নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম কি দিব? আমার লেখা ভাল লাগলে আপনারাই আমাকে শিরোনাম দিবেন। নয়তো শিরোনামহীনই থেকে যাই। ফেবুতে আমাকে পেতে এই লিংকটা কপি-পেস্ট করুন- www.facebook.com/shipon.mia.3785?fref=nf&refid=52&__tn__=C

সিপন মিয়া

ক্ষ

সিপন মিয়া › বিস্তারিত পোস্টঃ

ব্লগ ও ব্লগারাতংক, আমাদের মিডিয়া

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

ব্লগ আর ব্লগার শব্দটা সাধারণ মানুষের কাছে এখন
এক ত্রাসের নাম। অনেকেই এই নামটাকে ভূল
বুঝার কারণে তালিয়ে গুলিয়ে শরবত বানিয়ে
ফেলেছে।
.
.
কিছুদিন আগে আমার এক ক্লোজ ফ্রেন্ডকে
ফেবুতে অ্যাড করলাম। ৩-৪ মাস চলে গেল কিন্তু
এক্সেপ্ট করল না।
একদিন আমার আড়ালে আমার আরেক ক্লোজ
ফ্রেন্ডকে জিজ্ঞাসা করছিল আমার সম্পর্কিত। সে
আমার প্রোফাইলে ব্লগার শব্দটা দেখেই নাকি
ভয়ে এক্সেপ্ট করে নি।
.
.
তার এই অহেতুক ভীতির কারণ আমাদের মিডিয়া।
কেননা যখনই কোনো নাস্তিক হত্যা করা হয় তখন
তারা নাস্তিক না বলে ব্লগার বলতেই পছন্দবোধ
করে।
তাদের কি এই জ্ঞানটাও নেই যে নাস্তিক আর
ব্লগার এক কথা নয়? তারা কেবল বিভ্রান্তি বাড়াতেই এটা
করে।
.
.
আমাদের মিডিয়া আসলে কি করতে চাচ্ছে?
ব্লগার আর নাস্তিক শব্দ দুটো যে এক নয় সেটা
তারা বুঝেও কেন গুলিয়ে ফেলছে?
---নাস্তিক: যে স্রষ্টায় বিশ্বাস করে না এবং প্রচলিত
ধর্মেরও না।
---ব্লগার: ব্লগার শব্দটা জানার আগে ব্লগ কি সেটা
জানা আবশ্যক। ব্লগ হচ্ছে একটা ব্যক্তিগত
ডায়েরী। আর ব্লগার হচ্ছেন তিনি যিনি ডায়েরী
লিখছেন।
তাহলে কতিপয় নাস্তিকদের কারণে সাধারণ
ব্লগারদের মানুষের মাঝে ভ্রান্তি ছড়াচ্ছেন তারা।
তাদের বুঝা উচিৎ যে" নাস্তিক মাত্রই ব্লগার কিন্তু
ব্লগার মাত্রই নাস্তিক নাহ!"
বস্তুনিষ্ঠ খবর পরিবেশনই যেন তাদের কার্য হয়
সেটাই জাতির কাম্য।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

শিপন মোল্লা বলেছেন: আমাদের হলুদ মিডিয়া বলে কথা । সব কিছুতে বিভেদ আর গুলিয়ে অস্পষ্ট করে ফায়দা লুটে নেওয়ারই প্রবনতা।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

সিপন মিয়া বলেছেন: "আমাদের হলুদ মিডিয়া বলে কথা।" আপনার মন্তব্যটি চমৎকার ছিল ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.