নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন কখনো স্থায়ী নয়- জীবন দাঙ্গ-হাঙ্গামার জন্যও নয়- জীবন হচ্ছে নিজেকে সমাজের সাথে মানিয়ে বেঁচে থাকার নাম- অন্যায়ের প্রতিবাদ করার নাম- ধর্ম ব্যাবসাহী, ধোকাবাজ দের থেকে সমাজকে মুক্ত করার নামই হচ্ছে জীবন

শিশির আহাম্মেদ

শিশির আহাম্মেদ › বিস্তারিত পোস্টঃ

পোশাক স্বাধীনতা

১০ ই জুলাই, ২০১৮ রাত ১১:৫৭

নিজের ইচ্ছামত পোশাক পড়ে মুক্ত ভাবে চলাফেরা করার স্বাধীনতাই হচ্ছে পোশাক স্বাধীনতা। অর্থত্ রাষ্ট কিংবা সমাজ পোষাকের জন্য কোনরুপ হস্তক্ষেপ করতে পারবে না।
একজন মেয়ে জিন্স পড়ে পথে ঘাটে ঘুরে বাড়াবে এটা একটি স্বাভাবিক বিষয়। কারণঃ
- জিন্স মোটা, এ কারণে একটি মেয়ের শরীলের অংশগুলো বাহিরে থেকে কোন ভাবেই দেখা সম্ভব নয়।
- জিন্স পড়ার ফলে মেয়েদের চলাফেরা সহজ হবে। তারা দ্রুত যানবহনে উঠতে পারবে।
- জিন্স পড়া থাকলে, নিজেকে অত্ব রক্ষার জন্য দ্রুত পালিয়ে যেতে পারবে।
সামনের দিন গুলো হোক পোশাক স্বাধীনতার দিন।
তবে তাই বলে আমি নগ্নবাদকে একেবারেই পছন্দ করি না। আর আমি এখানে পোশাক স্বাধীনতা বলতে এমন পোষাকও পরতে বলব না, অন্যের স্বাধীনতার জন্য হুমকি। মুক্ত চলাফেরার জন্য হুমকি।
স্বাধীনতা কি?
অন্যদের পাপ্য অধিকার দ্বার নিজের অধিকারের নির্ধারিত সীমানার মধ্যে মুক্ত ভাবে বিচরণ করার নামই স্বাধীনতা।
এজন্য পোশাক স্বাধীনতা মানে যা খুশি তাই নয়। শালীনতা পূর্ণ পোশাক পরতে হবে।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ৮:৫৯

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো।।।।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

শিশির আহাম্মেদ বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০

সনেট কবি বলেছেন: বেশ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯

শিশির আহাম্মেদ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.