নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কখনো স্থায়ী নয়- জীবন দাঙ্গ-হাঙ্গামার জন্যও নয়- জীবন হচ্ছে নিজেকে সমাজের সাথে মানিয়ে বেঁচে থাকার নাম- অন্যায়ের প্রতিবাদ করার নাম- ধর্ম ব্যাবসাহী, ধোকাবাজ দের থেকে সমাজকে মুক্ত করার নামই হচ্ছে জীবন

শিশির আহাম্মেদ

শিশির আহাম্মেদ › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু রহস্য

১৯ শে জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৫

মৃত্যু রহস্য
কবি শিশির আহাম্মেদ
______________
আমি হয়ত মরে যাব
পৃথিবী ছেড়ে যাব,
হারিয়ে যাব সবার মাঝ থেকে
অনেকেই খুজবে রাস্তার বাঁকে |
ভাববে না কেও আমাকে
নিয়ে
আর নিরালয়ে একা বসে
ভাবছি কাওকে
এমন আর হবে না হয়ত
এ ভুবনে |
অনেকে হয়ত খুজবে হারিয়ে .যাওয়ার রহস্য,
তাদের বলছি,
বহুতল ভবন, বাড্ডে পাটি
দোতালায় শস্য
আহরন
একটি দিন
ঢাকার বুকে
নিরনিবিলি এই শহরে
সন্ধার কিছু পর
চার ব্যাচ ইন্জিনিয়ার
কিছু আড্ডায়
কুয়াশায় ভেজা সন্ধ্যা বেলায়
দেখা সেই শস্যের মাঝের শস্য
লুকিয়ে রেখেছে মৃত্যু রহস্য

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.