নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য,সঠিক,সরল পথের সন্ধানে।

েশাভন আহমেদ

আশাহত, আহত, ব্যার্থ, ডানাভাংগা পাখী।

েশাভন আহমেদ › বিস্তারিত পোস্টঃ

Graduate / Post Graduate. স্নাতক / স্নাতকোত্তর- সমস্যা

১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

কিছুদিন আগে এরকম একটা সমস্যা হইছিল। আমার এক বন্ধুর মাধ্যমে তা দূর করেছিলাম। পিএসসির একটা সারকুলারে এক রকম সমস্যা হইছিল। সারকুলারে Post Graduate বা স্নাতকোত্তর ডিগ্রি চেয়েছিল। আমার বন্ধু বলেছিল যে চার বছর অনার্স ডিগ্রি ধারিরাও অ্যাপ্লিকেশন করতে পারবে। কিছুদিন পরও অবশ্য সারকুলার কর্তৃপক্ষ ও সারকুলার সংশোধন করে দেয়। এই সমস্যাটা আবার হইছে। শাহজালাল ইসলামী ব্যাংকে সারকুলার দিছে। এই সারকুলার টার ক্ষেত্রেও কি একই রকম হবে?? জানা থাকলে হেল্প করেন প্লিজ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

ইন্ঞ্জিনিয়ার বলেছেন: না, এবার তা হবে না। কারণ এখানে সাবজেক্ট উল্লেখ করে দিয়েছে। যে সব সাবজেক্ট বলা হয়েছে সেগুলোতে ৩ বছরে কোন ডিগ্রী হয় না, কাজেই এক্ষেত্রে পোস্ট গ্র্যাড মানে ৫ বছর।

অফিসারগুলোতে যদিও সাবজেক্ট উল্লেখ করে নি, তবে একই সার্কুলারে ২ স্ট্যান্ডার্ড হওয়ার কথা না।

তারপরেও, আপনি ওদের HR এ যোগাযোগ করে দেখতে পারেন।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

ই=এমসিস্কয়ার বলেছেন: যতদুর জানি, পোস্ট গ্রাজুয়েশন মানে মাস্টার্স.........

৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭

তিতাস একটি নদীর নাম বলেছেন: ই=এমসিস্কয়ার বলেছেন: যতদুর জানি, পোস্ট গ্রাজুয়েশন মানে মাস্টার্স........

চার বছরের অনার্স হলেও সেটা স্নাতকোত্তর না বা পোস্ট গ্রাজুয়েশন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.