![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পটা বলি আগেঃ
একবার এক দরবেশ টাইপ লোক গেল বেহেশত এবং দোজখ পরিদর্শন করতে। ফেরেশতার সাথে সবগুলো বেহেশত পরিদর্শন এর পর তিনি এবার নরক পরিদর্শন করতে গেলেন। সবগুলো নরক পরিদর্শনের পর তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন সকল নরকে প্রহরী থাকলেও একটি নরকে কোন প্রহরী নাই। তিনি ফেরেশতার নিকট এর কারণ জানতে চাইলেন। ফেরেশতা যা বললেন তা হল - দেখুন, এই নরকে সবাই বাংলাদেশি। এখানে কেউ যদি দেয়াল টপকে নরকের ওই পাশে যেতে চায় তাহলে অন্যজনে টেনে তাকে নামিয়ে আনে। যার কারণে কেউ পালাতে পারে না। সেজন্যই এখানে কোন প্রহরী রাখা হয়নি।
গল্পের সারমর্মঃ আমরা বাঙালিরা অন্যের ভাল সহ্য করতে পারিনা। অন্যজনের সাফল্যে আমাদের মনে হিংসা জন্মে। আর একজন ভালো থাকুক এটা দেখলে আমাদের গা জ্বলে।
এবার মূল কথায় আসিঃ
সাকিব আল হাসান বাংলার ক্রিকেট ইতিহাসের সেরা একজন খেলোয়াড়। যে কি না বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তার খেলতে যাওয়ার কথা। মাঝপথে তাকে অনুশীলনের নামে দেশে ফেরত আনা হয়। এখন প্রশ্ন হল ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ খেলতে যাওয়ার অনুশীলনের জন্য তাকে ফেরত আসতে হল অথচ সে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজেই সিপিএল খেলতে। এর চেয়ে বড় অনুশীলন আর কি হতে পারে? যেখানে সে আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নেয়ার জন্য পর্যন্ত প্রচুর সময় পাচ্ছে এবং একটানা ম্যাচ খেলে প্র্যাকটিসের মধ্যে থাকতে পারছে। আমাদের অন্যরা এখানে হাজারো অনুশীলন করে যা করতে পারবে তার চেয়ে ঢের বেশি সাকিব ওখানে সিপিএল খেলে তার নিজ দেশের হয়ে পারফর্ম করতে পারবে এটা অতীত অভিজ্ঞতা থেকে বলছি।
যেখানে আমাদের ক্রিকেট কর্মকর্তারা টাকা বাঁচানোর জন্য সিরিজ শুরু হওয়ার বেশি আগে যেতে চায় না, (কারণ তা হলেতো কর্মকর্তারা ওখানে তাদের বউ ছেলেদের যে নিয়ে যাবে মার্কেটিং এ টাকা শর্ট পরতে পারে) সেখানে সাকিব আগে থেকে থাকলে আমার মনে হয় না মহাভারত অশুদ্ধ হয়ে যেত।
মূল কথা হলো - সাকিব বাঙালি, আর বোর্ড কর্মকর্তারা সবাই বাঙালি। সাকিব আই পি এল খেলে কিছু টাকা কামালো, এখন সিপিএল খেলে কিছু টাকা কামাবে এটা আমাদের বাঙালি বোর্ড কর্মকর্তাদের সহ্য হচ্ছে না। ওইযে, গল্পের মতো অবস্থা আর কি!!
মন্তব্যঃ যে দেশে গুণির কদর নেই, সেদেশে কোন গুণি জন্মগ্রহণ করে না। এসব দেখে ভবিষ্যতেও এ ধরনের কোন গুণি খেলোয়াড় আসবে বলে মনে হয় না। আমি ছোটবেলা থেকে একটা প্রবাদ শুনে শুনে বড় হয়েছি - দুধেলা গাইয়ের লাথিও ভাল। আজ আমরা সেই কথা ভুলে গেলাম। আর যারা দেশপ্রেমের কথা টানছে তাদের দেশপ্রেমতো আর দাঁড়িপাল্লা দিয়ে মাপা যাবে না, তাই না?
০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১৭
স্বপ্নী বলেছেন: বড়ই আফসোস!!
২| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৩৮
সুজন দেহলভী বলেছেন: সাকিব কি জিনিস তা আপনি এখনো টের পান নাই... আফসোস
০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৪
স্বপ্নী বলেছেন: হু ভাই!
৩| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১২
দাকুড়াল বলেছেন: কৃষ্ণ করলে লীলাখেলা; সাকিব করলেই ধর শালা। পাপনরা দুই নম্বরী করে টাকা কামাইলে দোষ না,আর সাকিব খ্যাপ খেলে টাকা আয় করলেই দোষ?
০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৮
স্বপ্নী বলেছেন: এরই নাম যে বাংলাদেশ!
৪| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৪
শাহ আজিজ বলেছেন: সাকিব দল ছেড়ে চলে গেলে ক্ষতি নেই কারন সাকিব পেশাদার ক্রিকেটে নিজেকে উজ্জ্বল করেছেন । অনেকেরই দেখছি টাকা পয়সা নিয়ে বেশ সুড়সুড়ি আছে। আমি কাজ করি টাকার জন্য ।কারন আমার পেট আছে, সংসার আছে এবং বিবিধ বিষয় যেখানে টাকার প্রয়োজন । আমাদের দেশে ফ্রি বা মাগনা সংস্কৃতির চল অনেক আগে থেকে । পরিনতি চাঁদাবাজি । সাকিব খেলে অর্থ উপার্জন করে, তা দিয়ে হেলিকপটারে চড়ে । না চড়া যাবে না , বিদেশে খেলা যাবেনা । দেশকে ভালোবাসো এবং দেশের জন্য না খেয়ে মরো । এই ফিলসোফিতে আক্রান্ত মেধাহীন বেকার যুব সমাজ । সাকিবের নিজের সিদ্ধান্তই চূড়ান্ত । তার হাতের ব্যাট ঝলসে ওঠে লোটাস , পাপনদের শক্তি আর কৌশলে নয় । এদেশে মেধার বিকাশ হয়নি ঠিক এ ধরনের কর্মকাণ্ডে । সময় আমাদের সহায় হোক ।
০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৯
স্বপ্নী বলেছেন: আপনার সাথে পুরোপুরি একমত পোষণ করছি।
৫| ০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৬
মোঃ তালেব বলেছেন: Shakib ashole onek lovi.. Tar shudhu tk holey bass r kisu lagbena.. Ipl,cpl thakley hollo amar sai tk.tk.tk.tk na hole bou nia helicoptere sola jai apnara bolen??????????????????????????????????????????????????????
০৬ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৬
স্বপ্নী বলেছেন: সাকিব তার নিজের টাকা দিয়ে হেলিকপ্টার কেন রকেটে চড়লেও কি কারো কিছু বলার থাকে!! সে তার নিজের বউকে নিয়ে হেলিকপ্টারে উড়ে বেড়াচ্ছে এখানে এই প্রসঙ্গ আনাটা আমাদের আর একটা হিংসাত্মক মানসিকতার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। আমাদের অঞ্চলে একটা প্রবাদ আছে এরকম - আমার গরু আমি গলা দিয়ে জবাই করি আর লেজ দিয়ে কার কী? সাকিবের মত টাকা থাকলে আপনিও ওই হেলিকপ্টারে চড়ার ইচ্ছা পোষণ করতেন। যাই হোক আপনার জন্য অনেক শুভকামনা রইল।
৬| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:৩৭
রং করা পুতুল বলেছেন: সাকিবের প্রতি অবিচার করা হয়েছে
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৪ সকাল ১০:১০
সোহানী বলেছেন: যে দেশে গুণির কদর নেই, সেদেশে কোন গুণি জন্মগ্রহণ করে না........... সহমত। এভাবে সাকিবের সাথে ফাজলামি না করলে ও পারতো বোর্ড। সাকিব কি জিনিস তারা এখনো টের পায় নাই... আফসোস।