নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কখনো স্থায়ী নয়- জীবন দাঙ্গ-হাঙ্গামার জন্যও নয়- জীবন হচ্ছে নিজেকে সমাজের সাথে মানিয়ে বেঁচে থাকার নাম- অন্যায়ের প্রতিবাদ করার নাম- ধর্ম ব্যাবসাহী, ধোকাবাজ দের থেকে সমাজকে মুক্ত করার নামই হচ্ছে জীবন

শিশির আহাম্মেদ

শিশির আহাম্মেদ › বিস্তারিত পোস্টঃ

বঙ্গদেশ

১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৮

১৯৪৭ সাল বাংলা তথা ভারতীয় উপমহাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় | এই সময়ই বঙ্গদেশ তথা বঙ্গভূমি ভেঙ্গে চুরমার হয়ে যায় | জন্ম নেয় দুটি স্বাধীন রাষ্ট, ভারত ও পাকিস্থান | ভারতের অংশ হল বাংলার অধিকাংশ এলাকা ( আসাম, পশ্চিম বাংলা, উড়িশ্যা, বিহার,ছত্তীসগড়, ঝাড়খণ্ড,মেঘালয়,ত্রিপুরা,মিজোরাম, মণীপুর,ন্যাগাল্যান্ড,অরুনাচল প্রদেশ সহ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ), পাকিস্থানের অংশ হল পূর্ব বাংলা, এছাড়াও আরকান হল বার্মা( বর্তমানে মায়ানমার) অংশ | এভাবে রুটি ভাগের মত ভাগ হয়ে গেল বঙ্গভূমি |





পাকিস্থান ও ভারত নিজেদের স্বার্থে বঙ্গ সন্তানদের স্বার্থ বানের জলে ভাসিয়ে দিয়ে গঠন করল ভারত, পাকিস্থান এবং পরে গঠিত হল বার্মা | যারা আজ রোহিঙ্গাদের উপুর পাকিস্থানিদের মতই বর্বরতা চালাচ্ছে | নিরিহ রোহিঙ্গারা আজ বাংলাদেশে পালিয়ে আসছে | সেখানে তদন্ত করা যাচ্ছে না | মায়ানমারের বাহিনী নাকি ডুকতে দেয় না | এটা বড়ই হাস্যকর যে, মায়ানমার বাহিনীর করনে সেখানে তদন্ত করা যাচ্ছে না

|আজকের যুগে মানুযের হাতে রয়েছে উন্নত প্রযুক্তি, রয়েছে মানব বিহীন বিমান ড্রোন | এরকম ডজন ডজন প্রযুক্তি রয়েছে মানুষের হাতে | সেগুলোর একটি ব্যাবহার করলেই তো হয় | এক্ষেত্রে ড্রোনও ব্যাবহার করা যায় | এর মাধ্যমে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ ছবি,অডিও,ভিডিও, ফলে আরকানের আসল অবস্থা সহযেই বোঝা যাবে | কি করছে বার্মা বাহিনী|

এই সমস্যার কারণ বঙ্গ সন্তানদের স্বার্থ বির্সনদিয়ে দেশ ভাগ | ভারত পাকিস্থান যে আজ এত শক্তিশালী আর ধনী এর কারণও বঙ্গভূমি | ভারতের খনিজ সম্পদ কয়লা,খনিজ তেল, গ্যাস সহ আরো অনেক জ্বালানী ও খনিজ সম্পদের প্রাচুর্য হচ্ছে এই বঙ্গভূমি| পশ্চিম বঙ্গের কয়লার খনি শুধু ভারত বা ভারতীয় উপমহাদেশ নয়, এশিয়ার মধ্যে বৃহত্তম | ভারতোর খনিজ তেলের ২৫ শতাংশ শুধু আসামই যোগান দেয়, বাকি প্রদেশ তো পড়েই রয়েছে | অথচ আসামেই অর্থনৈতিক অবস্থা শোচনীয়, তাই তারা আজ স্বাধীনতা চায় |

বঙ্গদেশ যদি আজ এক থাকত তবে, বঙ্গদেশের রাজধানী হয়ত হত কলকাতা / ঢাকা কিংবা নবাবের রাজধানী মুর্শিদাবাদ | আয়তনে হত বিশ্বের বড় ২০ টি দেশের একটি | আর জনসংখ্যায় তো টপ পাঁচে থাকতই | মার্কিনযুক্ত রাষ্টের চেয়েও বেশি হত | আর অর্থনীতিতে ভারতকে ছাড়িয়ে যেত | এমন কি পৃথিবীর সবচেয়ে শক্তশালী সামরিক ও অর্থনীতির দেশ হওয়াও অসম্ভব কিছু ছিল না | যার ইঙ্গিত আজ আমরা বঙ্গভূমির স্বাধীন দেশ বাংদেশের দিকে তাকালেই পায় | মাথাপিছু আয় পাকিস্থানকে ছাড়িয়ে গেছে | আর কিছুদিন পর ভারতকেও ছাড়াবে | কারণ বাংলাদেশ আর ভারতের মাথাপিছু আয়ের ব্যাবধান মাত্র কয়েক শত ডলার | বৈদেশিক মুদ্রার রিজাভেও এগিয়ে আছে বাংলাদেশ | যদিও তা ভারতের তুলনায় কিছু না | ভারতের মাত্র ১০ শতাংশের মত | তবে এটাও বাংলাদেশীদের জন্য আশআর বার্তা | কারণ বাংলাদেশীদের ১ বিলিয়ন মার্কিন ডলার রিজার্ভ জমাতে সময় লেগেছিল ৩০ বছরের মত | ২০০৮ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনও বাংলাদেশের রিজৈভ ১০ বিলিয়ন ছাড়ায়নি | আর আজ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে |অর্থাত্ এই সাত বছরে বৈদেশিক মুদ্রার প্রবৃদ্ধি হয়েছে ২৫ শতাংশেরও উপরে | এটা বাংলাদেশীদের জন্য আশার খবর |

বঙ্গদেশ এক থাকলে আজ এদেশের জনগন অনেক এগিয়ে যেত | আজ বঙ্গদেশ ভেঙ্গে চুরমার কাঁচের টুকরার মত পড়ে আছে আছে | একটুকরা মায়ানমার,একটুকরা স্বাধীন,বাকি টুকরাগুলো সব ভারতের কাছে | যার মধ্য অরুণাচল একটুরা | অথচ আমাদের প্রতিবেশী চীন দাবি করে অরুণাচল প্রদেশ নাকি তাদের | বঙ্গভূমির কেও তাদের কাছে অনুরোধও করে না, আমার ভূমি আমাকে দেও | আমরা বঙ্গবাসী মিলেমিশে থাকব | তবে তা আর সম্ভব নয় | সংসার ভাঙ্গলে আর জোড়া লাগে না |





মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯

শিশির আহাম্মেদ বলেছেন: বঙ্গদেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.