নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা বাঙালি
তাজাসসুম তাজবিহ
আমরা শক্তি
আমরা পঙক্তি,
আমরা আগামির ভবিষ্যৎ
আমরাই হব রঙিন পথ।
বাসবো ভালো
দেখবে আলো,
ধরা হয়ে আজ বিস্ময়
এ কথা বলতে কেন সংশয়?
আমরা সাদা
আমরা কালো,
রক্ত কিন্তু সমান লাল
আমরাই ধরতে পারি হাল।।
প্রস্তুত থাকো
প্রস্তুত থাকো
আজ হিন্দু থেকে মুসলমান
দেশের জন্য দিতে প্রাণ।
আছে ভরসা
আছে আসা,
নেই কোনো আইফেল টাওয়ার
আর দুল্যবি কোনো পাওয়ার।
করবো নিশ্চই
করবো নিশ্চই
রক্ত দিয়ে দেশকে জয়
দেশ রক্ষায় পাবোনা ভয়।
আমরা বাঙালি
আমরা পারি,
খুলে দেব রক্ত কবাট
লাল হবে তরনি জমাট।
৷ ৷ সমাপ্ত।।
তাজাসসুম তাজবিহ (সাদ)
সপ্তম শ্রেণী
০১ লা এপ্রিল, ২০১৯ ভোর ৪:২৮
রক্তিম কুজ্ঝটিকা বলেছেন: ধন্যবাদ
আপনাদের দোয়া কামনা করি
২| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৯:০৩
হাবিব বলেছেন: কবিতার ছন্দ বেশ ভালো লাগলো। কথাগুলোও সুন্দর
০১ লা এপ্রিল, ২০১৯ ভোর ৪:২৮
রক্তিম কুজ্ঝটিকা বলেছেন: ধন্যবাদ
৩| ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।
০১ লা এপ্রিল, ২০১৯ ভোর ৪:২৮
রক্তিম কুজ্ঝটিকা বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ৩১ শে মার্চ, ২০১৯ সকাল ৭:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতাটির বেশ ভালো লাগলো । ++ সপ্তম মানের পক্ষে বেশ সুন্দর।
ভাগ্নের জন্য অনেক অনেক শুভকামনা। আগামীতে অনেক বড় মাপের কবি হয়ে ওঠুক।
শুভকামনা আপনাকেও।