নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
যদিও সবাই উড়িয়ে দেয় না ভবিষ্যৎ; দেয় কি ?
তবে যারা মাতাল হাওয়ায় খুলে দেয় বুকের বোতাম,
রঙিন পানিতে কখনো চলে তার তেরেকাটা নাচ, ঘুঙুরের শব্দ;
হয়ত এটাই শিল্পের বিকাশ কিংবা প্রজাপতি সুখ...
তার কাছে পুরো বাংলাদেশ তখন এক হাঁটু কাদার রাজ্য
আর রিমোট এরিয়া মানেই ব্যাকডেটেড, লোকাল তো বটেই,
যখন কোলকাতাও হয়ে যায় নিউ মার্কেটের পর গাউছিয়া
গলা ব্যথায় থাইল্যান্ড গেলে বুকে ব্যথায় যায় সিংগাপুর
সেই আমি একদিন কানাকড়িতে ডাকি, মা জননী
তোমার নামে করি গুণকীর্তন, বুকের প্রেমে বাড়ে মুখে ফেনা...
তেরো দিন পর সাক্ষাৎ শেষে ঝুলিতে আসে বিয়াল্লিশ লাখ
ভাবি, মা তুমি কি আকাশের দেবী ? মরেও তখন কি যে শান্তি !
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৩
রোকনুজ্জামান খান বলেছেন: ভালো লাগলো কিন্তু কিছুই বুঝি নি।
শেষের তিন লাইনের প্যারা টা বুঝিয়ে
দিলে আরও ভালো লাগত।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২২
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ । আমি যদিও কবি না, তারপরও বলব, একজন কবি আসলে কখনো তার কবিতা বুঝিয়ে দেওয়ার দায় নেয় না; কারণ কবি চাই, পাঠক নিজের মত করে ভেবে নিক তার কবিতা কিংবা একটা অর্থ দাঁড় করাক । তা না হলে শুধু পড়ার আনন্দের মধ্যেই থেকে যাক । শুভ কামনা রইল ।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সাইনবোর্ড
নোটিশ টানাইছেন ভাল, হেদায়াত কিন্তু হবে নো!
তবে কবিতা চমৎকার
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭
সাইন বোর্ড বলেছেন: হেদায়াত কেমনে হয়, সেটাই তো বুঝলাম না ভাই । আমি শুধু উপলব্ধি করতে পারি । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন নিরন্তর ।
৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৯
রাজীব নুর বলেছেন: দশে সাত দিলাম।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:১৮
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২
রোকনুজ্জামান খান বলেছেন: ভালো লাগলো কিন্তু কিছুই বুঝি নি।
শেষের তিন লািনের প্যারা টা বুঝিয়ে
দিলে আরও ভালো লাগত।