নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনাম কি দিব? আমার লেখা ভাল লাগলে আপনারাই আমাকে শিরোনাম দিবেন। নয়তো শিরোনামহীনই থেকে যাই। ফেবুতে আমাকে পেতে এই লিংকটা কপি-পেস্ট করুন- www.facebook.com/shipon.mia.3785?fref=nf&refid=52&__tn__=C

সিপন মিয়া

ক্ষ

সিপন মিয়া › বিস্তারিত পোস্টঃ

ব্রেকিং নিউজ

২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১০

গ্রামীনফোন(সংক্ষেপে জিপি)বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটরের নাম। তাদের আছে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক ব্যবস্থাও। গ্রাহকের সংখ্যার ক্ষেত্রেও যেকোনো মোবাইল অপারেটর তাদের পদপিষ্ঠ। এ হচ্ছে আমার জানামতে তাদের সম্পর্কিত সংক্ষিপ্ত জ্ঞান।
.
.
.
.
.
এবারে তাদের ভণ্ডামি উন্মোচনে যাব। তবে বলে রাখি তারা জন্মলগ্ন থেকেই ভণ্ড আর আমরাও জেনেশুনেই তাদের ভন্ডামির জালে আবদ্ধ হয়েই তাদের পরিবারকে করেছি শক্তিশালী।
.
.
জিপির নতুন ভন্ডামি-
___________________
সম্প্রতি তারা গ্রাহকদের জন্য নিয়ে এসেছে কারেন্ট জাল। তারা ঘোষনা করেছে- ৫টাকায় ১জিবি ইন্টারনেট দিবে। এই জালের আওতাধীন সেই সকল সৌভাগ্যবান মাছ যারা কিনা গত ৩মাসের মধ্যে ১৫০কেবি ইন্টারনেট-এর কম ব্যবহার করেছেন।(আচ্ছা, যেখানে আমি ফকিরের বাচ্চাও মাসে কমপক্ষে ১৫০এমবি খাই সেখানে তারা টার্গেট দিয়েছে ১২০কেবি। তারমানে, আমি ১৫০কেবির বেশি ব্যবহার করেছি তাই আমি অফার থেকে এক ছায়াপথ দূরে) তাছাড়া, আপনার প্রাপ্য ইন্টারনেট-এর মধ্যে ৫০০এমবি ওপেন আর ৫০০এমবি ফেসবুকে ব্যবহারের জন্য। তো পড়ে থাকুন ২৪ঘন্টা ফেসবুক নিয়ে। কি বলেন? ওহ! আর আপনার ইন্টারনেট-এর মেয়াদ থাকছে ৭দিন।(সপ্তাহব্যাপী ইন্টারনেট নিয়ে মেতে থাকুন তাহলে) তাহলে আর ঠেকায় কে? "কাছে থাকুন গ্রামীনফোন-এর"-- বাই আমি হারামি।
.
.
যারা অফারটি পেতেই চান-
______________________
আপনি এমন একটা সংযোগ(সিম) তল্লাশি চালান যা ৩মাস ব্যবহার হয় নি। একইসাথে ১৫০কেবি ডাটাও ব্যবহার করা হয়েছে।(বন্ধ সংযোগে ডাটা ব্যবহার হয়?)
.
.
পরিশেষ, যেহেতু আমি খুবই ঠাট্টাসহকারে গ্রামীণফোনকে ঠাটিয়েছি তবুও বলি আমি কোদালকে কোদালই বলেছি। আমার লেখাটি সমালোচনামূলক তাই কারও সংশয় থাকলে জিপির ওয়েবসাইট থেকেই দেখে আসতে পারেন এখান থেকে-
www.grameenphone.com/personal/offers/1gb-internet-5-tk
আমার বক্তব্যে কারও ঈষৎ চুলকালে এইখানে ইচ্ছামত লেদানো যেতে পারে। ব্লগ কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা দেয়ায় ফেসবুক লিংক দেই নি।
আসসালামু-আলাইকুম।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২১

নীল আকাশ বলেছেন: আমি অফারটা ব্যবহার করসি। খারাপ না । বাটপার কম্পানি থেকে যা পা্ওয়া যায় তাই লাভ।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

সিপন মিয়া বলেছেন: এই অফার ব্যবহারের জন্য যে শর্তগুলো পূরণ করতে হয় সেগুলো করতে করতেই জীবন পার হয়া যাইব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.