নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রক্তিম কুজ্ঝটিকা

আমি সাময়িক সময়ের জন্য এসেছি ধরায়

রক্তিম কুজ্ঝটিকা › বিস্তারিত পোস্টঃ

একটি জুঁই ফুলের নতুন জীবন

০৮ ই মার্চ, ২০১৯ রাত ২:১৮

জীবনের চলার পথে কত শত মানুষের সাথে আমাদের পরিচয় হয়।
নিজের অজান্তেই কত সম্পর্কের বাধনে প্রতিনিয়ত আবদ্ধ হয়ে যাই। কিছু সম্পর্ক সাময়িক সময়ের আবার কিছু মিশে যায় রক্তের সাথে। আবেগ আর ভালোবাসার এক অপরূপ মিশ্রতায় গড়ে ওঠে বন্ধুত্বের সম্পর্ক। যেখানে থাকে অধিকার খাটানোর প্রবনতা, থাকে সুখ দুঃখ ভাগাভাগি করার অভিপ্রায়।

পড়ালেখার সুবাদে পরিচয় হয় কিছু বন্ধুর সাথে। সময় যত গড়ালো তাদের সাথে সম্পর্ক টা আরো গভীর হলো। একটা পরিবার হয়ে গেলো। সুসম্পর্কের একটি জ্বলন্ত উদাহরণ এরাই। এদের সাথে কাটানো সময়গুলো খুবই মধুময় ছিলো। পড়ালেখাকে ঐচ্ছিক রেখে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়াই ছিলো আমাদের প্রধান কাজ। ভালো সময় গুলো বেশিদিন থাকেনা হয়তো।
নিয়তির টানে একেক জন একেক দিকে চলে গেলো। যাই হোক! আজ বলছি আমাদের প্রিয় বন্ধু জুঁইয়ের কথা। মেয়েটা ছিলো একটু বোকা টাইপের। বাচাল ছিলো খুব। কথায় কথায় রাগ করলেও মিনিট পাঁচেক পর নিজেই মাফ চাইতো। আমার সাথে দেখা হলেই দশ টাকার আবদার করত। এটা নাকি ওর বন্ধুগত অধিকার। ভবিষ্যতেও যে দিতে হবে তার আগাম বার্তাও দিয়ে রাখে মেয়েটি। দুষ্ট, বদমাইশ, বেদমা আর বাচাল টাইপের মেয়েটির বিয়ে আজ।
৭ই মার্চ সে তার নতুন জীবনে পদার্পণ করতে যাচ্ছে।
“যদেতৎ হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম
যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব।" --মন্ত্র পড়ে সাতপাকে বাধা পড়লো পঙ্কজ মশায়ের সাথে। প্রিয় বন্ধুর নতুন জীবনে আমার বন্ধুমহলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। সুখী হ দোয়া করি।
সবার সাথে মিলেমিশে থেকে বাকি জীবন টা পার করে দিস। শশুড়বাড়ির মানুষদের প্রতি অনুরোধ থাকবে বোকা মেয়েটিকে যেনো নিজেদের মেয়ে হিসেবে রাখে সারাজীবন। ভালোবাসার বন্ধন অটুট থাকুক চিরকাল। সাংসারিক জীবনে সুখী হোক এই কামনাই করি।
ভালো থাকুক কাছের মানুষগুলো।
ফুলেল শুভেচ্ছা।
দুলাভাইকে অভিনন্দন।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৯ সকাল ১০:১৭

খায়রুল আহসান বলেছেন: নির্মল বন্ধুত্বের আন্তরিক ছোঁয়ার পরশ রয়েছে এ ছোট্ট পোস্টটিতে। বিশেষ করে জুঁই এর শশুড়বাড়ির লোকদের প্রতি "বোকা মেয়েটিকে" আপনজন হিসেবে দেখভাল করে রাখার হার্দিক আবেদনটি আমার মন ছুঁয়ে গেলো!
পোস্টে ভাল লাগা +

০৮ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৪

রক্তিম কুজ্ঝটিকা বলেছেন: ধন্যবাদ ভাই

২| ০৮ ই মার্চ, ২০১৯ সকাল ১১:০৬

মাহমুদুর রহমান বলেছেন: শশুড়বাড়ির মানুষদের প্রতি অনুরোধ থাকবে বোকা মেয়েটিকে যেনো নিজেদের মেয়ে হিসেবে রাখে সারাজীবন। ভালোবাসার বন্ধন অটুট থাকুক চিরকাল। সাংসারিক জীবনে সুখী হোক এই কামনাই করি।
মন ছুঁয়ে গেল।

০৮ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৪

রক্তিম কুজ্ঝটিকা বলেছেন: দোয়া করবেন

৩| ০৮ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:২৪

রাজীব নুর বলেছেন: সহজ সরল চাওয়া আপনার।
আল্লাহ অবশ্যই পূরন করবেন।

০৮ ই মার্চ, ২০১৯ দুপুর ২:৪৫

রক্তিম কুজ্ঝটিকা বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.