![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম হলো সবচেয়ে আরামের কাজ!!
খবর: স্থপতি ব্লগার ও শাহবাগ আন্দোলনের সক্রিয় কর্মী আহমেদ হায়দার রাজীব শোভনের হত্যাকারী সন্দেহে গ্রেফতারকৃত নর্থ সাউথ ইউনিভার্সিটির পাঁচ শিক্ষার্থীকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
ডিবির তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মাইনুল ইসলাম ১০ দিনের রিমান্ড আবেদন করলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তানভির আহমেদ তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার রাতে রাজধানীর খিলগাঁও, কাকরাইল, বারিধারা, বসুন্ধরা ও পান্থপথ থেকে এ পাঁচ ছাত্রকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মো. ফয়সাল নাঈম ওরফে দ্বীপ (২২), মো. মাকসুদুল হাসান অনিক (২৩), মো. এহসান রেজা রুম্মন (২৩), মো. নাঈম সিকদার ইরাদ (১৯) ও নাসির ইমতিয়াজ (২২)।
গ্রেফতারকৃতদের কাছ থেকে দুটি চাপাতি, চারটি ছুরি, একটি বাইসাইকেল, একটি ব্যাগ, আটটি মোবাইল এবং এক জোড়া জুতা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর পল্লবীর পলাশ নগরের নিজ বাসার সামনে থেকে আহমেদ রাজীব হায়দার শোভনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। রাজীব শাহবাগ আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি নিয়মিত বিভিন্ন ব্লগে জামায়াত-শিবির ও ইসলামবিরোধী লেখালেখি করতেন।
হত্যাকান্ডের পরদিন ১৬ ফেব্রুয়ারি রাজীবের বাবা ডা. নাজিম উদ্দিন অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের নামে পল্লবী থানায় একটি মামলা করেন।
এই যে লিংক:
View this link
আমি স্তম্ভিত!!
নর্থসাউথ ইউনিভার্সিটি হলো বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি, অনেক মুরুব্বি মানুষের ক্ষেত্রে(যারা প্রাইভেট ইউনিভার্সিটি বলতে নর্থসাউথ ইউনিভার্সিটি বোঝেন) এ ইউনিভার্সিটি হলো যাবতীয় প্রাইভেট ইউনিভার্সিটির পরিমাপক।
সে ইউনিভার্সিটির ছাত্ররা খুনের মতো গুরুতর অপরাধের সাথে জড়িত, তারা যখন তাদের বড়ভাই(শিবির কর্মী) এর নির্দেশে খুন করে এবং ধরা পড়ার পর বলে অনুতপ্ত নয়[সূত্র: এনটিভি রাতের সংবাদ] তখন বোঝা যায় তাদের কিভাবে মগজধোলাই করা হয়েছিল!!
মনে প্রশ্ন জাগে তারা পড়াশোনার খরচও শিবির বহন করত? যদি তাই হয় তাহলে আমি নর্থসাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে আহ্বান জানাছি আপনারা আপনাদের ইউনিভার্সিটিকে শিবির নামক জানোয়ারমুক্ত করার উদ্যোগ নিন। অন্যথায় অচিরেই ঐতিহ্য হারাবে বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি!!
যতদূর জানি, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্যের কার্যালয়ের উপ-পরিচালক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাথমিকভাবে অভিযুক্তদের পরিচয় পত্র/ছাত্রত্ব স্থগিত করেছে। জেনে ভালো লাগলো যে শিবির নামক জানোয়ারদের ছাত্রত্ব স্থগিত করা হয়েছে।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪০
ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: গুনি নাই তো
২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪২
সীমানা ছাড়িয়ে বলেছেন: এইখানে আবার পাবলিক প্রাইভেট টানলেন কেন? সব জায়গাতেই ভাল খারাপ আছে।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৭
ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: চাঁদের গায়েও কলংক আছে।
তারপরেও চাঁদকে আমরা চাঁদই ডাকি, অন্যকিছু নয়।
ব্যাপারটা বুঝতে পেরেছেন আশা করি
৩| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০৪
আমি তুমি আমরা বলেছেন: এটা আর নতুন কি? আমাদের দুই ব্যাচমেট নর্থ সাউথে ভর্তি হওয়ার কিছুদিনের মধ্যে হিজবুত তাহরীর জয়েন করেছিল এবং তারা বেশ গৌরবের সাথেই সেটা বলত। জামাতি বা হিজবুতিরা তরুনদের টার্গেট করে সবসময়।
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:৩৬
ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: জামাতি বা হিজবুতিরা তরুনদের টার্গেট করে সবসময়।
সহমত
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৯
রাজীব বলেছেন: সরকারী ইউনিভার্সিটির কলংক কয়জন?