নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

ব্লগে মন্তব্যে ক্যাচাল করে রাতে ঘুমানোর সময় মন খারাপ লাগে

০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:০৪


ব্লগার মরুভূমির জলদস্যু এর লেখা গুলো মন দিয়ে পড়ি। তার জাম কাহিনী কয়েকবার পড়লাম। জাম গুলোর দিকে চোখ আটকে গেলো। আমাদের আগে ৬ টা জাম গাছ ছিল এখন আছে দুইটা। পুকুরের ধারে যেই গাছটা থেকে আমরা পুকুরে ঝাঁপিয়ে পড়তাম সেটাও ঝড়ে পড়ে গেছে। গাছটা ছায়া দিতো। আমরা ওই ছায়াতে বসতাম। বসে মাছ ধরতাম।

জামের সিজনে প্রচুর জাম ধরতো ছয়টা গাছে। পাখির আনাগোনা , কিচিরমিচির । কাঠবিড়ালীর জাম খেয়ে লেজ নাড়াতো , পাড়ার বাচ্চা ছেলেপেলে গাছের নিচে ঘুরঘুর করতো , টুপ টাপ জাম পড়তো , সবাই দৌড়ে জাম কুড়াতো , টুপ করে মুখে পুড়ে দিতো ! সবার মুখ থাকতো রঙিন !

দুদিন পর পর জাম পাড়া হতো। গামলা গামলা জাম, ব্যাগ ব্যাগ জাম। ঝুড়ি ভর্তি জাম। সেই জাম বিতরণ করা হতো। আমাদের জাম গাছের জাম সারা পাড়া খেতো। কখনো বিক্রি করা হতো না। কেউ জাম কিনতে আসলে এমনিতেই দিয়ে দেয়া হতো। জামের ব্যাপারী জামের দাম করতে এলে ফিরে যেতো। সবাইকে দিয়ে খাওয়ার মূল্য অনেক , শান্তি অনেক । যেটা টাকা দিয়ে কেনা যায়না , বিক্রিও করা যায় না।

জামের সময় আমাদের উৎসব ! স্কুল থেকে ফিরে ছুটে জাম গাছ তলায় ভীড় জমাতাম। পাড়ার বাঁকিরা আগেই এসে জুটে যেতো। নতুন জামা কাপড় পড়ে জামতলায় যেতাম না। গাছ থেকে জাম পড়ে পোশাকে দাগ লেগে যেত। এক গামলাতে জাম মাখিয়ে চলতো খাওয়ার প্রতিযোগিতা ! কার মুখ কত রঙিন হয়েছে আমার মুখ হা করে দেখতাম।

দাদা বলতেন ,
কুটিইইই ভাই !
জ্বি দাদা।
জাম খাইছো ?
জ্বি দাদা খাইছি।
মুখ লাল হয়ছে ?
হয়ছে দাদা।



রঙিন মুখের দিন গুলো আর নেই। বাড়ির জাম ছাড়া অন্য জাম মুখে পুরিনি। ইচ্ছা হয় না। ঢাকার বাজারে জাম দেখি। তাকিয়ে থাকি। মন খারাপ হয়ে যায়। কিনিনি না। খাই না।
জাম বিক্রেতা বলে, স্যার জাম নিবেন ?
আমি বলি , না।
স্যার ,কম দাম। খুব ভালো।
আমি মাথা নাড়ায়।
দোকানি তো আর জানে না আমি কেন তাকিয়ে আছি।

-----------------------------------------------
ছবি: পুকুরপাড়ের জাম গাছ। এখন আর নাই।


মন্তব্য ৩২ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:৩০

শূন্য সারমর্ম বলেছেন:


ঘুম থেকে উঠে মন ভালো হয়?

০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নাহ। হয় না। তাই এই ধরনের পোস্ট দিলাম। এটাই আমার গন্ডী। এর ভেতরে থাকলে ক্যাচাল করে মন খারাপ হবে না।

২| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আনাদের মাত্র দুইটা জাম গাছ ছিলো,
তবে প্রচুর জাম ধরতো। অনেক বড়
গাছ! গাছে উঠে জাম পাড়া ছিলো
অসম্ভব। তাই পাখিদের ভরশায়
থাকতাম। তারা দয়া করে যে কয়টা
নিচে ফেলতো তাই নিয়ে সন্তষ্ট
থাকতাম। ঢাকার লিচ্চি পিচ্চি জাম
দেখলে দেশের গাছের বড় বড়
রসালো জামের কথা মনে পড়ে।

০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমাদের গাছ গুলোও বড় বড় ছিল। পাড়ার এক্সপার্ট (!) গেছোরা গাছে উঠতো। একবার তো একজন গাছ থেকে পড়ে নাক ফাটিয়ে ফেললো। সে আরেক কাহিনী।

পাখির কাছে ফল চাওয়ার ছড়া আছে। পাড়ার ছেলেমেয়েরা বলতো।
গু* লাল বুলবুলি , একটা জাম দে
না দিস তো ডাল ভেঙে দে !

গু* লাল বুলবুলি সম্ভব বুদ্ধিমান ছিল। প্ররোচনায় কান না দিয়ে , ডাল না ভেঙে একটা জাম ই ফেলতো।

** বুলবুলির পুচ্ছ দেশে লাল হওয়ার কারণে ওই নাম ডাকতো।

৩| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৫

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: শুভ কামনা রইলো , লেখাটা পড়ে মন খারাপ হলো ।

০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমি মন খারাপ করে দিতে খুব পারি।
মন ভালো করুন। ভালো থাকবেন।
এইবার জাম খেয়েছেন ?
জাম , কাঁচা মরিচ আর লবন একসাথে ঝাকিয়ে মাখিয়ে যেতাম।

৪| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: ‌এভাবেই কতো কিছু নেই হয়ে যায়।
শহর আমাদের এলাকার প্রায় সবটাই খেয়ে ফেলেছে।
প্রায় ২০০ বাড়ি নিয়ে আমাদের উত্তর বাড্ডা তেঁতুল তলা এলাকায় মাত্র দুটি বাড়িতে গাছ আছে। আমার বাড়ির সামনে আমার এক ভাইয়ের বাড়িতে এখনো প্রচুর গাছ আছে। আমার বাড়িতে আছে কয়েকটি। আরো দুই একটি বাড়িতে এক-দুটি আছে। সবুজ বলতে এই। হলো না, কবরস্থানে কয়েকটি গাছ আছে। আর আছে প্রায় প্রতিটি ছাদেই ছাদ বাগান। শহরের দান ছাদ বাগান।

০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমাদের বাড়িতে এখনো ৬৩ টা নারিকেল গাছ আছে !
গতবার ১০ টা আম গাছ লাগিয়েছি। ২০ আগেই ছিল। এইবার আমের ফলন হয়নি আমাদের। ছোট একটা পুকুর আছে। এখন আর মাছ ছাড়া হয়না।
ছোটবেলায় এইসব ছেড়ে স্কুলেই যেতে মন চাইতো না।

৫| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১:০৫

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার আদি এবং বর্তমান বাড়ি একটাই। ঢাকায়, উত্তর বাড্ডায়। তাই ইচ্ছে থাকলেও গাছ-পুকুরের ব্যবস্থা এখানে করার কোনো সুযোগ নাই। তাই আমি নিজে জয়দেবপুরে ৩১+ কাঠা জমি কিনেছি গ্রামের গৃহস্থ বাড়ি বানাবো। আর ৫ বন্ধু মিলে প্রকৃতির কোলে নাগরিতে বানিয়েছি আশ্রম

০৮ ই জুন, ২০২২ দুপুর ১:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার আশ্রমে যাবো। খুব ইচ্ছা আছে।

৬| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৪৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



জাম অসাধরণ একটি ফল। এতো মজাদার ফল - জামের তুলনা শুধু জামের সাথেই হয়। আমাদের বাড়িতে সব সময় জাম গাছ ছিলো এখনও আছে। জাম আমার প্রিয় একটি ফল। পোস্টে +++

০৮ ই জুন, ২০২২ দুপুর ২:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জাম আমার প্রিয় ফলের একটি। ঢাকায় দেখি আধা পাকা জাম বিক্রি হয়। মানুষ কেনেও।
পাকা জামের স্বাদ অতুলনীয়। একদানা লবণ হলেই চলে।
ধন্যবাদ আপনাকে।

৭| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
স্মৃুতিময় জামপোস্টে++++

০৮ ই জুন, ২০২২ দুপুর ২:১১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ধন্যবাদ ভাই।
দেখি জাম বিষয় পোস্ট আর আসে কিনা আজ।

৮| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৫৫

রাজীব নুর বলেছেন: জাম ফলটা আমার পছন্দ না।
আমার পছন্দ আম। হিমসাগর আম।

০৮ ই জুন, ২০২২ দুপুর ২:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমারো প্রিয় ফল আম।
১. ল্যাংড়া
২. ক্ষীরশাপাতি
৩. গোপালভোগ

এর পর অন্য ফল। আমের ধারে কাছে কেউ নেই।
তবে কাঁঠাল বাদে সব ফলই ভালো লাগে।

৯| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: মন্তব্য করতে ভয় লাগে। কে না কে এসে গালি দেয়।

পোস্ট ভালো লাগলো।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:১৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনাকে কে আবার কোন পোষ্টে গালি দিলো?
যাইহোক,
এইবার জাম খেয়েছেন নাকি?

১০| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:২২

মোহাম্মদ গোফরান বলেছেন: জাম টাম খাইনা। চোখ থাকলেও অন্ধ থাকলে কি করা।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: জাম অনেকেই পছন্দ করে না।
চোখ থাকলেও অন্ধ থাকলে কি করা। --- সব পোস্ট দেখা হয় না। মন্তব্য পড়া হয়না। তবে খোঁচা দিতে দেখেছি।

১১| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: গ্রামে বড় হইছি, চাকুরীর সুবাদে ঢাকায়। আহারে সেই দিনগুলো আমাদের। গাছ থেকে জাম পেড়ে বড় পাতিলে রসুন মরিচ লবণ দিয়ে জাম ঝুঁকা ভর্তা সেই স্বাদ আর পাই না ঢাকায়। জাম পাড়ার দৃশ্যটা চোখে এখনো ভাসে। বড় মাছের জাল ধরতাম নিচে আমরা আর কেউ গাছে উঠে ডাল ঝাঁকি দিত।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বাচ্চারা এইসব কিছুই দেখবে না , পাবে না। তাই বেশি খারাপ লাগে। জামের বিচি এখানে ওখান ছড়িয়ে ছিটিয়ে থাকতো। একসময় ওই বিচি থেকে চারা হতো। কি মজা!!

১২| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৩০

অরণি বলেছেন: চিন্তা বাদ দিয়ে ভালো ঘুম দিন।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৫৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ঠিকই বলেছেন!

১৩| ০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪২

সোনাগাজী বলেছেন:



ব্লগে ক্যাচাল কি অনেক বেড়ে গেছে?

০৮ ই জুন, ২০২২ রাত ১০:০৬

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ক্যাচাল আগেও ছিল। আমি জড়াতাম না। এখন জড়াচ্ছি। কোথাও কোন সমস্যা হচ্ছে মনে হয়।

১৪| ০৮ ই জুন, ২০২২ রাত ৮:২৫

শায়মা বলেছেন: নেগেটিভ জিনিসের নেগেটিভ এনার্জী থাকে ভাইয়ু!

সেটা ঘুমের মধ্যেও ভর করে মনে রেখো।

তাই সাবধান ফ্রম নেগেটিভ এনার্জী। :)

০৮ ই জুন, ২০২২ রাত ১০:১৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: একদম ঠিক বলেছেন।
মতের বিপরীতে গেলে আর মন্তব্য করবো না।

১৫| ০৮ ই জুন, ২০২২ রাত ১০:২৬

শায়মা বলেছেন: একশোবার করবে।

শুনো যে যা বলে বলুক যা যা করে করুক একমাত্র সময় থাকবে যখন হাতে মানে ধরো তোমার ছুটির দিনে তখনই কেচালে অংশ গ্রহন করবে যেন একটা মজার গেম। কিন্তু নিজের কাজের ক্ষতি করে সময় নষ্ট করে কিছুতেই এই আজগুবি কেচালে অংশ নেওয়া যাবে না। :)

সময় নষ্ট করে কেচালে মন্তব্য করেছো তো মরেছো। যেমন ধরো আমও যাবে ছালাও যাবে। নিজের কাজেরও ক্ষতি আবার কাজ থাকায় মন দিয়ে কেচাল বেচাল না করতে পারায় হেরে যাওয়া। হা হা হা কাজেই যে কোনো জিনিসে জয়লাভের মোক্ষম উপায় সময়।

সকল কাজই মূল্যবান। কাজেই সময় শ্রম না দিলে হেরে যাওয়া আর মন খারাপ হওয়া। :P :P :P

০৮ ই জুন, ২০২২ রাত ১১:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: দূর! আমার আম জাম কলা সোভিয়েত আর কবিতাই ভালো।

১৬| ০৯ ই জুন, ২০২২ ভোর ৬:৪৫

ইমরোজ৭৫ বলেছেন: কত কষ্ট আপনার?

০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কই কষ্ট ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.