| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যন্ত্রণাদায়ক ও প্রাণঘাতী রোগগুলোর মধ্যে
প্রথম সারিতে থাকা এক আতংকের নাম ক্যান্সার। যদিও
আধুনিক যুগে এসেও এই রোগের সম্পূর্ণ
প্রতিকারের কোনো পন্থাই উদ্ভাবন করতে
পারেন নি বিজ্ঞানীরা। তবে বিভিন্ন ধরনের
ক্যান্সার রয়েছে যার অধিকাংশই প্রাথমিক পর্যায় ধরা
গেলে চিকিৎসায় রোগীর বেঁচে থাকার স্বপ্ন
একটু লম্বাই হয়ে যায়। তবে সকলের ক্ষেত্রে
চিকিৎসা খরচ বহন করা সম্ভব হয়ে ওঠে না। কিছু
ধনাঢ্য মানুষ চিকিৎসা করার সাহস দেখায়। আর গরিবদের
পরে থাকতে হয় সরকারি হাসপাতালগুলোর বেডে
হাড্ডিসার, মলিন, কংকালসম দেহ নিয়ে। একজন
দিনমজুরের পক্ষেও কি ৬০-৭০ লক্ষ টাকা দিয়ে
বিদেশীয় চিকিৎসা নেয়া সম্ভব? অধিকাংশ ক্ষেত্রে
ধনাঢ্যরাও চাইবে ১০-১৫ লক্ষর মাঝে কাজটা করে
নিতে। জাতীয় ক্যান্সার গবেষণা
ইন্সটিটিউটের সরকারি কোন পরিসংখ্যান না থাকলেও
বিশ্ব পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে ২০১০ সালে
ক্যান্সার রোগীর সংখ্যা ছিল আট লাখ। ২০১৫ তে
এসে সেটা বেড়ে হয়েছে ১৪ লাখ। মৌলিক
অধিকার হিসেবে এই মানুষগুলো সরকারের
সহযোগিতা আশা করতেই পারে। ১৪ লক্ষ মানুষ
মাঠে নেমে যদি বলে-' চিকিৎসা আমার অধিকার,
নিশ্চুপ কেন সরকার?' 'বাঁচতে চাই বাচতে চাই,
বাংলাদেশ আমরাই'।
লক্ষ লক্ষ মানুষের প্রানের আকুতি বেঁচে থাকা।
ছোঁয়াচে রোগগুলোর মত ক্যান্সারেরও ফ্রি
চিকিৎসার দ্বায়িত্ব সরকারের বহন করার দাবি কি আমরা
করতে পারি?
২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৪৫
সিপন মিয়া বলেছেন: হ্যা ভাই, আমি নিজেও তাদের অন্তর্ভুক্ত। সরকারের উচিৎ আমাদের জন্য কিছু করা। কিন্তু, একথা সরকারের কানে তুলবে কে?
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৪
নতুন বলেছেন: চিকিতসার মাঝে ব্যবসা ধুকে গেছে তাই এই সব এতো দামি।
আর সরকারই পারে এই সব মানুষের জন্য কিছু করতে।