নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোঁখে সর্ষের ফুল ও নাকে সর্ষের তেল!!

চৌধুরী সাহেবের মতামত দেখে কারো ভীমরতি হলে সেটা সম্পূর্ণ কাকতালীয়.....

ঘুমন্ত মস্তকের অধিকারী

ঘুম হলো সবচেয়ে আরামের কাজ!!

ঘুমন্ত মস্তকের অধিকারী › বিস্তারিত পোস্টঃ

সময় থাকতে টেলিটকের পাশে দাঁড়ান। নাহলে সকল ফায়দা লুটবে বিদেশি অপারেটররা।

১০ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৫

অনেকেই নতুন ৩জি সিম কিনেন অথবা ২জি থেকে ৩জি তে মাইগ্রেটেড হোন কিন্তু ৩জি সম্পর্কে ধারণা কম। তাই ২জি নেটওয়ার্কেই স্পিড চেক করে গতি কম দেখে গালিগালাজ করেন যে ৩জি ভুয়া বা টেলিটক ফালতু; যা আসলে অনেকাংশেই ভুল।

সবার জ্ঞাতার্থে জানাচ্ছি, ২জি এবং ৩জি সম্পুর্ণ আলাদা ফ্রিকোয়েন্সির দুইটি স্বতন্ত্র নেটওয়ার্ক। ২জি হল জিএসএম ৯০০/১৮০০ মেগাহার্জ। আর ৩জি হল ইউএমটিএস/ডব্লিউসিডিএমএ ২১০০ মেগাহার্জ। টেলিটক ৩.৫জিও দিচ্ছে যা হল এইচএসডিপিএ ২১০০ মেগাহার্জ।

আসল ৩জি স্পিড পেতে করনীয়: ৩জি হ্যান্ডসেট/মডেমের নেটওয়ার্ক সেটিংস এ গিয়ে 3G only/UMTS only/WCDMA only সিলেক্ট করবেন। তাহলে ৩জি নেটওয়ার্কে এক্সেস হবে। হলে আইকন 3G/U/H উঠতে দেখবেন। ২জি হলে আইকন G/E দেখায়।

অনেকে Auto/Dual mode দিয়ে রাখেন। এটি করা ঠিক নয়। কারণ এতে বারবার ৩জি-২জি-৩জি শিফট করে। এতে স্পিড কমে যায় বা বার বার ডিসকানেক্টেড হয়।

তাই সব সময় 3G only/WCDMA only মুডে ইউজ করবেন। কোন কারণে ২জি তে যেতে হলে ম্যানুয়ালি যান, কিন্তু অটো/ডুয়াল মুড দিয়ে রাখবেন না।

সময় থাকতে স্বদেশী প্রতিষ্ঠান টেলিটকের পাশে দাঁড়ান। নাহলে সকল ফায়দা লুটবে বিদেশি অপারেটররা।

বি.দ্র: তথ্যগুলো টেলিটক লাইভ থেকে সংগৃহীত এবং সবার জ্ঞাতার্থে ব্লগে প্রকাশিত।

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১০

আমি শুধুই পাঠক বলেছেন: মাস খানেক ধরে ৩জি ইউজ করছি চট্টগ্রামে। চমৎকার স্পিড পাচ্ছি। তবে অন্য অপারেটরদের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে প্যাকেজের দাম আরো কমানো উচিত।

১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪২

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: অন্য অপারেটরদের সাথে প্রতিযোগিতায় টিকতে হলে প্যাকেজের দাম আরো কমানো উচিত।
সহমত

২| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

রিফাত হোসেন বলেছেন: ধুর মিয়া ...

গ্রাহক কম দেখে সেবা দিতে পারছে... বাড়লে টেলিঠক ঠক ঠক করবে ৪ জি সেবা দিতে গেলেও ;)

১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫০

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: আপনার কথায় যুক্তি আছে ভাই....
দেখা যাক।
আমার মনে আছে একবার যখন জিপিকে কানে ধরে বাংলালিংক কলরেট কমাতে বাধ্য করেছিল। টেলিটকের কাছ থেকেও এমন একটা কিছু আশা করতেছি। B-)

৩| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

নীলতিমি বলেছেন: টেলিটক থ্রিজি ! জোশ ! :)

১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫৩

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: আসলেই জোঁশ। অন্য জায়গার খবর জানি না, তবে এলিফ্যান্ট রোডে টেলিটক বস!! B-)

৪| ১০ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২০

নিয়ামুল ইসলাম বলেছেন: ৩জি চরম সার্ভিস

১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৩

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: সহমত :)

৫| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:১৭

কালীদাস বলেছেন: হুম, থ্রিজির সার্ভিসটা খুবই ভাল টেলিটকের :)

১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৪

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: সহমত :)

৬| ১২ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৩

নষ্ট ছেলে বলেছেন: টেলিটক থ্রিজির কিছু হিডেন প্যাকেজ আছে :D
১২৮ কেবিপিস ৬৫০ টাকায় আনলিমিটেড কিন্তু স্পীড পাওয়া যায় ৪০০-৫০০ কেবিপিএস B-)) B-)) B-))

১২৮ কেবিপিএস ২ জিবি ৩৫০ টাকা। স্পীড এটারও ৪০০-৫০০ কেবিপিএস B-)) B-)) B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.