোন পদক্ষেপ চোখে পড়ে না। ইংরেজীতে একটি কথা আছে; Money Talks. আসলেই উপজাতি অধ্যুষিত পাকিস্তানের অংশে যেখানে মাত্র ৮% নারী শিক্ষার সুযোগ পায়, সেখানে বেনজ়ির ভুট্টোরা মার্সিডিস হাকিয়ে অক্সফোর্ডে ক্লাস করতেন। দেশে এসে তারাই , ভোটের খাতিরে তালেদেবানদের সাথে সুসম্পর্ক বাজায়্ রাখাড় ব্যাপারে সচেষ্ট ছিলে
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩৯
রায়ান ঋদ্ধ বলেছেন: হেফাজতে ইসলামের লড়াই নাস্তিকদের বিরুদ্ধে, তারা বার বার বলেছেন তারা কোন রাজনৈতিক দল নয়। তাহলে স্লোগানে রাজনৈতিক ছাপ কেন??.......
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬
শরীফ উদ্দীন বলেছেন: শাহবাগের আন্দোলন শুধু যুদ্ধাপরাধীদের বিচারের ব্যপারে ছিল সেখানে ইসলামী রাজনীতি বন্ধের শ্লোগান আসছিল ক্যানো। আসল বিষয় হল লাখো মানুষের এতবড় সমাবেশে কিছু উল্টাপাল্টা শ্লোগান আসাটাই স্বাভাবিক। তবে যদটুকু জানি বিষয়টা দৃষ্টিগোচর হওয়ার পর মূল মঞ্চ থেকে কোনপ্রকার রাজনৈতির স্লোগান দিতে নিষেধ করেছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭
অারমান বলেছেন: আরেকবার প্রমান হলো এই দেশ কোন রাজনৈতিক দলের নয় এই দেশ মুসলমানের দেশ। যারা এক আল্লাহ- এবং রাসুলের অনুসারী। যদিও যোগদান করতে পারলাম না, অন্তরে আল্লাহর প্রেম নিয়ে দোয়া করি আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, সকল অশুভ শক্তি থেকে। এবং বাংলার মাটিতে আমাদের রাসুল কে যারা অবমাননা করেছে তাদের বিচার হউক।