![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিত্সা, শিক্ষা এই পাঁচটিকে মৌলিক অধিকার হিসাবে ধরা হয়। কিন্তু এই পাঁচটির মধ্যেই কি মৌলিক অধিকার সীমাবদ্ধ? মৌলিক অধিকারের সংজ্ঞা কিন্তু যৌন ও বাকস্বাধীনতাকেও মৌলিক অধিকার হিসাবে ধরে।
নদ-নদীর অস্তিত রক্ষার জন্য যেমন ঝরণা আবশ্যক, তেমনি জীবকুলের রক্ষার জন্য যৌনতা আবশ্যক। যৌনতা ছাড়া কোন সমাজ টিকতে পারবে না, উন্নাতি তো দূরের কথা।
যে সমাজ যৌন স্বাধীনতার দিকে যত অগ্রসর হবে, সে সমাজের ধর্ষন ততো হ্রাস পাবে। নারী স্বাধীনতা, সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে। এগিযে যাবে দেশ জাতি সমাজ।
আজ আমাদের পাশের রাষ্ট্র ভারতে ধর্ষন মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। এর কারণ, রক্ষণশীলতা ও যৌন স্বাধীনতার অভাব।
চারিদিকে যত ধর্ষনের ঘটনা ঘটে তার সব দায় কি শুধুই ধর্ষকের? সমাজের কিছু দায় নাই? অবশ্যয় আছে। যৌন স্বাধীনতা ও আইনের শাসনের অভাব, যথা সময়ে বিয়ে না হওয়া ইত্যাদি। আমাদের সমাজের নিয়ম হয়ে দাড়িয়েছেঃ
"যুবকের যৌবন পার হয়ে যাবে
তারপর সে বের হবে সঙ্গীর খোঁজে"
নিয়মটা বড়ই নিষ্ঠুর। বুড়ো প্রতিষ্ঠিত ছেলের সাথে 16 বছরের কচি মেয়ের বিয়ে দিয়ে দেখ। অথচ উত্তল নদীতে নাও বওয়ার ক্ষমতা মাঝির নেই। ফলাফলঃ
মনোমালিন্য → পরকীয়া → ঝড়াঝাটি → ভেজাল পণ্য উত্পাদন → বিবাহবিচ্ছেদ /হত্যা।
এজন্য একটা আইন করতে হবে, যেখানে বলা থাকবে পাঁচ বছেরের অধিক ব্যবধানে বিবাহ করা যাবে না। (আইনটি শুধু মাত্র 18 – 30 বছরের মানুষের জন্য প্রযোজ্য)
©somewhere in net ltd.