| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ১৮ বছরের জিবনের অভিজ্ঞতাই আমাকে এই সিদ্ধান্তে উপনীত করেছে। এ পর্যন্ত যতজন নাস্তিক দেখেছি তাদের একটু ব্রিফ স্টোরি বলি-
ইন্টারনেট আক্রান্ত নাস্তিক-
_____________________ এরা সাধারণত উঠতি বয়সী অর্থাৎ টিনেজার হয়ে থাকে। সারাদিন ফেসবুকে, ব্লগে এডিক্টেড থেকে থেকে বিভিন্ন পেজ, গ্রুপ, আইডি থেকে নাস্তিকদের কিছু লেখা পরে কিছুকাল মাথানষ্ট অবস্থায় কাটায়। তারপরে আবার লাইনে আসতে আসতে ২-১বছর পর্যন্ত কেটে যায়। এটা মূলত রিলিজিয়ন সম্পর্কিত অজ্ঞতার কারণেই হয়। এছাড়া, নাস্তিকেরা বিভিন্নভাবে মগজ ধোলাই দিয়ে থাকে। অতিরিক্ত ইন্টারনেট ঘাটাঘাটি আর অজ্ঞতা মানে অক্ষরজ্ঞানহীন মানুষের পত্রিকা পড়া যাকে বলে সবকিছু একাকার হয়ে যাওয়া। এক সময় এরা অনুভূতিহীন হয়ে পরে। রিলিজিয়ন বা বিজ্ঞান সম্পর্কিত অপর্যাপ্ত জ্ঞান তাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অনেক ক্ষেত্রে আত্মহননের নজীরও আছে। সময়মত ভাল সাইকিয়াট্রি না দেখালে এদের ভবিষ্যৎ সূর্যরশ্নি দিয়েও আর আলোকিত করা যায় না।.. (চলপে)
২|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১৩
ব্ল্যাক_ডাইমণ্ড বলেছেন: কোন ধর্ম সত্য?
৩|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৪
সিপন মিয়া বলেছেন: ভাই রুপক বিধৌত সাধু, আপনিও আস্তিক হইয়া যাইতে পারেন। তবে পড়ার পরিমান আপনাকেও বাড়াতে হবে।
৪|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৬
সিপন মিয়া বলেছেন: ভাই ব্যাক ডায়ামন্ড, সেটা নিজের উপলব্ধির আলোকেই খোঁজে পাবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৮
রূপক বিধৌত সাধু বলেছেন: ভ্রাতা সিপন মিয়া, মাত্র অাঠারো বৎসরের জীবনের অভিজ্ঞতায় তোমার দারুণ উপলোব্ধি আসিয়াছে? বয়স অারো বাড়িলে না জানি কেমন হয়? অাবার কমিয়াও যাইতে পারে (তুমিও নাস্তিক হইয়া যাইতে পারো)! পড়ালেখার পরিমাণ বাড়াইতে হইবে ।