নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
সূত্র:
আমরা একটা সাইকেল কিনেছি। গভীর রাতে সাইকেলে করে দুজন ঘুরে বেড়াই। সফিক প্যাডেল করে, আমি বসে থাকি পেছনের ক্যারিয়ারে। মাঝে মাঝে রূপাদের বাড়ির সামনে থামি। বাড়ি তালাবন্ধ। অনেকদিন ধরেই নোটিশ ঝুলছে, বাড়ি বিক্রয় হইবে। নোটিশটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার সাইকেলে চড়ে বসি। আমাদের মধ্যে কথাবার্তা তেমন হয় না। নীরবতা অসহ্য বোধ হলে সফিক টুনটুন করে ঘণ্টা বাজায়। আমি বিরক্ত হয়ে বলি, আহ থামা তো। সফিক ঘণ্টা বাজানো বন্ধ করে। মাঝে মাঝে চাঁদনী রাতে আমরা শহর ছেড়ে দূরে চলে যাই। রাস্তা ফাঁকা থাকলে সফিক সাইকেল চালায় ঝড়ের বেগে। জোছনা দেখতে দেখতে আমরা এগিয়ে যাই … আমি চাপা গলায় বলি–আরো তাড়াতাড়ি প্যাডেল কর, আরো দ্রুত। সুফিক হাঁপাতে হাঁপাতে প্যাডেল করে, পেছনে পড়ে থাকে চাঁদের আলোয় ঢাকা আশ্চর্য শহর।
----- পাখি আমার একলা পাখি (হুমায়ূন আহমেদ)
আমি, আমার বন্ধু আর বাইসাইকেল
বন্ধু,
অনেকদিন তোর হাত ধরে হাঁটা হয়না
তোর বাইসাইকেলের পিছে বসে ইংরেজি প্রাইভেটে গিয়েছি,
সেতো অনেক আগের কথা!
তোর বাইসাইকেলের অবশিষ্ট বলে আর কিছু নেই আজ।
শুধু স্বপ্নে দেখা পাই মাঝে মধ্যে!
বন্ধু,
অনেকদিন তোর পাশাপাশি হাঁটি না!
তোর দেয়া কবিতার খাতার অধিকাংশ পৃষ্ঠা,
আজো ফাঁকা পরে আছে!
কিন্তু তুই একদিন বলেছিলি,
আমি নাকি পৃথিবীর সবচে আধুনিক কবি,
আমার নাকি পঞ্চাশ বছর পরে জন্মানোর কথা ছিল।
হা হা হা...বন্ধু আমি এখনো হাসি!
আমি জানি, আমার সস্তা লেখা গুলো
কাগজের দরেও বিক্রি হবে না কোনদিন!
ফুটপাতে পড়ে থাকা আধাপেটা মানুষ গুলো মাথা তুলে দাঁড়াবে না!
সবার ঘরে তিনবেলা ঊনুন জ্বলবে না কোনদিন।
যুবতীর জীর্ণ শরীরে সাথে সাথে ছিঁড়ে যাবে
অনেকদিন আগেকার পুরনো ব্লাউজ!
গ্রাম দেশে শুকনো পাতায়
যে আগুন জ্বলনোর কথা ছিলো
তা আজো জ্বালাতে পারিনি!
শুধু নিজেই জ্বলেছি
পুড়েছি
ক্ষয়েছি, কিন্তু
পোড়া মাটি হতে পারিনি!
বন্ধু,
তোর সাইকেলের টুং টাং শব্দে
ঘুম ভেঙ্গে যায় মাঝ রাতে।
আমি জেগে থাকি, টুং টাং শব্দ অনেকদূরে মিলিয়ে যায়
শুধু আমার টাটকা স্মৃতি গুলো পরে থাকে।
বন্ধু,
আমার আর ধান ক্ষেতে একা একা হাঁটা হয় না!
শুধু ভয় হয়, হাত ধরার কেউ থাকে না।
লাশ দেখি, শুধু লাশ
ধান ক্ষেতে পড়ে থাকা
জমাট বাধা রক্ত আর লাশ!
বন্ধু,
তিলে তিলে গড়া যে
মানবিক বোধ, নিকোটিনের মতো জমিয়ে রেখেছি এতোদিন।
আমি জানি, আমার ঝাঁকড়া চুলে
মাতম তুলবে একদিন...দেখিস !
আমি শুধু সেইদিনের অপেক্ষায় আছি।
শুধু বন্ধু, শুধু
দাড়ি, কমা, সেমিকোলনের
মানে জানা হয়ে ওঠেনি এখনো!
--------------------------------------------
বহুদিন হয়ে গেছে কলম থেকে গেছে। কবিতা লেখার টুকটাক অভ্যাসটা নষ্ট হয়ে গেছে। শৈশব কিংবা স্মৃতিচারণ জমে না লেখায়। মাথায় আর কোন কিছুই আসেনা। পুরোনো লেখা গুলো রিপোস্ট করছি। পড়ছি।
ব্লগে প্রকাশ :
১০ ই জানুয়ারি, ২০১২ দুপুর ১:২৫
ছবি: শ্রদ্ধেয় ব্লগার ঠাকুর মাহমুদ
৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ২:২৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনার তো সাইকেল আছে। চাইলেই পারবেন।
২| ৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:০৩
শূন্য সারমর্ম বলেছেন:
নিকোটিনে জমিয়ে রাখা মানবিকবোধ'সাইকেলের বেলের শব্দে গভীর রাতে জোসনার পানে ফিরে যায়,খানিকক্ষণ পর ফিরে ফিরে তাকায়।
৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:১৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ভেবে নেয়া যায়....
৩| ৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩২
জুল ভার্ন বলেছেন: একদা আমিও সাইকেল চালাতাম। রেলী ব্রান্ড।
৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমার একটা ইন্ডিয়ান সাইকেল ছিল।
৪| ৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৩৯
সোনাগাজী বলেছেন:
কবিতা না'লেখাই ভালো, অনেক কথা অন্যেরা জেনে যায়।
৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আমার সব কথাই তো লিখে ফেলি। এটা ঠিক না। তাই অনেক কিছু লেখাই বাদ দিয়েছি।
৫| ৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৩:৫৭
সোনাগাজী বলেছেন:
আপনি এরোপ্লেন চালতেন, এই ধরণের একটা পোষ্ট দিয়েন।
৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ছোটবেলায় বৈমানিক আর নভোচারী হতে চেয়েছিলাম। একদিন বললো।
৬| ৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৩৫
মনিরা সুলতানা বলেছেন: রিপোষ্ট লেখায় ভালোলাগা।
ছবি টা অন্যরকম আবেদন রাখে ! সুন্দর।
৩০ শে নভেম্বর, ২০২২ বিকাল ৪:৪২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ধন্যবাদ মনিরাপু। আগেও লেখাতেও আপনার মন্তব্য আছে হয়তো।
৭| ৩০ শে নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: স্মৃতি ও আবেগের দারুন বহিঃপ্রকাশ।
০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভাই ।
৮| ৩০ শে নভেম্বর, ২০২২ রাত ৮:১৭
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: শেষ স্তবক পড়ে আমি স্থবির হয়ে গেছি !!!
০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৪৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শেষ স্তবক টা আগে লেখা হয়েছিল ।
অনেক ধন্যবাদ আপনাকে।
৯| ৩০ শে নভেম্বর, ২০২২ রাত ১১:৩৫
নেওয়াজ আলি বলেছেন: খুব ভালো লাগলো । রূপকের আড়ালে জীবনের ছবি।
০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ৯:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই । মন্তব্য অনুপ্রেরণাদায়ক।
১০| ০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ৮:৪৮
শেরজা তপন বলেছেন: কাল পড়ে মন্তব্যও করেছিলাম- কিন্তু কেন সেটা উধাও হয়ে গেল বুঝলাম না!
০১ লা ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০২
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি কিন্তু আপনার কোন মন্তব্য পায়নি। কাল সন্ধ্যা পর্যন্ত মনিরা আপার মন্তব্য পেয়েছিলাম। আপনার সেই মন্তব্যটা পেতে ইচ্ছা হচ্ছে।
১১| ০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৬
রাজীব নুর বলেছেন: পাখি আমার একলা পাখি বইটা পড়েছি। বইটা পড়ার পর বুকের মধ্যে এক আকাশ হাহাকার এসে জমা হয়।
কবিতা ভালো হয়েছে। সবচেয়ে বড় কথা কবিতায় আবেগ প্রকাশ পেয়েছে।
০১ লা ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি সাইকেলে প্যাডেল মারবেন আর আমি পিছনে বসে থাকবো। এই শহরের কোন এক অচেনা রাতে.....
১২| ০২ রা ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৩৭
নীলসাধু বলেছেন: বইটি আমার পড়া। পোষ্টে দেখে ভালো লাগলো।
সেই ভাবে র লেখাটি ভাল লাগলো।
যারা লেখালিখি করেছে এবং একতা সময়ে তারপর আর লিখে না তারা এক অর্থে দুর্ভাগা খুব। সে আর সেই কথাগুলো শব্দগুলোর সাথে সময় কাটাতে পারছে না। কত শব্দ উড়ে যায় কতো কথা মৌমাছির মতন গুনগুণ করে যায় তা আর লেখায় ধরে রাখি না এটা অপরাধ।
০৩ রা ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:৩৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
পাঠ এবং মন্তব্যে ধন্যবাদ নীল সাধুজী।
কত শব্দ উড়ে যায় কতো কথা মৌমাছির মতন গুনগুণ করে যায় তা আর লেখায় ধরে রাখি না এটা অপরাধ।
আমার কাছেও অপরাধ বলেই মনে হয়।
©somewhere in net ltd.
১| ৩০ শে নভেম্বর, ২০২২ দুপুর ১:৫৯
অপু তানভীর বলেছেন: পাখি আমার একলা পাখি বইটা একেবারে প্রথম জীবনে পড়া একটা বই । তখন ক্লাস নাইনে পড়ি সম্ভবত । সবে মাত্রই হুমায়ূন শুরু করেছি তখন । এই বইটার শেষ টুকু পড়ে কী যেন মনে হয়েছিলো তখন। বারবার মনে হচ্ছিলো এরপর কী হল? কী হবে?
সাইকেল নিয়ে রাতে ঢাকা রাস্তায় আমার মাঝে মাঝে বেশ ঘুরে বেড়াতে ইচ্ছে করে । গভীর রাতে !
কবিতা সম্পর্কে কিছু বললাম না । কবিতা আমি পড়ি না বললেই চলে !