নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবরের ভুবনে সবাইকে স্বাগম

পথহারা যাযাবর

পথহারা যাযাবর › বিস্তারিত পোস্টঃ

অসাধারন একটি জোকস

১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৪৭

পহেলা বৈশাখের দিন সকালে জলিল সাহেব ঠিক করলেন, আজ থেকে তিনি এবং তার পরিবারের সবাই এখন থেকে খাঁটি বাংলায় কথা বলবেন। কোন ইংরেজি শব্দ ব্যবহার করবেননা।



তো, তিনি তার পরিবারের সবাইকে ডেকে ব্যাপারটা বললেন। সবাই রাজি হল, আর ঘটতে লাগল মজার সব ঘটনা।



জলিল সাহেবের স্ত্রীঃ ওগো, আজ সকাল থেকে গ্যাস নেই। রান্না করবো কিভাবে!



জলিল সাহেবঃ তোমাকে নিয়ে আর পারা গেলনা। তুমি জানোনা, আজ থেকে এ বাসায় ইংরেজি শব্দ বলা নিষেধ!



মিসেস জলিলঃ ও সরি! এই যা! আবার ভুল হয়ে গেল!

দুঃখিত, আজ সকাল থেকে ‘বায়ু’ নেই!



একটু পরে জলিল সাহেবের মেয়ে মিসেস জলিলকে বললঃ মা, টিভির রিমোটটা কোথায় রেখেছ?



মিসেস জলিলঃ যা বলার, বাংলায় বল!



মেয়েঃ মা, দূরদর্শনের দূরবর্তী নিয়ন্ত্রকটা কোথায় রেখেছ ???



জলিল সাহেবের ছেলে বাইরে যাচ্ছে। জলিল সাহেব তাকে ডেকে বললেনঃ এই, তোর চুল সজারুর কাঁটার মত দাঁড়িয়ে আছে কেন?



ছেলেঃ বাবা, ইংরেজি শব্দ বলব, না বাংলা?



জলিল সাহেবঃ অবশ্যই বাংলায় বলবি।



চুলে ‘কারাগার’ মেখেছি !!!



* এর চাইতেও বেশি অসাধারণ জোকস লাগলে দেখুন এই লিংকে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.