নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
চল 'কিছু' একটা করি! কিছুটা কি?
বাবর আলী সুপার মাকের্টের ছাদের সিঁড়িটার উপর বসে সিগারেট টানতে টানতে 'কিছুটা' নিয়ে ভাবি! একটার পর একটা সিগারেট যায়, সাথে বেশী করে দুধ চিনি মিশিয়ে এক আউন্স চায়ের সাথে বাড়ে নিকোটিন, বাড়ে সুগার, বাড়ে আতা চাচার দোকানের বাঁকি... কিন্তু কি অদ্ভুত! বয়স থেমে ছিল।
পড়ন্ত বিকেলে গিটার হাতে বি মাইনর শিখি। টুং টাং শব্দে.. ও গান ওলা! তারপর, ঝাপসা চোখে দেখা এ শহর। মাঝে মাঝে চলে আসতো...কতটা ব্যাথা পেয়ে কেঁদেছি এই আমি কি করে তোমাকে বোঝাই?
বেসুরো আমার গীটার বাজে, বাড়ে টুংটাং শব্দ, বাড়ে সন্ধ্যের কোলাহল, বাড়ে মিঠুর দোকানে ভীড়... কিন্তু কি আশ্চর্য! বয়সটা থেমে ছিলো।
ছাড়পত্র। সাহিত্য পরিষদ। দেয়াল লিখন, রাত জেগে আলপনা। কল্পনার কোন কমতি ছিল না। দুঃস্থদের জন্য খাবার সংগ্রহ, বস্তা বস্তা পুরনো কাপড় আর ঔষধ সংগ্রহের দিনগুলো। বাড়ে হুহু করে বন্যার পানি অথচ বয়সটা থেমে ছিলো।
ছাদের ধারে কাটিয়ে দিয়েছি বয়স, কেটেছে সময়। ফেসবুক ছিলোনা নোটবুকের পৃষ্ঠায় দিস্তা দিস্তা কাগুজে আবেগ।
কুচিকুচি করে ছিঁড়ে উড়িয়ে ছিলাম বাতাসে...
কিছু একটা করবো বলে? আসলে কোন কিছুই হলো না!
চুল বেড়েছিলো, দাঁড়ি বেড়েছিলো, বেড়েছিলো বাংলা ফাইভের দাম, দশ টাকায় মিলতো তিনটা, প্রতি শলাকায় ৫০ পয়সা বেড়েছিলো... সেই সাথে বেড়েছিলো বয়স! টেরই পায়নি..
১৩ ই জুন, ২০২২ দুপুর ১:০৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: "তবু যখন হয়ে যাবে সব সাদা
সাদা চাদর, সাদা ফুল, সাদা খই
তখন অন্য কোনো ঘরে, অন্য পাড়ায়
জানি আছে কারও হাতে রঙ পেনসিল ! "
গানটা শুনেছেন ?
২| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১:১৪
শূন্য সারমর্ম বলেছেন:
পড়তে ভালো লেগেছে,নিজের সাথেও মিলেছে।
১৩ ই জুন, ২০২২ দুপুর ১:৩৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: মধ্যবিত্ত সেন্টিমেন্টাল !! মিলতেই পারে।
সেই সাথে বয়স বাড়ার আক্ষেপ। সবারই তো থাকে।
পড়তে ভালো লেগেছে - শুনলে ভালো লাগে।
৩| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১:২৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ছবিটি কি ফেবুতে দেখেছি ছবির লোকেশন কোথায়?
১৩ ই জুন, ২০২২ দুপুর ১:৩১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ফেসবুকে দিয়েছিলাম কিনা মনে করতে পারছিনা , তবে দেখতেও পারেন । লোকেশন ভেড়ামারা পৌরসভার পেছনের দেয়াল। আমাদের আড্ডার একটা জায়গা ছিল।
৪| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১:৩৫
মোহাম্মদ গোফরান বলেছেন: ছবিটি যিনি তুলসেন উনার ছবি তুলার হাত ভাল।
১৩ ই জুন, ২০২২ দুপুর ১:৪৫
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ও আসলে ছবি তোলে না। ২০১০ সালের ছবি। সকাল বেলার ছবি। বিকালে পদ্মাপাড়ে যাওয়ার আলোচনা চলেছে। সেই মুহূর্তে এক ফাঁকে তুলেছে।
ধন্যবাদ ভাই।
৫| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১:৫৫
দেয়ালিকা বিপাশা বলেছেন: প্রাণবন্ত একটি ছবির সাথে প্রাণবন্ত লেখা। মুহুর্তেই যেন হারিয়ে গিয়েছিলাম অনুভূতির জগতে।
পোস্টে ভালোলাগা ++
- দেয়ালিকা বিপাশা
১৩ ই জুন, ২০২২ দুপুর ২:৩৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখা আর ছবি আপনার অনুভূতি জাগাতে পেড়েছে জেনে খুশি হলাম । পোস্টদাতা সবসময় এমন কিছুই কামনা করে। ভালো থাকবেন দেয়ালিকা। ধন্যবাদ জানবেন
৬| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৮
অনন্য দায়িত্বশীল বলেছেন: আপনি ভেড়ামারা লোক?
১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৫২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছবির কাউকে চিনেছেন ?
৭| ১৫ ই জুন, ২০২২ সকাল ১১:১৮
ফয়সাল রকি বলেছেন: আমাদের সময় মোবাইল ছিল না, ক্যামেরা ছিল দুষ্প্রাপ্য! ছবিটা তুলে রাখার সুযোগ হয়নি। তবে দেয়াল পত্রিকা, লিটিল ম্যাগ আর আড্ডাবাজিতে একইরকম ছিলাম বোধহয়।
১৬ ই জুন, ২০২২ রাত ৩:০০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ছবিটা বেশি আগের না। ২০১০ সালের। তখন ক্যামেরা সহজলভ্য। পোষ্টের সময়গুলোতে ক্যামেরার বালাই ছিল না। হুট করে ছবি তূলতে হবে এমন বালাই ছিল না। তাই অনেক ছবি শুধু মেমোরি সেলে জমা আছে। ওখানেই ভালো আছে ।
আপনার আড্ডাবাজি নিশ্চয়ই এমনই ছিল।
©somewhere in net ltd.
১| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১:০১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বয়স বাড়তে বাড়তে একদিন সব ধুসর হয়ে যাবে।