নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন - একটি কালো গোলাপের স্বপ্ন

স্বপ্নী

স্বপ্নভূক এক তরুণ।

স্বপ্নী › বিস্তারিত পোস্টঃ

বউ বনাম আম্মু

২৬ শে জুন, ২০১৪ সকাল ১১:৫১

সকালবেলা ঘুম থেকে উঠেই অফিসের যাওয়ার জন্য তাড়াহুড়া করতে হয়। এর মধ্যে আবার নাস্তা খাওয়ার ঝামেলা!! ঘরে যদি বউ থাকে তাহলে যত আগেই রেডি হইনা কেন, নাস্তা না করে অফিসে চলে যেতে পারি। কিন্তু সমস্যাটা হয় যখন বউ বাপের বাড়ি যায়। যত দেরিই হোকনা কেন নাস্তা না করে ঘর থেকে বের হওয়ার প্রশ্নই আসেনা। কারণ তখন আমাকে নাস্তা করানোর দায়্ত্বি পরে আমার স্নেহময়ী মায়ের উপর। উনার কাছে চাকরিটা কোন ব্যাপার না, কিন্তু উনার সন্তান যেন অভুক্ত না থাকে এটাই মুখ্য। অন্য সময় মিথ্যা করে আম্মুকে বলি - ‌‌'নাস্তা করেছি, যাচ্ছি।' যার মা নেই সে অনেক অনেক অনেক বড় হতভাগা। মা, তুমি অনেক দীর্ঘজীবি হও। অনেক দীর্ঘজীবি!!! লাভ ইউ আম্মু।

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১২:২৪

মদন বলেছেন: :)

২| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:২০

কামরুল ইসলাম রুবেল বলেছেন: একদম ঠিক, বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি।

২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:৩৬

স্বপ্নী বলেছেন: হু!!

৩| ২৬ শে জুন, ২০১৪ দুপুর ১:৪৬

bakta বলেছেন: মায়ের সাথে বৌ এর কি আর
হয় গো তুলনা ?
মায়ের পায়ে হাজার সেলাম
জানাতে ভুলনা ।

তাই তো মায়ের পায়ে সাজাই
ফুল চন্দন অর্ঘ্য,
মায়ের চরণ পরম তীর্থ
সেটাই আমার স্বর্গ।

২৬ শে জুন, ২০১৪ দুপুর ২:২৭

স্বপ্নী বলেছেন: ধন্যবাদ ভাই। সুন্দর হয়েছে।

৪| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:২০

মুদ্‌দাকির বলেছেন: বৌরা সব এক না, তবে মা তো মা-ই!!

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৩

স্বপ্নী বলেছেন: অবশ্যই ঠিক বলেছেন। মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৫| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:২৮

সাধারণ মানুষ যে অসধারন হতে চায় বলেছেন: আমার মতে এই তুলনা টা করা ঠিক না। সব সম্পর্কের আলাদা আলাদা ডাইমেনশান আছে।

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৪৬

স্বপ্নী বলেছেন: আমি কিন্তু আসলে তুলনায় যায়নি। তবে সন্তানের জন্য মায়ের ভালবাসাটা বুঝালাম। কিন্তু বউও আমাকে যথেষ্ট ভালবাসে। তবে পার্থক্য হল আমার ব্যস্ততার সময় বউকে পরিস্থিতি বুঝাতে পারলেও মাকে বুঝাতে পারি না। এখানে বউয়ের দোষ নেই, তবে মা তো মা!!!

৬| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৩:৫২

সাধারণ মানুষ যে অসধারন হতে চায় বলেছেন: ধন্যবাদ স্বপ্নী ভাই।

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৫:০২

স্বপ্নী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৭| ২৬ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৫

মেহেরুন বলেছেন: ভাই আপনার পোস্ট টা পড়লাম। আপনি হয়তো কোন তুলনা করেন নি বউ এবং মার ভেতরে। কিন্তু যেভাবে কথাগুলো বলেছেন তাতে মনে হচ্ছে বউ আপনাকে কখনোই খেতে বলেনা। আপনার খেয়াল করেনা। ভাই সব সম্পর্কের আলাদা একটা ধরন আছে। মা যেমন মার দায়িত্ব পালন করছেন, ঠিক তেমনি আপনার স্ত্রী ও তাঁর দায়িত্ব নিশ্চই পালন করছেন। মার ভালোবাসা সন্তানের প্রতি একজায়গায় আর স্ত্রীর ভালোবাসা স্বামীর জন্য আরেক জায়গায়। দুইটার বিশেষত্বও আলাদা। সুতরাং, এই ভাবে ভালোবাসা বিচার করতে যাবেন না। হয়তো আপনার স্ত্রীর বাবা তাঁর জন্য অনেক কিছু করেন , যা স্বামী হিসেবে আপনি তাঁর জন্য কখনো করেন নি। সে ক্ষেত্রে কি আপনার স্ত্রী বলবেন যে ইশ!! বাবার ভালোবাসা মেয়ের জন্য অসীম। একেই বলে বাবার ভালোবাসা। স্বামী আসলে স্বামী। এটা যদি আপনার স্ত্রী বলেন তাহলে নিশ্চই শুনতে আপনার ভালো লাগবে না।

২৬ শে জুন, ২০১৪ বিকাল ৫:০৮

স্বপ্নী বলেছেন: ধন্যবাদ মেহেরুন আপনার সুন্দর মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.