নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন - একটি কালো গোলাপের স্বপ্ন

স্বপ্নী

স্বপ্নভূক এক তরুণ।

স্বপ্নী › বিস্তারিত পোস্টঃ

বাংলা বানানের হাস্যকর ব্যবহার

২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৯:৫৭

:Pআমি প্রায় সময় বাস কিংবা টেম্পুর মাধ্যমে অফিস ও বাসায় যাতায়াত করি। গাড়িতে অলস বসে থাকার সময় ভেতরের লেখাগুলোর দিকে তাকাই। বেশিরভাগ লেখাগুলোতেই ভুল থাকে। কিছূ কিছু ভুল আবার মারাত্মক। দেখলেই হাসি পায়। যেমন -

১. বদ্রতা ভজায় রাখুন।

২. ব্যবহারে ভংশের পরিচয়।

৩. ফকেট সাবদান।

৪. ৫০ ও ১০০ টাকার বাংতি নাই।

৫. গারিতে রাজনৈতিক আলাপ নিসেদ।

৬. সৃষ্টিকত্তাকে সরণ করুন।

৭. চলন্ত অবস্থায় ড্রাইভারের সাতে কতা বলভেন না।

৮. মহিলা আসলে পুরুষ চিট চেড়ে দেবেন।

৯. আগে নামতে দিন, লাইনে দারান।

পথে চলতে বিভিন্ন সাইনবোর্ডের লেখাসমূহ -

১. এইকানে নিঁকুতভাবে ভিড়িও খরা হয়।

২. সামনে স্কুল। গাড়ি আস্তে ছালান।

৩. এই কানে এক রুম বেচেলর ঘর বাড়া দেয়া হবে।

মন্তব্য ১২ টি রেটিং +৭/-১

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০৩

রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: আরো দেখা যায় -

* চল বন্দু ঘুরে আশি
* লোভই ধংশের মুল

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলা বানানের এই করুণ দশা ছাড়াও এফএম রেডিওরা বাংলা ভাষার ১২ টা বাজাতে প্রস্তুত আছে।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০৬

আলিম আল রাজি বলেছেন: আমিএ কবার দেখছিলামঃ
"ভিভেক মানুশের সর্বচ্ছ আধালুত"
আমার কাছে একটা ঝাপসা ছবি আছে মনে হয় এইটার। দাড়ান খুজে দেখি।

২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১০

স্বপ্নী বলেছেন: পাইলে পাঠাইয়া দিয়েন।

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:০৯

হাসান মাহবুব বলেছেন: বেশিরভাগই সিলেটি উচ্চারণ।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১১

সবাক বলেছেন:
আমি প্রায় সময় বাস কিংবা টেম্পুর মাধ্যমে অফিস ও বাসায় যাতায়াত করি। গাড়িতে অলস বসে থাকার সময় ভেতরের লেখাগুলোর দিকে তাকাই। বেশিরভাগ লেখাগুলোতেই ভুল থাকে। কিছূ কিছু ভুল আবার মারাত্মক। দেখলেই হাসি পায়।


কিছু বানান ভূল:P হয়নি

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:৪৫

বাউন্ডুলে রুবেল বলেছেন: হাহাহা...

মজা পেলুম।

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪৬

ফিরোজ-২ বলেছেন: হুমমমম

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫০

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:

এ ব্যাপারে আমার একটি লেখা
যাত্রাপথে ভুল বানান যাত্রাপথে ভুল বানান যাত্রাপথে ভুল বানান

২৯ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:২১

স্বপ্নী বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার লেখাটি পড়েছি, ভাল লেগেছে।

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫২

মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন:

আমার উপরের লিঙ্কটি তিনবার হলো কেন বুঝতে পারছি না।

১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫১

রাজসোহান বলেছেন: :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.