নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি \'স্মৃতিকাতরতা \' নামক ভীষণ এক রোগগ্রস্ত, সেই সাথে বিষাদগ্রস্থ মানুষ। আমার চিকিৎসার প্রয়োজন।

স্বপ্নবাজ সৌরভ

আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......

স্বপ্নবাজ সৌরভ › বিস্তারিত পোস্টঃ

আজ সারাদিন ব্লগে সময় কাটাচ্ছি ...

২৬ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:৪০





৮ টা ৪৫ মিনিটে অফিসের পিসি অন করছি। অন করেই সামুতে। আউটলুক চেক করলাম। হাতে গোনা কয়েকটি মেইল। বায়ারের তরফ থেকে বিশেষ কোন মেইল নেই। দুবাই থেকে হোটেল বুকিংয়ের একটা মেইল দেখলাম। ৩১৯৫ ডলার জন প্রতি। ভেবে দেখলাম এতো টাকা আমার কাছে নেই।
মেইল দাতা ভুল জায়গাতে নক করেছে। কি আর করা , জাঙ্কে রেখে দিলাম।

ডলার আজ ১০৫ টাকা করে যাচ্ছে। তিনলাখ পঁয়ত্রিশ হাজার চারশো পঁচাত্তর টাকা কমাতে আমার কত বছর লাগবে হিসেবে করতে ইচ্ছা করছে না। যেদিন টাকা হবে সেদিন দুবাইয়ে রুম ভাড়া করবো সেটাও ভাবছি না।

আজ অফিস অনেক ফাঁকা। অনেকেই ছুটিতে। আমার অনেক প্রেশার নেই। কেমন একটা ঝিঁমুনি চলে এসেছে। চা খেলাম কাজ হলো না। আমাদের অফিসে চা দেয় চিনি ছাড়া। অফিসে চিনি নিষিদ্ধ। আমি আলাদা বয়ামে চিনি রাখি। চা দিতে দিতে রাজ্জাক বললো , স্যার বিপিএলের টিকিট দিবেন না ?
মাঝে মাঝে আমার কাছে টিকেট আসে। এর আগে দুইবার দিয়েছি তাই আমার কাছে পাবে আশা করে।
আমি বললাম , খেলা কবে ?
বলল , ৬ তারিখে শুরু।
আমি বললাম , আচ্ছা। হাতে পেলে জানাবো।
রাজ্জাক বললো , স্যার চায়ে চিনি দিসি।
চায়ে চুমুক দিয়ে দেখলাম চিনি ঠিক আছে। চিনি না দিলেও টিকেট দিতাম। রাজ্জাক সেটা জানে।

চা খেয়েও ঝিমুনি যাচ্ছে না। রাজীব নূরের 'নীলা গাঁজা খায়' এফেক্ট কিনা কে জানে। রাজীব নূরের কি হয়েছে বুঝলাম না। সেদিন ব্যান্ডি আজ গাঁজা ! তবে ব্যান্ডি থেকে সরাসরি গাঁজাতে নামা ঠিক হয়নি। রাজীব নূর কে বলা দরকার ছিল , বলিনি।



দুপুরে মাছ দিয়ে ভাত খেলাম। ভাত খেতে খেতে একদিন দৌড় দিয়েছিলাম। সাইরেন বেজে উঠেছিল। বিপদ ঘন্টা। নয়তলা থেকে নিচে নামতে হবে। লিফ্ট বন্ধ, সবাই আতঙ্কিত হয়ে নিচে নামছে। হুড়াহুড়ি করছে। আমি ধীরে নামতে বলেও নিজেই আতঙ্কিত। চোখের সামনে সাদা ভাত ভেসে উঠলো। গরম ভাত। ধোঁয়া উড়ছে। ছোটবেলায় ঘি দিয়ে খেতাম। মনে হলো সেই ভাত আর খাওয়া হবে না। আমরা সম্ভবত মারা পড়ছি। আমার মত অনেকেই খাবার খেতে খেতে উঠে এসেছে। মোটা চালের ভাত , আলু ভর্তা , বেগুনের ঝোল , শুকনা মরিচ ভর্তা। আর কি খেতে পারবে জীবনে ?
নিচে নেমে দেখলাম অনেকেই কাঁদছে। বেঁচে থাকতে পেরেছে বলে কাঁদছে , মারা যায়নি বলে কাঁদছে। বেঁচে থাকায় অনেক আনন্দ।

গার্মেন্টস শ্রমিকদের জীবনে আনন্দ খুব একটা আসেনা। আনন্দ দেখা যায় দুই ঈদে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার আনন্দ।
ছুটির দিন সকালে ভাড়া করা বাস দাঁড়িয়ে থাকে নিচে। আর ওপরে সাঁজ সাঁজ রব। সবাই সেজে কাজে আসে। ছেলেরা পাঞ্জাবি , একই রকম শার্ট। মেয়েরা শাড়ি পরে , খোঁপায় ফুল গোঁজে , মেশিনে ফুল লাগিয়ে রাখে। খালারা দামি(!) শাড়ি পরে সেজে ঘুরে বেড়ায়। সেদিন লাইনচিফ, পিএমদের গলার স্বর নরম থাকে।
এরমধ্যে অনেকে আবার প্রেমিক প্রেমিকা। তাদের মধ্যে বিচ্ছেদের বিষাদ। অনেকদিন দেখা হবে না। ঈদের দিন দেখা হবে না। মনের ভেতর আনচান করে। তাই ঈদের ড্রেস পরে আসে অনেকে।
আমি এগুলো দেখি । দেখতে ভালো লাগে। চোখ ঝাপসাও হয়।

কিউসি সুপারভাইজার একদিন বলেছিলো , "স্যার এতো নরম হলে গার্মেন্টসে টেকা মুশকিল। আপনি বেশি নরম।"
আমি কিছু বলি না। মনে মনে হাসি। হাসতে ভালো লাগে। বেঁচে থাকতে ভালো লাগে। বেঁচে থাকায় ভীষণ আনন্দ।
আমার আব্বা একদিন বলেছিলেন, আনন্দ করো। কিন্তু সেই আনন্দ যেন কারো দীর্ঘশ্বাসের কারণ না হয়। মানুষের দীর্ঘশ্বাস ভয়াবহ।







মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:১৪

রবিন.হুড বলেছেন: আনন্দ করুন অপরের ক্ষতি না করে

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হ্যাঁ , ঠিক তাই হওয়া উচিত।

২| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

সোনাগাজী বলেছেন:



যেসব নারী প্রোডাকশানে কাজ করে, ওদের গড় মাসিক বেতন কত? আপনি যেই কোম্পানীতে আছেন, সেখানে সব মিলে কত মানুষ চাকুরী করেন? কোম্পানীর রেভেনিউ কি পারিমাণ?

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ইপিজেড ফ্যাক্টরি গুলোর সেলারি বলবো না। ওদের হিসেব আলাদা। সুযোগ সুবিধা আলাদা।
ইপিজেডের বাইরে ১৫ হাজার ধরা যেতে পারে। ওদের বেতন প্রথম সপ্তাহেই দেয়া হয়।

এটুকুই বললাম আপাতত।


৩| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: @সোনাগাজী আপনি বরং ওনার কোম্পানির পুরো ব্যালেন্স শিট দেখুন , তাহলেই তো হয় । ব্লগে কেউ এভাবে নিজের অফিসের কথা বলে ? তাছাড়া আরেকটা ব্যাপার আছে আপনি যেহেতু সরাসরি অফিসের হিসাব তথ্যের কোন ব্যবহারকারী নন তাই ওনার জানানোটাও ঠিক হবে না , এটি কার্যালয় নৈতিকতার বিরোধী !!

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

উনি অনেক জানতে চান। আগ্রহ দেখান।
আমি আমার তরফ থেকে ইনফো দিয়েছি।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৩

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার বাবার কথাটাই ঠিক ! শতভাগ ঠিক !!

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
হমম। আব্বা ঠিক বলেছিলেন।

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৩৪

সোনাগাজী বলেছেন:


@নিবর্হণ নির্ঘোষ,
আপনার মন্তব্যটা ( ৩ নং মন্তব্য ) আপনার ভাবনাচিন্তার ফসল; আমার ধারণা, আপনি সঠিক ও সৎভাবে ভাবতে পারেন না।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

কিঞ্চিৎ ভুল বোঝাবুঝি হয়েছে। দুই পক্ষই ঠিক আছেন।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৮:৫৯

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আমি সৎভাবেই ভাবছি , এবং আমার মন্তব্যে আমার ভাবনাচিন্তার প্রতিফলন হলেও এতে কোন অসংগতি নেই যে আপনি মনে করতে পা্রেন আমি সৎভাবে ভাবতে পারিনা । আপনি নিজে আগে জেনে নিন একজন কর্মচারীর কতটুকু সীমাবদ্ধতা থাকে , আপনি তো পশ্চিমা দেশের মানুষ আপনি এটা না জানলে কী করে হয় ? আপনি তো বাঙালীদের থেকেও অনেক বুদ্ধিমান ও মার্জিত , আপনার এই বোধটুকুও নেই ? আসলে আমার মনে হয় আপনি যে পশ্চিমা বড়াই করেন তার ছিঁটেফঁটাও আপনি নন । যাইহোক , দেখুন হয়তো স্বপ্নবাজ সৌরভ আপনাকে জানাতে পারে , আপনি যা জানতে চান !!

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪১

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: কিঞ্চিৎ ভুল বোঝাবুঝি হয়েছে। দুই পক্ষই ঠিক আছেন।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: মাঝখানে কয়েকদিন ব্লগে একটুও আসতে মনে চায় নাই কেন এমন হয়েছে কে জানে ।অথচ আমি নিয়মিত ব্লগে আসি, পরি, মন্তব্য করি। ব্লগার কমে যাওয়ার এটাও একটা নতুন কারণ ব্লগ আর মন টানে না।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪৩

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ব্লগে থাকুন ভাই। আপনারা ছিলেন বলেই আমিও ছিলাম।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৩

ইসিয়াক বলেছেন:







অফিসে চিনি নিষিদ্ধ কেন?

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১১:৪২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:

চিনি স্বাস্থ্যের জন্য হানিকারক !!

৯| ২৬ শে ডিসেম্বর, ২০২২ রাত ৯:৩৯

নেওয়াজ আলি বলেছেন: আপনার বাবা সঠিক কথা বলেছেন। আনন্দ করো কারো ক্ষতি করো না একজন ভালো মানুষের মনোভাব

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৪

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
যথার্থ। মন্তব্যে ধন্যবাদ ভাই।

১০| ২৭ শে ডিসেম্বর, ২০২২ রাত ১২:২২

রাজীব নুর বলেছেন: সাদা চিনি না খাওয়াই উত্তম।
অবশ্য চায়ে চিনি না থাকলে সেই চা খাওয়া বৃথা।

এত সকালে অফিসে যেতে হয়? তাহলে ঘুম থেকে উঠতে হয় কয়টায়?
রাজ্জাক কি বিয়ে সাদী করেছে?

ব্র্যান্ডি বা গাঁজা নিয়ে লিখলেও আমি মানুষটা খারাপ না। সিগারেট ছাড়া দুনিয়াতে আমার আর কোনো বাজে নেশা নাই। আমি একজন সাংসারিক মানুষ।

২৭ শে ডিসেম্বর, ২০২২ সকাল ১০:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
চিনি ছাড়া চা খাওয়ার কোন মানে হয়না।
তবে আমি দুধ চা খায়না। খাওয়ার সাথে সাথেই ব্রেনসেল জানান দেয় চা এর সাথে সিগারেটের মাদকতা। সমস্যা হয়। সিগারেট ছেড়েছি ২০১৪তে , তারপরেও সমস্যা হয়।

রাজ্জাকের বয়স ২৭ ওর ১০ বছরের একটা মেয়ে আছে।

ব্যান্ডি /গাঁজার ব্যাপারটা মজা করে বলেছি। বুঝতে পারতেছেন দেখা ভালো লাগলো। সিগারেট ছাড়ার দরকার নাই।

১১| ২৭ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ২:০৭

রাজীব নুর বলেছেন: আমার পছন্দ দুধ চা। সারাদিনে তিন কাপ চা খাই।(আগে আরো বেশি খেতাম, এখন কমিয়ে দিয়েছি।) তবে কোনো মেয়ে যদি ভালোবেসে রঙ চা দেয় হাসি মুখে খেয়ে ফেলি।
আমি সিগারেট আজও ছাড়তে পারি নাই। এজন্য নিজের উপর নিজের রাগ হয়।

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৩:১২

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আমি একসময় দুধ চা খেতাম ৬/৭ কাপ। কফি খেতাম ১ মগ। সিগারেট ১.৫ থেকে ২ প্যাকেট।
এখন মাসে ১ কাপ দুধ চা আর কফি খাই আর রেগুলার দুই কাপ লাল চা।


সিগারেট আমি হুট্ করেই ছেড়েছি। ছেড়ে আব্বাকে জানিয়েছি। সিগারেট ছাড়ার পর একটু সমস্যা হতে ছিল। আব্বা তার ডাক্তার ছাত্রদের মাধ্যমে আমাকে সাহায্য করেছিল। এরপর আর ধরতে ইচ্ছা হয়নি।

১২| ২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৪:৫৫

মোহামমদ কামরুজজামান বলেছেন: হাঃ হাঃ হাঃ ভাই , হাচা :(( কতা।

বিপদে পড়লে বা যখনই কোন সমস্যা আসে জীবনে যখন মনে আর আর আশা নেই জীবনের তখনই খাওয়ার চিন্তাই প্রথমে মাথায় আসে আমারও। মনে হয়, আর কি খাওয়া হবেনা - মাতৃভান্ডারের রসমালাই, গরম গরম জিলাপী কিংবা বৃষ্টির দিনে বিকাল বেলা বেগুনি-আলুর চপ-পেয়াজু বা গরম ভাতের সাথে লাল মরিচের চেপাশুটকির ভর্তা।

আমরা মানুষ এমন কেন ভাইজান, কইনচেন দেহি?

বিদ্যালয় শেষে আমারও জীবনের আনুষ্ঠানিক চাকুরীর শুরু হয়েছিল সাভার ইপিজেডে " দাদা "- য় । যদিও কাজের চমতকার পরিবেশের সাথে মজুরীও খারাপ ছিলনা তয় মানিয়ে নিতে না পেরে ছেড়ে বেঁচে :(( কেঁদে মরছি এখন।

২৭ শে ডিসেম্বর, ২০২২ বিকাল ৫:০০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনারো সম্ভবত মনটা নরম। টিকতে পারলেন না , আবার শুঁটকি ভর্তার জন্য মন কাঁদে।

কি আর বললো। এইটাই ঘটনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.