নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাবো .......
ছবি : আমার ডেস্কটপ
আজ অফিসে কার্ড পাঞ্চ করলাম ৯টা ৫৭ তে। মানে ৫২ মিনিট লেট। ৫ দিন লেট হলে একদিনের সেলারি কাটা যাবে।
এটাই নিয়ম।কিন্তু আজ অফিসে ঢোকার কথা ছিল ৯ টার আগে।
আজ শনিবার। বাসে উঠেছিলাম নিউমার্কেট। রাস্তা তুলনামূলক ফাঁকা। কলাবাগান , ধানমন্ডি ২৭ কোথাও জ্যাম নেই। একটানে বিজয় স্মরণী আর পর মহাখালী ফ্লাই ওভার। ফ্রাই ওভার থেকে নেমে চেয়ারম্যান বাড়িতে বাঁধলো বিপত্তি। ঘড়িতে ৮ টা ২০ বাজে। গাড়ি থমকে দাঁড়ালো। চাকা বন্ধ। চেয়ারম্যান বাড়িতে কখনই জ্যাম পরে না। কারণ কি ?
ভিআইপি যাবে ? প্রধানমন্ত্রী তো ক্যান্টম্যান্টের রাস্তা ব্যাপার করে।
শোনা গেল , সৈনিক ক্লাবের সামনে বাস এক্সিডেন্ট করেছে। ক্যান্টনম্যান্ট দিয়ে যাতায়াত করা ট্রাস্ট পরিবহন একজন মহিলা গার্মেন্টস কর্মীকে ধাক্কা দিয়েছে। সেটা নিয়ে বিক্ষোভ চলেছে। রাস্তা অবরোধ।
মোটামুটি ১ ঘন্টা বাসে বসা। অফিসের টেনশন , কাজের টেনশন। দেরি করে অফিসে ঢুকলে কেমন যেন অস্বস্তি লাগে।
আমি অফিস পিসি অন করে সর্ব প্রথম ওয়াউটলুক ওপেন করি সেইসাথে ওপেন করি সামহোয়্যার ইন ব্লগ। আউটলুকের মেইল গুলো চেক করি। গুরুত্বপূর্ণ মেইলে তাৎক্ষণিক রিপ্লাই দেই। মেইল অনুযায়ী পদক্ষেপ নিই। মূলতঃ অফিসে আমার কার্যক্রম শুরু হয় মেইল চেকের মাধ্যমে।
একজন মার্চেন্ডাইজারের হিসেবে গার্মেন্টসের অর্ডার নেওয়া থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত যাবতীয় কাজের 'সঠিক সমন্বয়' করতে হয় । আবার বলছি সঠিক সমন্বয় করতে হয়।
আরো ভালোভাবে বলতে গেলে একজন মার্চেন্ডাইজারকে বায়ার, সাপ্লায়ার, স্যাম্পল টিম, ক্যাড টিম, ডিজাইন টিম, এক্সপোর্ট ও ইমপোর্ট সার্ভিস , সিএনএফ সার্ভিস , কমার্শিয়াল টিম, প্রোডাকশন টিম, টেস্টিং ল্যাব, ফিনিশিং টিম, আই.ই.টিম, স্টোর ডিপার্টমেন্ট, ওয়াশিং ডিপার্টমেন্ট, কিউসি সহ সবার সাথে সঠিক সমন্বয়ের মাধ্যমে কাজ উদ্ধার করতে হয়।
এইতো গেল শুধু মাত্র সমন্বয়ের কাজ। এর বাইরেও ইনকোয়ারি শিট , প্রিকস্টিং , কস্টিং, সোর্সিং , বুকিং , ইনফরমেশন ডিটেলস শিট , প্যাকিং লিস্ট সহ খুঁটিনাটি গুরুত্বপূর্ণ কাজ নিয়মিত করতে হয়।
এরমধ্যে মালিক কিংবা উচ্চপদস্থ কর্মকর্তাদের ডাকে দিনের ভেতর দশবার তাঁদের রুমে দর্শন দেয়া , জবাবদিহি করা ইত্যাদি তো আছেই।
আমাদের নিজস্ব পাঁচটা ফ্যাক্টরি আছে। এদের মধ্যে ৩টা ফ্যাক্টরিতে আমার কাজ চলে। সেই সুবাদে সাভার ইপিজেড আর গাজীপুরে মাঝে মধ্যেই ছুটতে হয়। আমার চাকুরী মূলত ডেস্ক বেইজ হলেও মাথাটা এখানে ওখানে ছুটে বেড়ায়। ডেস্কে যতক্ষন থাকি ততক্ষন কাজের ফাঁকে সামুতে চোখ বোলাই । সামুর ট্যাব সব সময় খোলা থাকে।
আমাদের লাঞ্চ টাইম ১টা থেকে ২টা পর্যন্ত। এর মধ্যেই নামাজ আর খাওয়া সেরে নিই দ্রুত। কাজের প্রেশার বেশি থাকলে লাঞ্চের সময় ঠিক থাকে না। মার্চেন্ডাইজারা টাইমলি অফিসে আসে ঠিকই কিন্তু খাওয়ার আর যাওয়ার টাইমের কোন ঠিক থাকে না। যেদিন গুরুত্বপূর্ণ ইন্সপেকশন / শিপমেন্ট থাকে সেদিন রাত করে বাড়ি ফিরতে হয়। তবে আমার চেয়ে অনেকেই অনেক বেশি প্রেশার নিয়ে কাজ করে থাকে। অন্যান্য জায়গাতে মার্চেন্ডাইজারের প্রেসার আরো বেশি।
আমি সামুর প্রতি আসক্ত। সামু কোন নেশা হয়তো আমার কাছে। আমি সামুর একজন নিবেদিত ব্লগার বলেই মনে করি। অফিসে আমার অফুরন্ত সময় নাই সামুকে দেয়ার। যেসময় টুকু অন্যরা কাজ শেষ করে অন্য ডেস্কে সময় দেয় , সেই সময় আমি সামুর খোলা ট্যাবে দিয়ে থাকি। সুযোগ পেলেই অনেকেই দিনের মধ্যে দুইবার নিচে যায়। অফিস রুলসে কিছুটা শিথিলতা আছে। সামান্য সময়ের জন্য অফিসের বাইরে যাতে পারবে। আমাদের অফিসে কোনো স্মোকিং জোন নেই। তাই অনেকেই এই সুযোগটাকে কাজে লাগায়। রেজিস্টর খাতায় রেজিট্রি করে বের হতে হয়। আউট টাইম আর ইন টাইম পরে চেক করে অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন।
খুব প্রয়োজন ছাড়া আমি বাইরে যায় না। সেই সুযোগে আমি সামুতে ঢুকি। অল্প অল্প লিখি। পড়ি অনেক কিন্তু কম মন্তব্য করি। কারণ সুযোগ থাকে কম। সুযোগ বুঝে লিখি। সামুর বেশির ভাগ লেখাই আমার 'কর্পোরেট ডেস্ক থেকে' !
শুক্রবারে আমি সামুতে এক্টিভ থাকি না। ছুটিরদিন গুলো আমার স্পেশাল। ঐদিন গুলো আমার ছেলে আর পরিবারের জন্য। তাই ঐদিনগুলোতে পোস্ট আর কমেন্ট করা হয় না। তবে পড়ি ঠিকই।
অফিসের ব্যস্ততা আমার ব্লগিংয়ের বাঁধা হতে পারিনি। চাকুরীজীবীদের ব্লগিংয়ের এছাড়া আর কোন উপায় নেই। অন্তত আমার কাছে নেই। আমি এভাবেই ব্লগিংয়ে অভ্যস্ত হয়ে পড়েছি। এটাই আমার কাছে স্বভাবিক মনে হয়েছে।
আমি অফিসের কাজে ফাঁকি দেই না। অফিসকে আগাম না জানিয়ে ছুটি কাটালে ওই ছুটির জন্য আমি এপ্লিকেশন করি না , ইচ্ছা হয় না। অফিস আমার দ্বারা কোন ক্ষতির সম্মুখীন হয়নি।
মাঝে মাঝে দশতলা অফিসের শার্সিতে দাঁড়ালেই হলুদ রোদ ঝলকানি দেয় চোখে। পড়ন্ত বিকেলের হলুদ রোদ। সেই চোখ ধাঁধানো হলুদ রোদে খুঁজে ফিরি কবেকার হারিয়ে যাওয়া মালাইয়ালা, রাশিয়ান শৈশব , পুঁটিমাছ ধরা বড়শি কিংবা ইমরান খান লেখা ক্রিকেট ব্যাট। খুব ইচ্ছে হয় দুহাত প্রসারিত করে রেললাইন ধরে হেঁটে যায় দূর থেকে দূরে। ভাবতে ভাবতে ফিরে আসি ডেস্কে। অনেক কাজ বাকি আছে। আমার সামনে নিরেট অনুভূতিহীন কম্পিউটার। চোখ রাখি হলুদ ডেস্কটপ ব্যাকগ্রউন্ডে, কেমন জানি ঝাপসা লাগে । নিজেকে কাঠঠোকরা মনে হয়। কাজে নিমগ্ন কর্পোরেট কাঠঠোকরা।
ছুটির ঘন্টাটা শুরু হলে বুকের মধ্যে আনচান করে। । বাসায় ফিরবো। ছেলে অপেক্ষা করছে। বড় হয়েছি অনেক আগে - তবুও "ছুটি" ,"ফেরা "এই শব্দ গুলোতে আজও মন আনচান করে । কিবোর্ডে আঙ্গুল রাখি । বিক্ষিপ্ত অনুভূতি গুলো সংকলিত করি গুটি গুটি অক্ষরে । এটাই আমার ব্লগিং ! হয়তো কর্পোরেট কাঠঠোকরারো নিজস্ব একটা জগত আছে । সেই কর্পোরেট ডেস্ক থেকে কাঠঠোকরারা ব্লগিং করে।
---------------------------
কর্পোরেট ডেস্ক থেকে
স্বপ্নবাজ সৌরভ
০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:১৬
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
ডেস্কটপ স্ক্রিনশর্টে তেমন কিছুই নেই। বেশ পুরোনো।
আউটলুক ওপেন করতে তেমন কষ্ট হয়না।
ধন্যবাদ টেক ব্লগার। আপনার টেকি পোষ্ট পড়ি আমি।
২| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ২:০২
টেক ব্লগার বলেছেন: আমি যে প্রতিষ্ঠানে কাজ করি, সেখানে এমন একটা কিছু সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করলে সাথে সাথে চাকরী চলে যায়। অফিসের ফোনে আমরা পারসোনাল একাউন্ট পর্যন্ত ইউজ করতে পারি না।
তবে আমাদের অফিসে সময় নিয়ে বেশ সুবিধা আছে। আমার যেভাবে কাজে সুবিধা হয়, সেভাবে আসি। আমাদের হিসাব হয় যে দিন শেষে কাজ শেষ হলো কি না।
০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ২:১০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
অফিসের কোন ছবি আমি পোস্ট করি না।
কিছুদিন আগে পিকনিক হলো সেই ছবি পোস্ট করিনি।
ইনটাইম নিয়ে আমাদের বেশ কড়াকড়ি।
৩| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ২:১০
দারাশিকো বলেছেন: কর্পোরেট ডেস্কের ব্লগ পড়লাম। বহু বছর আগে প্রথম চাকরীতে যোগ দিয়ে আমিও ডেস্ক থেকে ব্লগ লিখেছিলাম। সেটা কোন একটা সিনেমা সম্পর্কে ছিল। আপনার এই পোস্ট দেখে মনে পড়ল।
০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ২:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি পুরোনো ব্লগার। ব্লগে অনেক কিছু দেখছেন। ক্যাপ্টেন হ্যাডকের ছবিটা অনেক কিছু মনে করিয়ে দেয়া দারাশিকো।
ভালো থাকবেন ব্লগার।
৪| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ২:৪২
চারাগাছ বলেছেন:
আপনি তাহলে মার্চেন্ডাইজার ?
বর্তমান গার্মেন্টস ব্যবসার পরিস্থিতি কেমন ?
০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ২:৫০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এর আগেও একবার বলেছি হয়তো।
৫| ০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৪:৩২
সাহাদাত উদরাজী বলেছেন: চালান, যেমনে চলে!
০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৪:৩৩
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এটাই ঠিক বলেছেন।
যেভাবে যতদিন চলে। চলুক।
৬| ০৪ ঠা মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৯
চারাগাছ বলেছেন:
সোনাগাজীকে একজন বললো অবসরে ব্লগে পড়ে থাকার কথা। যার প্রেক্ষিতে উনি একটা ব্লগিং এবং রোজনামচা পোষ্ট করলেন।
সেখানে আপনার মন্তব্যে অফিসে ব্লগিং বিষয়ক প্রতিউত্তর এলো , আপনি আবার সেটার প্রেক্ষিতে এই পোস্ট দিলেন।
আমার ধারণা সঠিক মনে হয়।
০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সোনাগাজী পোষ্ট দেয়ার পর আমারো ইচ্ছা হয়েছিল।
উনার মন্তব্যের সাথে পোষ্টের খুব একটা সম্পর্ক নেই।
৭| ০৪ ঠা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:২৮
শূন্য সারমর্ম বলেছেন:
কর্পোরেট কাঠঠোকরা কখনও কাঠে ঠোকর দিয়ে দেখতে চায়নি।
@চারাগাছ পয়েন্টে হিট করেছে মনে হয়।
০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:০৯
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
কিছুটা।
৮| ০৪ ঠা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৩
সোনাগাজী বলেছেন:
মানুষ তার সময়, সম্ভাবনা, সুযোগ অনুসারে নিজের জীবনের কার্যক্রম পরিচালনা করে থাকেন; মনে হচ্ছে, আপনি আপনার সুযোগ ও পরিবেশ অনুযায়ী চলছেন, ইহা আপনার জীবনের সাথে মিলছে।
০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
সঠিক অনুধাবন।
আমি যেটুকু সুযোগ পাচ্ছি সেটা অনেকেই পায়না।
৯| ০৪ ঠা মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:৩০
নেওয়াজ আলি বলেছেন: চালিয়ে যান যেমন দরকার । অতীত মনে পড়লো লেখা পড়ে
০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:১০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
আপনি একজন আন্ডাররেটেড ব্লগার।
১০| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৮:৩৭
জুল ভার্ন বলেছেন: আজকের সকালের জ্যামে আমিও জাহাঙ্গীর গেইটে আটকে ছিলাম।
০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:১৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: হমম দেড় ঘন্টা যান চলাচল বন্ধ ছিল ।
আজ নিউমার্কেট এরিয়ায় ঝামেলা চলছে।
প্রিয়াংঙ্গনের পাশের বিল্ডিংয়ে এসি বিস্ফোরণ। তিনজন নিহত।
ঢাকা কলেজ বনাম আইডিয়ালের মারামারি।
আশেপাশের মার্কেট বন্ধ।
১১| ০৪ ঠা মার্চ, ২০২৩ রাত ৯:৫১
রাজীব নুর বলেছেন: আমি এই পোষ্টে একটা মন্তব্য করেছিলাম। এখন দেখছি আমার মন্তব্যটি নেই।
০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:০৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার কোন মন্তব্য এর আগে পাইনি রাজীব ভাই।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১:১২
টেক ব্লগার বলেছেন: ১. অফিসের ডেস্কটপ কিন্তু কনফিডেন্সিয়াল ম্যাটেরিয়াল। এর স্ক্রীণশট দেওয়া উচিৎ নয়। ঘ. আউটলুকের একটা সর্টকার্ট তৈরী করুন।
২. প্রতিদিন কষ্ট করে কেন আউটলুক খুলতে যাবেন? নিচের কাজটি করলে কম্পিউটার চালুর সাথে সাথে অটোমেটিক আউটলুক ওপেন হয়ে যাবে।
ক. Start + R চাপুন
খ. 
p;pData% লিখে এন্টার প্রেস করুন।
গ. Microsoft