![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
আমি মোটেই কাঁচা সোনা নই, যে তুমি
আমাকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করবে । তবে
ভাটাবাড়ি থেকে বেরিয়ে আসার সময়
আমার মুষ্ঠিবদ্ধ হাতও সেদিন
প্রিয়তমার কপাল ছুঁয়ে বলতে চেয়েছিল-
আজ আমি তোমাকে নিয়ে যেতে এসেছি
যদিও একটা আকাশ আর দিগন্ত ছাড়া
তাকে দেওয়ার মত কিছুই ছিলোনা আমার,
তবু মনে হয়েছিল, দুটো হাড়ি কিনে দিলে
মোটা চাউলের ভাতে
সেও খুব করে পোড়াতে পারবে হাত
এখন আমার নিজের হাত দুটোই যখন পুড়ে পুড়ে ছাই
কিংবা সময়ের সাথে হেঁটে হেঁটে লোহাপেটা;
তখন কে তুমি আমাকে শুনিয়েই যাচ্ছো -
কাপ-পিরিচ ভাংগা অহংকারে বাশমতি চাউলের ঘ্রাণ ?
যা খেয়েও নাকি প্রতিদিন তোমার পেট খারাপ হয়,
আর শরীর থেকে বের হয় ঘরজামাই ঘরজামাই দূর্গন্ধ ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৫
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪০
শাহিন বিন রফিক বলেছেন:
ঘরজামাই শব্দটি বেশ জটিল, কাকে যে ঘরজামাই বলে এখনো ভালমত বুঝে উঠতে পারলুম না।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৯
সাইন বোর্ড বলেছেন: খুব সহজ হিসাব, বিয়ের পর যে সব ছেলেরা শ্বশুর বাড়িতেই থেকে য়ায় । অসংখ্য ধন্যবাদ ।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৯
মাহমুদুর রহমান বলেছেন: ভালো কবিতা।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৭
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:০৬
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৭
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩
মেহেদী হাসান হাসিব বলেছেন: অনবদ্য লেখা। খুব ভাল লাগলো।
২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৯
সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৩
রোকনুজ্জামান খান বলেছেন: চমৎকার