নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কখনো স্থায়ী নয়- জীবন দাঙ্গ-হাঙ্গামার জন্যও নয়- জীবন হচ্ছে নিজেকে সমাজের সাথে মানিয়ে বেঁচে থাকার নাম- অন্যায়ের প্রতিবাদ করার নাম- ধর্ম ব্যাবসাহী, ধোকাবাজ দের থেকে সমাজকে মুক্ত করার নামই হচ্ছে জীবন

শিশির আহাম্মেদ

শিশির আহাম্মেদ › বিস্তারিত পোস্টঃ

সাইবার আদালত

০২ রা জুন, ২০১৮ রাত ১০:৩৩

সাইবার আদালত হচ্ছে বিশেষ ধরণের আদালত| এ আদালতটি আসলে শুধু সাইবার অপরাধ দমনের জন্য নয়| এটি সাধারণ আদালতের মতই কাজ করে| এই আদালতে মূলত ছোট-খাটো বিদাদের মিমাংশা হবে| এ আদালতে অনলাইনের মাধ্যমে সরাসরি মামলা করা যাবে| মামলার টাকা সহ যাততীয় অর্থ অনলাইনে পরিশোধ করতে হবে|
এ আদালত সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পরিচালিত হবে| হাজিরার জন্য সরাসরি আদালতে যেতে হবে না| স্বাক্ষী পৃথিবীর যে কোন প্রান্ত থেকে ভিডিও কিংবা অডিও অথবা চ্যাটিং (বিশেষ ক্ষেত্রে) এর মাধ্যমে অদালতে স্বাক্ষী দিবেন| বাদী বিবাদী চাইলে উকিল রাখতে পারবে, না চাইলে উকিল ছাড়াও মামলা পরিচালনা করতে পারবে|বাদী, বিবাদী, উকিল, স্বাক্ষী কাওকেই আদলতে স্বশরীলে উপস্থিত থাকতে হবে না| সবাই ভিডিও কিংবা অভিও চ্যাটের মাধ্যমে আদালতে উপস্থিত থাকবে| তবে ন্যায় বিচারের স্বার্থে বিচারক চাইলে উপয়পক্ষকে আদালতে ডাকতে পারেন|
মামলা পরিচালনায় খরচঃ-
বিষয় মামলা করার / নেওয়ার সময় প্রতি কার্যদিবসে
15 কার্যদিবস পর্যন্ত 15 কার্যদিবসের পর
কোট 1000 100 50
উকিল সর্বোচ্চ 5,000 100-500 50
অন্যঅন্য - -

অনলাইন আদালতে অপরীধীর অপরাধের প্রমান হিসাবে গোপনে ধারণ করা ভিডিও,অডিও,ছবি অন্য যে কোন কিছু পেশ করা যাবে| তবে এ সবই অনলাইনের মাধ্যমে আদালতে পেশ করতে হবে| আর তা সম্ভব না হলে, নির্ধারিত নিয়মে তা আদালতে পাঠাতে হবে|
মামলার রায় এর দিন বাদী বিবাদী সহ আদালত থেকে যাদের হাজির থাকতে বলা হবে তাদের স্বশরীলে নিকটত থানায় হাজির থাকতে হবে| অনলাইনের মাধ্যমে বিচারক সরাসরি রায় দিবেন|
বিঃদ্রঃ- আমাদের দেশে সাইবার আদালত চালু হলে সাধারণ মানুষের বিচার প্রাপ্তি আরো সহজ হবে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.