নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
অনেক বছর আগে আক্কাস নামে এক যুবক একদিন একটা অশিক্ষিত সমাজে
স্কুল তৈরী করার পরিকল্পনা দিল,
সাথে সাথে মাতব্বর প্রশ্ন করল, ঐ মিয়া নামাজ পড়ো ?
কাফের কোথাকার, শিক্ষার আলো দিতে এসেছে
তারও অনেক বছর পর ভারত ভাগ হলো
হিন্দুস্থান, পাকিস্থানের পর বাংলাদেশ এলো
মানুষ শিক্ষিত হতে শুরু করল, বাইরে হাগা-মুতের পরিবর্তে
বাড়িতে স্যানিটারী লেট্রিন ব্যাবহার করা শিখল;
রাস্তা, ঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতালের পাশাপাশি
সরকারি, বেসরকারি মিল-কলকারখানা তৈরী হলো ।
এরপর বিজয়ের আটত্রিশ বছর পর হঠাৎ দেশে
রাজাকার বানানোর ফ্যাক্টরী তৈরী হলো
বলা যায় এটা ছিল একটা অভূতপূর্ব বিজয় !
এখন কাউকে পছন্দ না হলে কিছু কুকুর, শেয়াল, ভেড়া, মহিষ
এমন কি চামচিকারাও আজকাল মানুষকে রাজাকার বানায়
সবাই এখন রাজাকার হওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছে...
২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:১২
সাইন বোর্ড বলেছেন: বেশি বেশি আধুনিক কবিতা না পড়লে তার রস নেওয়া যায় না । শুধু পড়ুন, না বুঝলেও চলবে ।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২১
চাঁদগাজী বলেছেন:
তা'হলে আপনি আধুনিক কবিতা লেখেন? আগে বললে আমার জীবনটা সহজ হয়ে যেতো
২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৩
সাইন বোর্ড বলেছেন: আপনার সাথে আধুনিক কবিতা নিয়ে কোন আলোচনা করার ইচ্ছে আমার নেই, আপনার জীবন সহজ হওয়ার সম্ভাবনা কম । ধন্যবাদ ।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই বড় হয়েছি এবং এখনো সেই চেতনা খুব সাবলীল ভাবে বয়ে বেড়াচ্ছি। কিন্তু, আপনি কোনো অন্যায়, অনিয়ম, অবিচার, তৈলবাজি আর সীমাহীন নৈরাজ্য ও সন্ত্রাসের কথা উল্লেখ করতে গেলে যে ট্যাগ আপনার গায়ে লেগে যাবে, তাতে মনে হতে পারে, মুক্তিযোদ্ধা'র করার অপর নামই বোধ হয় রাজাকার।
আপনার বক্তব্যের সাথে একমত।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৬
সাইন বোর্ড বলেছেন: এটা আর নতুন কি ? এভাবেই তো চলছে দেশ । সহমত প্রকাশের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৩২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মুক্তিযোদ্ধা'র করার অপর নামই বোধ হয় রাজাকার < মুক্তিযোদ্ধা'র অপর নামই বোধ হয় রাজাকার।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫২
সাইন বোর্ড বলেছেন: ব্যাপারটা ঠিক পুরোপুরি তাও নয়, যতক্ষণ সেবাদাস হয়ে থাকা যাবে, ততক্ষণ পর্যন্ত সে মুক্তিযোদ্ধা । বাঁকা হলেই ঠ্যাকা । আবারও ধন্যবাদ ।
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪৪
আলআমিন১২৩ বলেছেন: কবে যে কে রাজাকার উপাধি পাবেন বলা যায়না। সুতরাং উপাধি প্রাপ্তি,তথাকথিত বিচার আর সবশেষে ঝুলে পড়ার মানসিক প্রস্তুতি থাকা ভাল।চাদগাজী সাহেবসহ আমরাও এদের বক্তিতার ঠেলায় যেকোন সময় কঠিন রাজাকার কমান্ডারে কনভার্ট হয়ে যেতে পারি।
২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৫৭
সাইন বোর্ড বলেছেন: তা অবশ্য ঠিকই বলেছেন, এ ক্ষেত্রে বয়স কোন ব্যাপার না । ব্যাটা তুই আমার পক্ষ্যে কেন থাকলি না ? এতএব তুই রাজাকার এবং তোর চৌদ্দগোষ্ঠীও রাজাকার । নিরুপায় মানুষ !
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:০৪
চাঁদগাজী বলেছেন:
'মুক্তিযুদ্ধ' ও 'মুক্তিযোদ্ধা' এ ২টি শব্দ অনেক মানুষকে মানসিকভাবে কষ্ট দিচ্ছে
২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:১৫
সাইন বোর্ড বলেছেন: এটা আপনার একান্তই ব্যাক্তিগত চিন্তা, বাংলাদেশী হিসেবে আমরা সবাই মুক্তিযুদ্ধ' ও 'মুক্তিযোদ্ধা নিয়ে গর্ববোধ করি; কিন্তু একটা গোষ্ঠী যখন এটাকে নিয়ে ব্যাবসা করে তখন সেটাকে একটা সময় পর আর কেউ মেনে নিতে পারে না; কারণ তখন আর সেখানে মুক্তিযুদ্ধ' ও 'মুক্তিযোদ্ধার কোন চেতনা থাকেনা । আগে বুঝতে হবে, মুক্তিযুদ্ধ' ও 'মুক্তিযোদ্ধা কারোর পারিবারিক সম্পত্তি কিংবা ব্যবসা না । আবারও ধন্যবাদ ।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৯:৫৯
রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম। শীতের দিনে কবিতা পড়তে বেশ লাগে।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩৯
আকতার আর হোসাইন বলেছেন: ঠিক বলেছেন। কিছু কাঠ মোল্লারা মাদ্রাসায় পড়া ব্যতীত সব শিক্ষাকেই কুশিক্ষা মনে করে, কাফেরী মনে করে।
আরেকদল আছে শিবির ও রাজাকার এর ফ্যাক্টরি নিয়ে। [বি এন পি ক্ষমতায় গেলে শিবির আবার গর্ত থেকে উঠে আসবে কারণ বি এন পি এদের ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে চায়বে)
এই তো, মতের অমিল হওয়ায় আমাকেও শিবির ট্যাগ দিচ্ছে অনেকে। অথচ ব্যক্তিগতভাবে আমি অনেক মাওলানাদের নিয়ে কড়া সমালোচনা করি।
২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০১
সাইন বোর্ড বলেছেন: যে কাউকে রাজাকার ট্যাগ দেওয়া এখন ডালভাতে পরিণত হয়েছে । অসংখ্য ধন্যবাদ পড়া ও সুন্দর মন্তব্য রাখার জন্য ।
©somewhere in net ltd.
১| ২৭ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৮:০২
চাঁদগাজী বলেছেন:
আমি অনেকদিন থেকে ভাবছিলাম, আপনাকে "কবি" ট্যাগ দেয়া যায় কিনা!