নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিফাত- তোমার কি খুব কষ্ট হচ্ছে?
রিয়া- হে অনেক..
-একদমই উঠতে পারবা না?
-না.. তুমি চলে যাও..
-কিভাবে যাবো?
-সময় নষ্ট করো না..
-তোমাকে এভাবে ছেড়ে চলে যেয়ে হয়তো বেচে যাবো.. বিবেকের কাছে তো আমি প্রতিদিন ই মারা যাবো..
-যাও তো.. (চিৎকার করে)
-ছেড়ে চলে যাবো বলে তো হাতটি ধরি না.. বাকি জীবন একসাথে চলার শপথ করি নি..আর তা ছাড়া তোমার বুকে আমার সন্তান.. ওকে কিভাবে ছেড়ে চলে যাবো? আমার সন্তান তার সব থেকে বিপদের সময় তার বাবাকে পাশে পাবে না?
-তোমার বাবা মার কথা ভাবো?
-তোমার কথা ভাববো না?
-এতটা ভালোবাসো আমাকে? মৃত্যু সামনে দেখেও আমার পাশে থাকবে?
-হুম.. (চোখে পানি টলমল করছে)
-নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে..
-আমার বাবুটার জন্য মায়া লাগছে.. আমার সন্তান.. বাবা ডাকটা শুনতে পারবো না..
পুরো ঘরে আগুন.. আগুনের তাপ ক্রমশ বেড়েই যাচ্ছে..
রিয়া- আমার খুব ভয় করছে..
রিফাত এবার আর কান্না চেপে রাখতে পারলো না.. রিয়ার কপালে একটা চুমু খেয়ে তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বললো..
-ধন্যবাদ রিয়া.. ওপারে দেখা হচ্ছে..
চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের 'ওয়াহিদ ম্যানশন' ভবনের তৃতীয় তলায় থাকতেন গর্ভবতী নারী রিয়া ও তার স্বামী রিফাত। অসুস্থ থাকার কারণে ভবন থেকে নামতে পারেননি রিয়া, তাই নামেননি রিফাতও। গর্ভের সন্তানসহ দু'জনেরই আগুনে পুড়ে হয়েছে করুণ মৃত্যু!এখনো অনেক পুরুষ আছে শুধু যারা একজন নারীকে নারীর মর্যাদা, বোনকে বোনের মর্যাদা আর স্ত্রী কে স্ত্রীর মর্যাদা দিতে জানে।
আল্লাহ তাদের জান্নাতবাসী করুক(আমিন)
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০১
রক্তিম কুজ্ঝটিকা বলেছেন: হৃদয় বিদারক
২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: মানূষও মরে যায় কিন্তু শেষ মেষ ভালোবাসাটাই টিকে থাকে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:০২
রক্তিম কুজ্ঝটিকা বলেছেন: প্রকৃত ভালোবাসা বিপদে পরলে উপলব্ধি করা যায়।
©somewhere in net ltd.
১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুবই মর্মান্তি ও হৃদয় বিদারক!
আশুলিয়ার রনা প্লাজা ধ্বসেএকটি
নারী ও পুরুষের আলিঙ্গনরত
ছবিটি ভেসে উঠলো মানসপটে।
রিফাত রিয়া ও তাদের অনাগত
সন্তানের জন্য প্রার্থনা তারা যেন
পরকালে মিলিত হতে পারে।