নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ভীষন মাত্রায় পাগল । আমার কাছে এক অর্থে জীবন মানে যুদ্ধ । আমার প্রাপ্তি আমি বাংলায় কথা বলতে পারি । আমার স্বাধীন ভূখন্ডে আমি মরতে পারবো । আমার কাছে ধর্ম হলো মানবতা আর রাজনৈতিক মতাদর্শ মানে আমি মানবতা দল এর সমর্থক । আমি খুবই সরল তবে এক অর্থে সরল মানুষরাই

শাওন রাইডার

শাওন রাইডার › বিস্তারিত পোস্টঃ

শিক্ষক স্বল্পতা

০৩ রা জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৮

বিশ্বের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নিম্ন আয়ের দেশ, মাথা উঁচিয়ে বাংলাদেশ পরিণত হয়েছে মধ্য আয়ের দেশে। কিন্তু দেশকে যারা এগিয়ে নিয়ে যাবে আরো উন্নতির দিকে, যাদের কাছ থেকে দিক নির্দেশনা পাবে পুরো জাতি, সেই শিক্ষার্থী এবং শিক্ষা ব্যবস্থা দিকে কতটুকু নজর দিচ্ছে সরকার ...

দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের একটি সাধারন চিত্র, শিক্ষক ঘাটতি। প্রশিক্ষিত এবং এমপিওভূক্ত পেশাদার শিক্ষকদের অভাবে শিক্ষার্থীরা অনেক সময়ই বঞ্চিত হয় মান সম্পন্ন শিক্ষা থেকে ....

সমস্যার কথা সব সময় মুখ ফুটে না বললেও, শিক্ষক সল্পতার বিষয়টি অনেক সময় শিক্ষার্থীরাও মেনে নেয়। তবে তাদেরর দাবী প্রতিটি বিষয়েই যেন তারা পায় সমান সুযোগ।

পরিসংখ্যাণে দেখা যায়, দেশের মোট ১,০৮,৫৩৭ টি সরকারি-বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠাণের জন্য মোট শিক্ষক রয়েছে ৪,৮২,৮৮৪ জন শিক্ষক। যেখানে পড়াশোনা করছেন ৩ কোটিরও অধিক শিক্ষার্থী। কেবল মাত্র দেশে প্রাথমিক স্তরের শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ৬৯ হাজার ৫৭ হাজার ৮৯৪ জন। সেখানেও রয়েছে মান সম্পন্ন শিক্ষার অভাব।


ভবীষ্যৎ প্রজন্মকে কিভাবে গড়ে তুলছে রাষ্ট্র, তার ওপরই নির্ভর করছে আমাদের এগিয়ে যাওয়া। টেকসই উন্নয়ন এবং দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থ্যার যে কাঠামো তৈরী করা প্রয়োজন তা যদি এখনই তৈরী করা না হয় তবে হয়তো দেশের সামগ্রীক উন্নয়নেও থেকে যাবে শুভাঙ্করের ফাঁকি ....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.