নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন সাধারন ছেলে । আমার লেখা ও আমার মত সাধারন । এতে কেউ কিছু মনে করলে আমার কিছু করার নেই ।

ভোরের শিশির ।

আমি একজন সাধারন ছেলে । আমার সম্পর্কে বলার কিছু ই নেই । দেয়ার মত কোন বিশেষ পরিচয় ও নেই । নিজের মন যা বলে তাই বলি ও করি । তাতে কেউ কিছু মনে করলে তাতে আমার কিছু যায় আসে না । তবে কাউকে আঘাত করে কোন কথা বলার চেষ্টা করি না । তবু ও যদি আমার কথা বা কাজে কারো মনে আঘাত লাগে তবে তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।

ভোরের শিশির । › বিস্তারিত পোস্টঃ

স্বাধীন স্বাধীন বলে সবাই ..... কে পেয়েছে স্বাধীনতা ??????

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০২

আজ ১৬ ডিসেম্বর । বাংলাদেশের বিজয় দিবস । কিন্তু কেন যানি আমি বিষয়টাকে মেনে নিতে পারছিনা । এখনো মনের কোনে প্রশ্ন জাগে । আসলে ই আমরা কি স্বাধীন ????? জানি স্বাধীনতার ৪৩ বছর পর এই প্রশ্ন করাটা বোকামী । তবুও না করে পারছি না । কি পরিবর্তন এসেছে এই স্বাধীনতায় ???? কি দিয়েছে আমাদের এই স্বাধীনতা ??????? শুধু আলাদা ভূখন্ড ছাড়া ???? তবে কি স্বাধীনতা মানে আলাদা একটা ভূখন্ড পাওয়া ????? তবে কি ৭১ আমাদের পূর্ব পুরুষরা মুক্তিযুদ্ধের আদলে এই ভূমি যুদ্ধ ই করেছিলেন ???? তাতে কি লাভ হয়েছে আমাদের ???? যদি সত্যি আমাদের দেশ স্বাধীন হয়ে থাকে । তবে কেন আজও খবরে ধর্ষনের সংবাদ পাই ???? আজ ও কেন প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে ???? কেন আজও অপরাধ করেও অপরাধীরা পার পেয়ে যাচ্ছে ???? কেন বিচারক রা সরকারী নেতাদের বিরুদ্ধে রায় দিতে ভয় পায় ???? কেন আদালত সরকারের কাছে জিম্মি ???? কেন রাজনৈতিক ছোট খাট নেতারা পুলিশের গায়ে হাত তোলার সাহস পায় ???? কেন আজও মানুষ গুম হচ্ছে বা হারিয়ে যাচ্ছে ???? যে দেশে কাগজের নোট দ্বারা মানুষের মূল্যায়ন করা হয় তাকে স্বধীন বলা যায় ??? যে দেশের মানুষ রাস্তায় ঘুমায় , ক্ষুদা যন্ত্রনায় ভোগে আর নেতারা দেশের কোটি কোটি টাকা মেরে আলিশার গাড়িতে ঘুরে সে দেশ কি করে স্বাধীন হয় ???? যে দেশের জনগন দু বেলা অন্ন জোটাতে গিয়ে হিম শিম খায় আর নেতারা কোটি টাকা খরচে জন্মদিন পালন করে তাকে কি করে স্বাধীন দেশ বলা যায় ????? যে দেশের মানুষকে বিনা অপরাধে জেলে যেতে হয় . শাস্তি পেতে হয় তাকে কি করে স্বাধীন দেশ বলে ???? কি লাভ কোটি টাকা খরচে এই বিজয় উজ্জাপনে যেখানে দেশের মানুষ অন্ন , বস্র , বাসস্থান , চিকিৎসা না পেয়ে কাৎরাচ্ছে ??? ধিক সেই স্বাধীনতায় . যা আমাদের নিরাপদ জীবন দিতে পারনা । ধিক সেই স্বাধীনতার যা মানুষের মুখে দু মুঠো অন্ন দিতে পারে না । দরকার নেই এমন স্বাধীনতার । যা শুধু ক্ষমতাধর দের সঙ্গ দেয় । এমন স্বাধীনতা চাই যা আপামর জনগনের হবে । এমন স্বাধীনাতা চাই যা একটি নিরাপদ সমাজ উপহার দিতে পারবে । এমন স্বাধীনতা চাই যেখানে কেউ না খেয়ে রাস্তায় ঘুমাবে না । এমন স্বাধীন সমাজ চাই যা কাউকে বিনা অরাধ শাস্তি দেবে না আর কেউ অপরাধ করে ছাড়া পাবে না । এমন স্বাধীনাতা চাই যেখানে কাগজের নোট নয় মানুষ মূল্যবান হবে । যেদিন এমন স্বাধীনা পাবো । সেদিন রাস্তায় বেরিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলবো বিজয় দিবসের শুভেচ্ছা ।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:২৫

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি আর করবেন? আরো ছোট করে ভাবুন। ভালো লাগবে।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

ভোরের শিশির । বলেছেন: এর মধ্যে ছোট করে ভাবার কি দেখলেন ঠিক বুঝলাম না ।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১

যোগী বলেছেন:
ওরে খা.পো. দেশ স্বাধীন হয়ে কেও ধর্ষিত হয় না বা মানুষ খুন হয় না এই কথা তুই কই পাইলি? সরাসরি জবাব দিবি তা নাহলে থাপ্ড়ায়া তোর দাঁত ফালায়া দিব।

স্বাধীনতা কে যখন ধিক্কার দিচ্ছিস তখন যা তোর বাপের দেশ পাকিস্থানে গিয়ে মর, ছাগু কোথাকার।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬

ভোরের শিশির । বলেছেন: হুম । আপনার জন্য এই স্বাধীনতা ই ঠিক আছে । কারন আপনাদের মত নোংরা মানুষদের স্বাধীনতা মানে হল ধর্ষনের স্বাধীনতা । অপকর্মের স্বাধীনতা । কেউ তার বিরোধীতা করলে আপনাদের গাত্রদাহ হওয়াটা ই স্বাভাবিক

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: এরকম জ্বলন্ত প্রশ্নের মূখোমূখি হয়ে পালিত হোক বিজয় দিবস। বিজয়ের প্রকৃত স্বাদাস্বাদনের জন্যই। প্রতি বছর একটা বিষয় নির্ধারিত হোক সমাধানের লক্ষ্যে। আগামী বর্ষ শিক্ষার, পরের বছর স্বাস্থ্য, নদী, নিরাপত্তা, নারী অধিকার দূর্নিতি দমন এভাবে প্রতিটি বছরকে কোন সুনির্দীষ্ট বিষয়ে লক্ষ্য অর্জনের শপথ নিয়ে পালিত হোক বিজয় দিবস। পরবর্তী বছরে অগ্রগতি মূল্যায়নের মাধ্যমে। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায় এটাকে হৃদয়ে মস্তিকে চেতনায় নিবিঢ় সত্য হিসেবে ধারন করে।

বিজয়ের শুভেচ্ছা!

১৬ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:১৮

ভোরের শিশির । বলেছেন: খুব ভাল বলেছেন । সহমত । শুধু ভূখন্ড টুকো স্বাধীন করায় কোন সার্থকতা নেই । স্বাধীনতার সুখ যদি ভোগ ই করা না গেল তবে কি লাভ সেই স্বাধীনতায় ???? তাই আমাদের উচিৎ ক্ষমতার অপব্যবহার করে ব্যাক্তিগত সম্পদ না বাড়িয়ে তার সঠিক ব্যবহারের মাধ্যমে জনগনের মৌলিক চাহিদা পুরন নিশ্চিত করা । আর সরকারের এই সকল উজ্জাপনের পিছনে টাকা না উড়িয়ে সেই অর্থ জনস্বার্থে ব্যবহার করা দরকার । পেটে ক্ষুদা নিয়ে আতস বাজি পোড়ানোতে কোন স্বার্থকতা নেই ।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

কলাবাগান১ বলেছেন: স্বাধীন হয়েছিলেন বলে এই প্রশ্ন তোলার সুযোগ পেলেন.....একটা ল্যাপটপ কিনার সামর্থ্য অর্জন করতে পারছেন এবং ব্লগে কমেন্ট করতে পারছেন.....

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৫

ভোরের শিশির । বলেছেন: এমন স্বাধীনতা পেয়েছি বলে এই প্রশ্ন তোলার সুযোগ পেয়েছি কথা সত্য । কিন্তু ল্যাপটপ কিনার সামর্থ পেয়েছি !!!!! এইটার মানে বুঝলাম না !!!!! ল্যাপটপ টা অন্য কারো বাপের টাকায় কেনা নয় । আমার নিজের টাকায় কেনা । আর টাকাটা ও কেউ আমার পকেটে এমনিতে দিয়ে যায় নাই । পরিশ্রম করে কামাই করতে হয়েছে ।

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

শাহাদাত হোসেন বলেছেন: স্বাধীনতা আমরা ঠিকই পেয়েছি কিন্তু তাকে আমরা কতটুকু রক্ষা করছি ।

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৬

ভোরের শিশির । বলেছেন: রক্ষা আমরা ঠিক ই করেছি । এবং ব্যবহার ও করছি । তবে জনকল্যানে নয় । নিজের পকেট ভারি করতে ব্যবহার করছি ।

৬| ১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২০

কলাবাগান১ বলেছেন: এই সামান্য কথা না বুঝতে পারার লোকে রাই হল তারা যারা দেশ স্বাধীন না হলে বোধ হয় বেশী খুশী হত

১৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

ভোরের শিশির । বলেছেন: আমি স্বাধীনতার বিরোধীতা করিনি । করেছি তাদের বিরোধীতা । যারা স্বাধীনতার এই মহামূল্যবান অর্যন কে শুধু ব্যক্তি স্বার্থে ব্যবহার করছে । ভুলে গেছে স্বাধীনতার মহীমা । ভূলে গেছে এই দেশের আত্নত্যগের কথা । আমি তাদের কটাক্ষ করেছি । স্বাধীনতাকে নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.