নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চোঁখে সর্ষের ফুল ও নাকে সর্ষের তেল!!

চৌধুরী সাহেবের মতামত দেখে কারো ভীমরতি হলে সেটা সম্পূর্ণ কাকতালীয়.....

ঘুমন্ত মস্তকের অধিকারী

ঘুম হলো সবচেয়ে আরামের কাজ!!

ঘুমন্ত মস্তকের অধিকারী › বিস্তারিত পোস্টঃ

মানুষ কেন আত্মহত্যার চেষ্টা করে?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০

মম এর আত্মহত্যার চেষ্টার খবর পড়তেছিলাম। হঠাৎ মনে হলো মানুষ কেন আত্মহত্যার চেষ্টা করে?



১) ভালবাসায় ব্যর্থ বা ভালবাসার মানুষের কোন অন্যায় আচরণের জন্য?

২) পরীক্ষায় ফেল?

৩) বেকার বলে মুরুব্বিদের বয়ান শুনে বিরক্ত ও হতাশাগ্রস্থ হয়ে?

৪) বাসা থেকে জোর করে অপছন্দের মানুষের সাথে বিয়ে দিচ্ছে বলে?

৫) অকালে অপ্রচলিত উপায়ে সন্তানের আগমন বলে?

৬) বিকৃতমনের মানুষের কাছে অনৈতিকভাবে র‍্যাগিং এর কারণে?

৭) নাকি অন্য কারণে জীবনের উপর বিতৃষ্ণা?



আত্মহত্যা কোন সমাধান নয়, হতে পারে না। ভালবাসা গেলে আবার আসবে, পরীক্ষা আবার দেয়া যাবে, মুরুব্বিদের বয়ান কানে না নিলেই হলো, বিয়ে দিলে ভাল না লাগলে তালাক তো আছেই, সমাজের তোয়াক্কা না করলেই হলো, র‍্যাগিং এর বিশ্ববিদ্যালয় পরিবর্তন করলেই হলো। আত্মহত্যার কারণে ঝরা প্রিয়জনের চোঁখের পানির মূল্য কি মানুষ বোঝেনা? বুঝলে মনে হয় করতো

না.....



ভাগ্যিস ক্লাস সেভেনে থাকতে দেখেছিলাম ২ ফোঁটা চোঁখের পানি তাও আবার হলের রুমমেটের জন্য ঝরা!



ঘটনাটা খুলেই বলি - পড়াশোনায় আমি বরাবরই ফাঁকিবাজ। ফাঁকিবাজি হ্রাস করার জন্য ঢাবির একজন আপু আমাকে বাসায় এসে পড়াতো। আপুর হল ছিল রোকেয়া হল। ঘটনার দিন আমাকে পড়া ধরতেছিল আপু। হঠাৎ ফোন আসলো আপুর রুমমেট আত্মহত্যা করেছে। ফোন কাটার আগেই আপুর ছলছলে চোঁখ দেখলাম। ওড়না দিয়ে চোঁখ মুছে নিজেকে সামলে নিয়ে আপু বলল আমার ছুটি। আমি তো খুশি!! পরে জানলাম যে অকালে অপ্রচলিত উপায়ে সন্তানের আগমনের কারণে অকালে ঝরে গেল একটি প্রাণ। আরো ঝরলো একজন শুভাকাক্ষী রুমমেটের চোঁখের পানি। :(

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭

দি সুফি বলেছেন: উল্টাপাল্টা কাজ করে আত্মহত্যা করলে তার প্রতি কোনরকম দয়ামায়া হয়না। তবে কিছু কিছু কারন আসলেই খুবই দুঃখজনক (যেমনঃ পরীক্ষায় ফেল, ধর্ষন/ইভ টিজিং, মানষিক নির্যাতন ইত্যাদি ইত্যাদি)।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৩

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: বেশির ভাগ ক্ষেত্রেই দুঃখজনক ব্যাপারটাই ঘটে। :(

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০১

ডি মুন বলেছেন: আত্মহত্যা কোন সমাধান নয়, হতে পারে না

এইটাই আসল কথা।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১১

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: এইটাই আসল কথা ভাই....

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৫

আকরাম বলেছেন: দেশে বছরে ১০ হাজার লোক আত্মহত্যা করে; অভিনেত্রী মমর আত্মহত্যার চেষ্টা: তিনি কি বিষন্নতায় ভূগছেন?
http://ptohelp.blogspot.se/

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৫

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: কেটে যাক বিষন্নতা... চলে যাক আত্মহত্যার চিন্তা!!

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৮

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: শরীরের কোথায় কোন উদ্ভট পেইন হলেই মনে ভয় জাগে মরে যাবোনাতো।

জীবনের প্রতিটা মুহুর্তে মৃত্যুর ভয় কাজ করে,শেষটুকু দেখা ছাড়া মরতে চাইনা,এর মানে এই নয় যে আমার জীবন ফুলে ফুলে ভরে আছে, একেক কষ্ট চোখ ভিজে যায় তবুও বাঁচার সাধ মরেনা কখনো,

যারা এমন চিন্তা করে তাদের বাঁচার অধিকার নেই,তার ভিতু,এদের জন্য আমার কখনো মায়া হয়না,বরং এরা না থাকলেই ভালো যারা আত্মহত্যা করে কিংবা করতে চায়,।

আপনি ভালো বলেছেন

ধন্যবাদ

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৬

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: স্বাগতম :)

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৫

খাটাস বলেছেন: যারা মানসিক চাপে পড়ে আত্মহত্যা কে একমাত্র পথ মনে করে, পূর্বের সব শিক্ষা ভুলে যায়- তারা আসলে কিছু শিখতেই পারে নি।

কিছু কিছু বেতিক্রম।
তাছাড়া যারা আত্মহত্যা করতে চায় তাদের জন্য আমার শুভ কামনা। :| তাদের বেচে আর লাভ নেই হয়ত।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৭

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: সবসময় লাভের হিসাব করলে কি চলে ভাই??

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পরীক্ষায় ফেল.............

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৮

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: জীবনে না ঘটুক......

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৬

ইয়াংেমন বলেছেন: নিজেকে যখন পৃথিবীর অন্য যে কোন কিছুর তুলনায় হীন মনে হয় তখনই মানুষ আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৯

ঘুমন্ত মস্তকের অধিকারী বলেছেন: আত্মহত্যার সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.