| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাস্তিকেরা যখন বিজ্ঞানের দোহাই দেয় তখন সেটা হয় শতাব্দীর সেরা মিথ্যাচার।
____জনৈক ব্যক্তি।
নাস্তিকেরা সাধারণত বিজ্ঞানের ছাতাতলে এসে ঝড়ঝাপটা সামাল দিতে চায়।(বিঃদ্রঃ বিডির নাস্তিক) কিন্তু ছাতায় বৃষ্টি সামাল দেয়া গেলেও ঝড়ঝাপটা সামলে না। বিজ্ঞানের নামে ইসলামে নেই এমন সহস্রাধিক মিথ্যার রচয়িতা তারা। আর এসব কিছুই প্রয়োগ করে কোর'আন ত্রুটিপূর্ণ প্রমাণ করার জন্য। এদের কখনও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-এ গিয়ে আনুষ্ঠানিকভাবে কোর'আনের ভুলগুলো চোঁখে আঙুল দিয়ে দেখানোর সৎসাহস না থাকলেও ইন্টারনেট জগতে নিজেদের তৈরিকৃত লিংক দিয়েই ইসলাম, কোর'আনকে অযৌক্তিক প্রমাণ করেছে। তাদের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর মাঝে একটি' ঈশ্বরের অনস্তিত্ব '। যদিও তাদের গুরুদের একজন সমকামিতা আর আরেকজন নিজ মেয়ের কামনা ছাড়া কিছুই আবিষ্কার করতে সমর্থ হন নি। তারপরেও, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা তো আর থেমে থাকে না।
২|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
সিপন মিয়া বলেছেন: আমি অত্তসব বুঝি না বাপু!
৩|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৪:০০
শ্মশান বাসী বলেছেন: না বুঝে বেশী বুঝার ভাব ধরা, একটা মানসিক সমস্যা।।
৪|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৮:৪৭
সিপন মিয়া বলেছেন: যত্রতত্র মানসিক রোগী খোঁজাও একটা মানসিক রোগ।
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
শ্মশান বাসী বলেছেন: অন্ধের হাতি দেখা।