নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
ব্লগে হুট করে সোভিয়েত শিশু সাহিত্য নিয়ে লেখা কেন শুরু করেছিলাম ঠিক মনে নেই। হয়তো ব্যতিক্রম কিছু চেয়েছিলাম। সেই একই রকম কবিতা আর স্মৃতিচারণের মাঝে সোভিয়েত সাহিত্য ঢুকিয়েছিলাম ভিন্ন ফ্লেভার আনতে। কিন্তু পরক্ষনেই খেয়াল করলাম এগুলোই ঠিক আমার শৈশব স্মৃতিচারণের মধ্যেই পড়ে, যেটা থেকে বের হওয়া অসম্ভব আমার নিকট। হয়ত সেই কারণে নামও দিয়েছিলাম 'রাশিয়ান শৈশব '। রাশিয়ান শৈশব সাজিয়েছিলাম নিজের জন্য। কিন্তু প্রথম প্রকাশ হবার সাথে সাথেই খুব ভালো সাড়া পেলাম। অনেকের আগ্রহ আর অনুপ্রেরণাদায়ক মন্তব্য দেখে ঠিক করলাম রাশিয়ান শৈশব শুধুমাত্র আমার জন্য না।এটা এগিয়ে নিয়ে যেতে হবে। তাই আমার নিজের লেখার পাশাপাশি রাশিয়ান শৈশব নিয়মিত প্রকাশ করতে লাগলাম। কষ্টসাধ্য ব্যাপার ছিল। বই দেখে দেখে টাইপ করে সম্পাদনা করা আমার কাছে বেশ কষ্টকর ছিল। পরিশ্রম করতে হয়েছিল।
এই পরিশ্রম বৃথা যায়নি। তখন প্রিয় সব ব্লগারদের মন্তব্য গুলো দেখতাম। অনেকেই শৈশবে ফিরে যেত। অনেকেই আবার নতুন করে পরিচিত হতো সোভিয়েত শিশুসাহিত্যের সাথে। এটাই বা আমার জন্য কম কি?
শ্রদ্ধেয় ব্লগার চাঁদগাজীর কমেন্ট নটিফিকেশন দেখলে আতংকে থাকতাম। ভাবতাম ভুলভাল দেখে কিংবা পছন্দ না করলে কড়া কিছু বলবেন। কিন্তু দেখলাম তিনি আগ্রহ দেখাচ্ছেন এবং মজার বিষয় উনি ধরেই নিয়েছিলেন আমার শৈশব কেটেছে রাশিয়ান। যদিও এমন ধারণা অনেকেরই ছিল।
একদিন খেয়াল করলাম কেউ আমাকে রাশান রাজপুত্র সম্বোধন করছে। রহস্যময় ব্লগার মিররডল তো বলেই ফেলল 'ইভানুশকা'। এখনো তিনি ইভানুশকা ই ডাকেন।জুন আপা বললেন, ছেলের একটা রাশান নাম রাখতে।
ছেলের রাশান নাম না থাকলেও ওকে আমি ডাকি 'বীরব্রতী'!
রুপের ডালিখেলা বইয়ের বীরব্রতী ভাসিয়ার বীরব্রতী।
এই সামু ব্লগ এমন রাশিয়ান শৈশব কাছে ঋণী। তারা অনেকজনার কাছে ইভানুশকা ভাই বানিয়েছে এবং অনেকগুলো 'আলিওনুশকা' বোন
দিয়েছে। আমার লেখার গভীরতা কতটুকু জানিনা কিন্তু আবেগের গভীরতা এতোটাই গভীর যে এই সব সামান্য অনুভূতি গুলো ঠিক বুকে গিয়ে বিঁধে থাকে।
অনেকদিন হয়ে গেলো রাশিয়ান শৈশব লিখি না। কিন্তু ইচ্ছা হয়। সময় আর অস্থির মন , কর্পোরেট লাইফ খুব একটা স্বস্তি দেয় না। যেটুকু সময় পাই আমার 'রাশান রাজপুত্র ' কে নিয়েই থাকি।ও ধীরে ধীরে বড় হচ্ছে। কথা বলতে শিখছে। পড়তে শিখবে। একদিন নিশ্চয়ই বাবার রাশিয়ান শৈশব পড়বে। মাঝে মাঝে মনে হয় ওর জন্য হলেও রাশিয়ান শৈশব বাঁচিয়ে রাখি। একদিন হয়তো জানবে, বাবার একটা রাশিয়ান শৈশব ছিল। বাবা যেটাকে বলতো 'শৈশবের স্কুল'!
সামহোয়্যার ইন ব্লগ না থাকলে হয়ত এভাবে আমি আমার শৈশব প্রকাশ করতে পাড়তাম না আর সেই ব্লগাররা যারা না থাকলে দ্বিতীয়বারের মত কোন শৈশব প্রকাশ হতো না। সাহসই পেতাম না।
যারা আমার 'রাশিয়ান শৈশব' বিষয়ে অবগত নন তাদের জন্য নিচের লিংক টা দিলামঃ
রাশিয়ান শৈশব বিষয়ক আমার প্রথম পোষ্ট
ছবিঃ এই বই টা আপাতত আমার কাছে নেই। ছবিটা সোভিয়েত বইয়ের বিশাল ভান্ডার থেকে সংগ্রহ করা।
১১ ই মে, ২০২২ বিকাল ৩:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনি যে আছেন এতেই আমি খুশী।
যাইহোক প্রথম প্লাস সযতনে থাকলো।
২| ১১ ই মে, ২০২২ বিকাল ৩:৩৭
ভার্চুয়াল তাসনিম বলেছেন: পোস্টের আলোচনায় পরে আসছি মন্তব্য নিয়ে। আগে বলুন মিরর ডল রহস্যময় ব্লগার কেন?
১১ ই মে, ২০২২ বিকাল ৫:৫৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এটা এমনিতেই বলেছি।
৩| ১১ ই মে, ২০২২ বিকাল ৩:৪২
মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার সেই সিরিজটা আবার শুরু করুন।
ক্ষুদে ইভান বড় বুদ্ধিমান- এরকম রাশিয়ান রূপকথার গল্প যা পড়েছি কোন দিন ভুলবনা।
মোবইলে জিবোর্ড বা রিডমিক কিবোর্ড ডাইনলোড করে দিন, কথা বলবেন লেখা হয়ে যাবে। আমি এখন বেশিরভাগ পোস্ট এভাবেই দেই।
১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আবার শুরু করবো নিশ্চয়ই শুরু করতে হবে?
ডাউনলোড করে নিবো। খুব সুবিধা হবে তাহলে।
ধন্যবাদ ভাই।
৪| ১১ ই মে, ২০২২ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: চাচা চৌধুরী পরে বড় হয়েছি। রাশিয়ান পড়া হয়নি। বড় হয়ে রাশিয়ান সাহিত্য পড়েছি। আর এখন তো রুপকথা পড়ার বয়স নেই। তবু পড়ি। মেয়েকে পড়ে শোনাই। টিভিতেও রুপকথা দেখি। দেখতে হয় মেয়ের জন্য।
১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: চাচা চৌধুরীর আমিও পড়েছি প্রচুর। সংগ্রহের ভান্ডার বড় ছিল।
নন্টে ফন্টে হাঁদা ভোঁদা টিনটিন কেউ পিছু ছাড়িনি।
৫| ১১ ই মে, ২০২২ বিকাল ৪:৩১
মরুভূমির জলদস্যু বলেছেন: সামুর স্মৃতিচারণমূলক লেখা, ভালো হয়েছে।
১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ জলদস্যু। আজও বৃষ্টি হলো, ভিজেছেন?
৬| ১১ ই মে, ২০২২ বিকাল ৫:০৬
বিজন রয় বলেছেন: ব্লগে যে সামান্য কয়জন ব্লগারের রাশিয়ান সাহিত্য সম্পর্কে ধারনা আছে আপনি তার মধ্যে অন্যতম। রাশিয়ান সাহিত্য বিশেষ করে রাশিয়ান শিশু সাহিত্য নিয়ে আপনার চর্চা আমাকে বিস্মিত করেছে। কারণ বাংলাদেশে এই সময়ে রাশিয়ান সাহিত্য নিয়ে প্রয়োজন ছাড়া কেউ ঘাটাঘাটি করবে সেটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। তাই আপনাকে অনেক ধন্যবাদ।
আর বিশেষ করে ধন্যবাদ আপনার বাবাকে। তিনিই তো আপনাকে এই পথে নিয়ে এসেছেন।
আমি ৮০ দশকের মাঝামাঝি থেকে ৯০ দশকের প্রথম পর্যন্ত রাশিয়ান সাহিত্য অনেক পড়েছি। কিন্ত সেসব ভোলার পথে।
তাই আপনার জন্য রাশিয়ান সাহিত্য পড়তে পারছি ব্লগে সেটা প্রথম থেকে আমার কাছে একটা বাড়তি পাওনা।
চালিয়ে যান, আমি আছি।
১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আব্বা ঢাকা অথবা যশোর যেতেন মন খারাপ করতাম খুব। ঢাকায় গেলে তো কাঁদতাম। তবে ভীষণ আনন্দ নিয়ে বইয়ের জন্য অপেক্ষা করতাম। তখন যোগাযোগের ব্যবস্থা ছিল না। ঢাকা থেকে আব্বার আসার কথা।সারাদিন অপেক্ষা করলাম। এলো না।সাদারাত অপেক্ষা করতে করতে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লাম।ওদিকে পাওয়া যেত না তেমন। সকালে ঘুম ভেঙে দেখি মাথার কাছে দুইটা বই আর বেশ কয়েকটা লজেঞ্চ। অরেঞ্জ লজেঞ্চ কমলার কোয়ার মত দেখতে। সম্ভবত ২৫ পয়সা করে নিতে। সেই সকালের অনুভূতি আর বই দুটোর কথা কোনদিন ভুলবোনা।
দাদা,
রাশিয়ান শৈশব মানে শুধু রাশিয়ান বই গুলো নয়। অনুভূতি, আবেগ।
আপনি ব্লগারদের একজন যিনি সব লেখার পিছে পিঠ চাপড়িয়েন।
ভালো থাকবে। আপনি আসেন , ভালো লাগছে।
৭| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৭
শূন্য সারমর্ম বলেছেন:
রাশিয়ায় না গিয়েও "শৈশব লিখে ফেললেন ব্লগে।
১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বইয়ের কি ভীষণ ক্ষমতা!
ভালো থাকবেন ভাই।
৮| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ জলদস্যু। আজও বৃষ্টি হলো, ভিজেছেন?
না আজ ভিজিনি। জানালায় বসে বৃষ্টি দেখেছি, মোবাইলে ছবি তুলেছি দুটি। আমার ভেজার যায়গা নেই। ছাদে যায়গা নেই, অল্প একটি বারান্দা আছে। রাস্তায় নামা যায় অবশ্য।
আমার স্ত্রী আর ছোট কন্যা ভিজার জন্য বারান্দায় গেছে, কিন্তু একটু দেড়ি করে ফেলেছে। শরীর ভিজার পরপরই বৃষ্টি ধরে এসেছে বলে খুব একটা ভিজতে পারে নাই।
১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক মেঘ করেছিল কিন্তু। কাল অবশ্য ভিজতে ভিজতে বাসায় ফিরেছি।
৯| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর স্মৃতিচারণ। সহমত আপনার সঙ্গে শৈশবের স্মৃতিতে লেখার গভীরতা হয়তো থাকেনা কিন্তু আবেগের গভীরতা থেকে প্রশ্নাতীত যেগুলো আমাদেরকে সময় বিশেষে বড় অসহায় করে তোলে।
পোস্টে চতুর্থ লাইক।
শুভেচ্ছা আপনাকে।
১১ ই মে, ২০২২ রাত ১০:৩০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রিয় পদাতিক দা,
ব্লগে সব সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
ভালো থাকবেন।
১০| ১১ ই মে, ২০২২ রাত ৮:১৬
মনিরা সুলতানা বলেছেন: আমাদের যাদের কাছে শৈশবের রাশান গল্প দ্বীপ আছে, আমরা ভাগ্যবান নিঃসন্দেহে।
১১ ই মে, ২০২২ রাত ১০:৪৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মনিরাবু আপনারাই আমার ব্লগে আলিওনুশকা বোন !!
ভালো থাকবেন।
১১| ১১ ই মে, ২০২২ রাত ৯:০৫
শায়মা বলেছেন: আলিওনুশকা দিদিরে
সাঁতরে আয় নদীরে
আগুন জ্বলে ভিয়ানে .......
এরপর আর মনে নেই......।
যাই লিঙ্ক দেখে আসি। সেখানে পাই কিনা...
১১ ই মে, ২০২২ রাত ১০:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই নিন আলিওনুশকা বোন ।
লিংকে সব পাবেন। আমার ব্লগে হয়তো ঢুঁ মারা লাগবে না।
১২| ১১ ই মে, ২০২২ রাত ৯:৩২
মুক্তা নীল বলেছেন:
সেভিয়েত ও রাশিয়ান সাহিত্যগুলো ছবি দেখে দেখে মজা করে পড়তাম । বহু বছর পর ব্লগে আপনি সেটা মনে করিয়ে দিতেন ধন্যবাদ আপনাকে ।
১১ ই মে, ২০২২ রাত ১০:৪৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন। রাশিয়ান শৈশবের নিয়মিত পাঠক আপনি।
ব্লগের সকল আলিওনুশকা বোনদের ইভানুশকা ভাইয়ের পক্ষ থেকে ভালোবাসা।
১৩| ১২ ই মে, ২০২২ দুপুর ২:০১
রাজীব নুর বলেছেন: পৃথিবীর সব দেশেই রুপকথা গল্প আছে।
ধর্মেও রুপকথা আছে।
বর্তমান মানব সমাজেও রুপকথা আছে।
১২ ই মে, ২০২২ দুপুর ২:৪৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কারো কারো কাছে তো ধর্মই রূপকথা।
©somewhere in net ltd.
১| ১১ ই মে, ২০২২ বিকাল ৩:০৯
বিজন রয় বলেছেন: প্রথম প্লাস দিয়ে গেলাম।
পরে কথা বলবো।