| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমরা যারা মানবতার কথা বলে মুখে ফেনা তোল
তারাই এদের নাম দিয়েছ 'পথশিশু'। আর আমরা এদের
নাম দিয়েছি 'টোকাই'। আমরাও তোমাদেরও
দিয়েছি বুদ্ধিজীবী উপাধি। তোমাদের অনেক
বুদ্ধি। তোমরা অনেক জ্ঞানী। তোমরা ঈদ
এলেই রাস্তার পাশের ২-১টা শিশুকে ২০টাকা হাতে
তুলে দিয়ে ছবি তোলে তোমাদের
মানবতাবাদের চরম প্রকাশ ঘটিয়ে গরম হয়ে
ক্যামেরার সামনে আরাম করে বসে বল শিশু
অধিকারের কথা। তোমরাই রেলওয়েতে পাথরে
মাথাগুজা শিশুগুলোকে দিয়েছ চুর, ছেচড়া, কুলি,
ইতর-ফিতরের সীল।
২|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২৬
সিপন মিয়া বলেছেন: ভাই প্রামাণিক। আপনাকেও অনেক ধন্যবাদ। ঈদ মোবারক।
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৮
প্রামানিক বলেছেন: তোমরা ঈদ এলেই রাস্তার পাশের ২-১টা শিশুকে ২০টাকা হাতে
তুলে দিয়ে ছবি তোলে তোমাদের মানবতাবাদের চরম প্রকাশ ঘটিয়ে গরম হয়ে
ক্যামেরার সামনে আরাম করে বসে বল শিশু অধিকারের কথা।
আপনার এই বক্তব্যে বাস্তবতা আছে। অহরহ এরকম অনেকেই করে থাকে। ধন্যবাদ