| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইন্টারনেট জগতে অনেক নাস্তিকের সাথে
ডিবেট করেছি। কখনও ফেসবুক গ্রুপে,
কোনো পেজে, অনেক সময় নাস্তিকদের
সাথে সরাসরি টাইমলাইন পোস্টে, ব্লগে কখনও
ইচ্ছায় কখনও অনিচ্ছায় বাকবিতণ্ডায় জড়িয়েছি। কখনওই
আমার তাদের সাথে ডিবেট করার মানসিকতা ছিল না।
তবে এরা কারণে-অকারণে ইসলামকে অজ্ঞতা
ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করেই যাচ্ছিল। তাই
ডিবেটের মূল উদ্দেশ্য ছিল মুসলিমরা যাতে
আলোর ঝান্ডা হারিয়ে না ফেলে। নাস্তিকদের
সাথে ভূয়া সময় লস করা অনাবশ্যক একটা কাজ।.. (চলপে)
২|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:১৩
সিপন মিয়া বলেছেন: হুম, ভাই আপনার সাথে সহমত।
৩|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৮
স্যার এডলফ হিটলার বলেছেন: ভাই নাস্তিকদের হাজার বুঝাইলেও বুঝবে না। তাই আমি তাদের সাথে সময় নষ্ট করিনা। কিন্তু হিন্দু, বৌদ্ধদের সাথে ডিবেট করি।
৪|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৬
সিপন মিয়া বলেছেন: ভাই ইন্টারনেট জগতে খাটি নাস্তিকই বা আছে ক'টা? ৮০%ই হিন্দু। এরা নাস্তিক সেজে মুসলিমদের বিভ্রান্তি বাড়াতে এসব করে।
৫|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭
স্যার এডলফ হিটলার বলেছেন: জানি সিপন ভাই। আর এই হিন্দুদের বিপক্ষে কথা বলেই আমি আমার আগের ২টা ব্লগ হারিয়েছি। নিশ্চই জানেন "রাজাকার হিন্দুদের বিচার চাই" এই নামের ব্লগকে কালকে ব্যান করা হয়েছে। ওইটা আমার ব্লগ ছিলো। এক হিন্দুর দাবির জন্য বিনা নোটিশে ব্যান করে দিয়েছে
৬|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪০
সিপন মিয়া বলেছেন: হুম। সামু কি তাহলে হিন্দুদের দালালী?
৭|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬
সিপন মিয়া বলেছেন: রাজাকার হিন্দুদের বিচার চাই- রিফাত আহমেদ নামক ব্লগটা তো একটিভ আছে ভাই।
৮|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪
রূপক বিধৌত সাধু বলেছেন: নাস্তিক হওয়া সহজ নয় । এ এক অনন্য শক্তিরই অভিব্যক্তি । কেননা, বিশেষ জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা ও মনোবল না থাকলে নাস্তিক হওয়া যায় না । আশৈশব লালিত বিশ্বাস-সংস্কার, আচার-আচরণ, রীতিনীতি পরিহার করা সাধারণের পক্ষে সম্ভব নয়, কেবল অসামান্য নৈতিক শক্তিধর যুক্তিবাদী পুরুষের পক্ষেই তা সহজ ।
তাই প্রাচীন ও আধুনিক দুনিয়ার প্রায় প্রত্যেক প্রখ্যাত নাস্তিকই সুজন, সুনাগিরক ও মনীষী । মানুষ হিসাবে এদের সামাজিক দায়িত্ব জ্ঞান, কর্তব্যবোধ ও কল্যাণ বুদ্ধি অপরের চাইতে তীক্ষ্ন ও তীব্র । কিন্তু বাঁধা পথের যাত্রীদের চোখে এদের এ চেহারা ধরা পড়ে না ।
আহমদ শরীফ (যুগ যন্ত্রণা)।
৯|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০১
সিপন মিয়া বলেছেন: আপনার চোখে কি মাদার তেরেসার কর্মকাণ্ডগুলো নাস্তিকতারর কারণেই?
১০|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০২
স্যার এডলফ হিটলার বলেছেন: সিপন ভাই। প্রথমটার নাম ছিলো "রাজাকার হিন্দুদের বিচার চাই" আর পরেরটায় আবার আমার নাম যোগ করেছিলাম। না এক্টিভ নেই। লগিন দিলে দেখায় আমাকে ব্যান করা হয়েছে। ![]()
১১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০৫
সিপন মিয়া বলেছেন: স্যার এডলফ হিটলার ভাই, আপনার যুদ্ধ অব্যাহত রাখুন। পাশেই আছি।
১২|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪১
স্যার এডলফ হিটলার বলেছেন: ধন্যবাদ ভাই। অনেকেই আমাকে এই কথা বলেছে। তাই আমি আমার নিক নেম চেঞ্জ করে এখনও এই ব্লগে আছি। না-হলে প্রথম আইডির পরই লেফট দিতাম। কিন্তু আমি যুদ্ধ ক্ষেত্রহতে পালানোর মানুষ নই। আর আপনাদের এই সমর্থন দেখে আমি বুঝতে পারলাম আমি সঠিক পথেই আছি।
আর ২ দিন অপেক্ষা করুন। প্রথম পেজে পোষ্ট দেখানোর সুযোগ পেলেই আমি পোষ্ট দেওয়া শুরু করবো। প্রথম পোষ্টটাতো এমনেই দিয়েছিলাম।
আবারো আপনাকে ধন্যবাদ।
১৩|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৫০
সিপন মিয়া বলেছেন: ক্যারি অন ব্র..
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৯
দরবেশমুসাফির বলেছেন: ভাই ডিবেট করার আগে ভালভাবে পড়াশুনা করে নেন। এ ব্যাপারে আমার এই পোস্টটা চাইলে দেখতে পারেনঃ
http://www.somewhereinblog.net/blog/DarvishMusafir/30064773
জ্ঞান ফলানোর জন্য নয় বরং অন্ধকার দূরীভূত করার জন্যই বিতর্কের প্রয়োজন।